ETV Bharat / bharat

Privilege Motions Against Ranjan Gogoi : রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গে প্রস্তাব এবার শিবসেনারও - Shiv Sena Moves Privilege Motions Against Ranjan Gogoi

রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে সংসদের অবমাননার অভিযোগ স্বাধীকারভঙ্গের প্রস্তাব আনল শিবসেনা (Shiv Sena Moves Privilege Motions Against Ranjan Gogoi) ৷ রাজ্যসভার অধিবেশনে অংশ নেওয়া নিয়ে তাঁর মন্তব্যের বিরুদ্ধে এই প্রস্তাব আনা হয়েছে (Ranjan Gogois Remarks on Attending Rajya Sabha) ৷ এর আগে গতকাল তৃণমূল, কংগ্রেস, সমাজবাদী পার্টির তরফেও একই ইস্যুতে গগৈয়ের বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের প্রস্তাব আনা হয় ৷

Privilege Motions Against Ranjan Gogoi
Privilege Motions Against Ranjan Gogoi
author img

By

Published : Dec 15, 2021, 11:13 AM IST

নয়াদিল্লি, 15 ডিসেম্বর : কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টির পর এবার শিবসেনা ৷ রাজ্যসভার সাংসদ তথা দেশের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের প্রস্তাব আনলেন শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত এবং আইইউএমএল’র আব্দুল ওয়াহাব (Shiv Sena Move Privilege Motions Against Ranjan Gogoi) ৷ গত সপ্তাহে একটি সংবাদমাধ্যমে তাঁর সাক্ষাৎকারে গগৈ সংসদের অবমাননা করেছেন বলে অভিযোগ উঠেছে ৷ তারই প্রতিবাদে এবার রাজ্যসভার মনোনীত সাংসদের বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের প্রস্তাব আনলেন বিরোধী সাংসদরা ৷

দেশের প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে, সংবিধানকে লঙ্ঘন করা এবং সংসদের অবমাননার অভিযোগ আনা হয়েছে ওই প্রস্তাবে (Privilege Motions Against Ranjan Gogoi) ৷ 9 ডিসেম্বর সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে রঞ্জন গগৈকে তাঁর সংসদে উপস্থিতির হার কম থাকা নিয়ে প্রশ্ন করেন সঞ্চালক ৷ তাঁর জবাবে সাংসদ গগৈয়ের জবাব ছিল, কোভিড পরিস্থিতিতে সামাজিক দূরত্ব এবং বসার ব্যবস্থার অভাব থাকায়, তিনি অস্বস্তিবোধ করেন ৷ আর তিনি তখনই রাজ্যসভায় যান ৷ যখন তাঁর ভাল লাগে এবং তাঁর মনে হয় একটি ইস্যুতে তাঁর বক্তব্য পেশ করা উচিত ৷

আরও পড়ুন : Privilege Motion against Ranjan Gogoi : রাজ্যসভায় সাংসদ রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের অভিযোগ তৃণমূলের

গগৈয়ের এই দুই মন্তব্যেই ক্ষুব্ধ রাজ্যসভার বিরোধী সাংসদরা ৷ তাঁদের অভিযোগ, দেশের প্রাক্তন প্রধান বিচারপচি হয়েও তিনি সংবিধান এবং সংসদের অবমাননা করেছেন (Ranjan Gogois Remarks on Attending Rajya Sabha) ৷ আর সেই অভিযোগেই গতকাল রাজ্যসভার মনোনীত সাংসদ রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের প্রস্তাব আনেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম নূর সহ কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং সিপিআইএম’র সাংসদরা ৷ এবার আজ শিবসেনার তরফে সঞ্জয় রাউত তাঁর বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের প্রস্তাব আনলেন ৷

নয়াদিল্লি, 15 ডিসেম্বর : কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টির পর এবার শিবসেনা ৷ রাজ্যসভার সাংসদ তথা দেশের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের প্রস্তাব আনলেন শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত এবং আইইউএমএল’র আব্দুল ওয়াহাব (Shiv Sena Move Privilege Motions Against Ranjan Gogoi) ৷ গত সপ্তাহে একটি সংবাদমাধ্যমে তাঁর সাক্ষাৎকারে গগৈ সংসদের অবমাননা করেছেন বলে অভিযোগ উঠেছে ৷ তারই প্রতিবাদে এবার রাজ্যসভার মনোনীত সাংসদের বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের প্রস্তাব আনলেন বিরোধী সাংসদরা ৷

দেশের প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে, সংবিধানকে লঙ্ঘন করা এবং সংসদের অবমাননার অভিযোগ আনা হয়েছে ওই প্রস্তাবে (Privilege Motions Against Ranjan Gogoi) ৷ 9 ডিসেম্বর সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে রঞ্জন গগৈকে তাঁর সংসদে উপস্থিতির হার কম থাকা নিয়ে প্রশ্ন করেন সঞ্চালক ৷ তাঁর জবাবে সাংসদ গগৈয়ের জবাব ছিল, কোভিড পরিস্থিতিতে সামাজিক দূরত্ব এবং বসার ব্যবস্থার অভাব থাকায়, তিনি অস্বস্তিবোধ করেন ৷ আর তিনি তখনই রাজ্যসভায় যান ৷ যখন তাঁর ভাল লাগে এবং তাঁর মনে হয় একটি ইস্যুতে তাঁর বক্তব্য পেশ করা উচিত ৷

আরও পড়ুন : Privilege Motion against Ranjan Gogoi : রাজ্যসভায় সাংসদ রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের অভিযোগ তৃণমূলের

গগৈয়ের এই দুই মন্তব্যেই ক্ষুব্ধ রাজ্যসভার বিরোধী সাংসদরা ৷ তাঁদের অভিযোগ, দেশের প্রাক্তন প্রধান বিচারপচি হয়েও তিনি সংবিধান এবং সংসদের অবমাননা করেছেন (Ranjan Gogois Remarks on Attending Rajya Sabha) ৷ আর সেই অভিযোগেই গতকাল রাজ্যসভার মনোনীত সাংসদ রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের প্রস্তাব আনেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম নূর সহ কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং সিপিআইএম’র সাংসদরা ৷ এবার আজ শিবসেনার তরফে সঞ্জয় রাউত তাঁর বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের প্রস্তাব আনলেন ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.