ETV Bharat / bharat

বিহারের দানাপুরে আদালত চত্বরে বন্দিকে গুলি করে খুন, গ্রেফতার দুই আততায়ী

Prisoner shot dead in Danapur: বিহারের দানাপুর কোর্ট ক্যাম্পাসে এক বন্দিকে গুলি করে হত্যা করা হয়েছে । বন্দির নাম ছোটে সরকার এবং তাকে শুনানির জন্য আদালতে আনা হয়েছিল । আদালত চত্বর থেকে এই হত্যার দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ।

Prisoner shot dead in Danapur
Prisoner shot dead in Danapur
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 8:13 PM IST

পটনা, 15 ডিসেম্বর: ফের আদালত চত্বরে চলল গুলি ৷ এবার ঘটনাস্থল বিহারের দানাপুর আদালত ৷ শুক্রবার সেখানে আদালতে পেশ করতে নিয়ে যাওয়ার সময় এক বন্দিকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ ৷ নিহতের নাম, অভিষেক কুমার ওরফে ছোটে সরকার ৷ এই ঘটনায় দু’জন আততায়ীকে আদালত চত্বর থেকেই গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতদের জেরা করে এই ঘটনা নিয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷

বিহার পুলিশের তরফ থেকে জানা গিয়েছে যে নিহত ছোটে সরকার ওই রাজ্য়ের বিহতা থানা এলাকার সিকান্দারপুরের বাসিন্দা । বিহতা ছাড়াও পটনা জেলার একাধিক থানায় তাঁর বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ রয়েছে ৷ বর্তমানে তিনি বিউড় জেলে বন্দি ছিলেন ৷ শুক্রবার ওই জেল থেকেই বিহারের দানাপুর আদালতে পুলিশ তাঁকে নিয়ে আসে ৷

পুলিশের গাড়ি থেকে আদালতের দিকে যাওয়ার সময় গুলি চলে ৷ গুলি চলার শব্দে হইচই পড়ে যায় আদলত চত্বরে ৷ তখনই দেখা যায় সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ছোটে সরকার ৷ আগ্নেয়াস্ত্র হাতে দু’জনকে পালাতে দেখে তৎপর হয় পুলিশ ৷ আদালত চত্বরের মধ্যেই ধরে ফেলা হয় দু’জনকে ৷ ঘটনার খবর পেয়ে পটনা পশ্চিমের এসপি ও আশেপাশের বেশ কয়েকটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ।

এই ঘটনা নিয়ে আদালত চত্বরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ তবে ঘটনার পর আদালতের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে ৷ বর্তমানে পুলিশ বিষয়টি তদন্ত করছে । প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা হয়ে থাকতে পারে ৷ ধৃতদের জেরার পর এই নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে ৷ তাই ধৃত দু’জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ৷

আরও পড়ুন:

  1. একই পরিবারের 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল গুজরাতের আদালত
  2. সিসিটিভি হ্যাক! ইউটিউবারের নগ্নদৃশ্য ভাইরাল হল সোশালে, এফআইআর দায়ের থানায়
  3. বদাঁয়ুতে মা-মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টা, পুলিশে অভিযোগ হতেই আত্মঘাতী অভিযুক্ত পঞ্চায়েত সচিব

পটনা, 15 ডিসেম্বর: ফের আদালত চত্বরে চলল গুলি ৷ এবার ঘটনাস্থল বিহারের দানাপুর আদালত ৷ শুক্রবার সেখানে আদালতে পেশ করতে নিয়ে যাওয়ার সময় এক বন্দিকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ ৷ নিহতের নাম, অভিষেক কুমার ওরফে ছোটে সরকার ৷ এই ঘটনায় দু’জন আততায়ীকে আদালত চত্বর থেকেই গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতদের জেরা করে এই ঘটনা নিয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷

বিহার পুলিশের তরফ থেকে জানা গিয়েছে যে নিহত ছোটে সরকার ওই রাজ্য়ের বিহতা থানা এলাকার সিকান্দারপুরের বাসিন্দা । বিহতা ছাড়াও পটনা জেলার একাধিক থানায় তাঁর বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ রয়েছে ৷ বর্তমানে তিনি বিউড় জেলে বন্দি ছিলেন ৷ শুক্রবার ওই জেল থেকেই বিহারের দানাপুর আদালতে পুলিশ তাঁকে নিয়ে আসে ৷

পুলিশের গাড়ি থেকে আদালতের দিকে যাওয়ার সময় গুলি চলে ৷ গুলি চলার শব্দে হইচই পড়ে যায় আদলত চত্বরে ৷ তখনই দেখা যায় সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ছোটে সরকার ৷ আগ্নেয়াস্ত্র হাতে দু’জনকে পালাতে দেখে তৎপর হয় পুলিশ ৷ আদালত চত্বরের মধ্যেই ধরে ফেলা হয় দু’জনকে ৷ ঘটনার খবর পেয়ে পটনা পশ্চিমের এসপি ও আশেপাশের বেশ কয়েকটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ।

এই ঘটনা নিয়ে আদালত চত্বরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ তবে ঘটনার পর আদালতের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে ৷ বর্তমানে পুলিশ বিষয়টি তদন্ত করছে । প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা হয়ে থাকতে পারে ৷ ধৃতদের জেরার পর এই নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে ৷ তাই ধৃত দু’জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ৷

আরও পড়ুন:

  1. একই পরিবারের 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল গুজরাতের আদালত
  2. সিসিটিভি হ্যাক! ইউটিউবারের নগ্নদৃশ্য ভাইরাল হল সোশালে, এফআইআর দায়ের থানায়
  3. বদাঁয়ুতে মা-মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টা, পুলিশে অভিযোগ হতেই আত্মঘাতী অভিযুক্ত পঞ্চায়েত সচিব
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.