ETV Bharat / bharat

ঠান্ডায় স্নান করতে ভয়! পড়ুয়াদের পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ খোদ স্কুলের প্রিন্সিপালের - ঠান্ডা

Bareilly Viral Video: স্নান না করে স্কুলে আসা পড়ুয়াদের শিক্ষা দিলেন প্রিন্সিপাল ৷ নিজে দাঁড়িয়ে থেকে ডুবিয়ে তাদের করালেন স্নান ৷ সোশালে ভাইরাল প্রিন্সিপালেরই করা ঘটনার ভিডিয়ো ৷

Principals Lesson to Students
পড়ুুয়াদের স্কুলেই স্নান করালেন প্রিন্সিপাল
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 19, 2023, 5:21 PM IST

বরেলি, 19 ডিসেম্বর: বছর শেষের মুখে পারদ নামতেই ঠান্ডায় কাবু দেশবাসী ৷ আর ঠান্ডা পড়লেই স্নান না করার প্রবণতা দেখা যায় অনেক বাচ্চাদের মধ্যে ৷ বিশেষ করে সকালে স্নান না করেই স্কুলে পৌঁছে যায় ছাত্রছাত্রীরা ৷ এমন পড়ুয়াদের শিক্ষা দিতে দেখা গেল বরেলির ফরিদপুর থানা এলাকার একটি স্কুলে ৷ ছাত্রদের শৃঙ্খলার পাঠ শেখানোর জন্য তাদের স্কুল চত্বরেই দাঁড়িয়ে থেকে স্নান করালেন খোদ প্রিন্সিপাল ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের বরেলির ছত্রপতি শিবাজি ইন্টার কলেজ স্কুলের ৷ প্রিন্সিপাল রণবিজয় সিং যাদব নিজেই ঘটনার ভিডিয়ো করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ মুহূর্তের মধ্যে যা হয়েছে ভাইরাল ৷ ঠান্ডায় স্নানের ভয় দূর করতে এই পদক্ষেপ বলে দাবি এই প্রিন্সিপালের ৷

জানা গিয়েছে, সোমবার বরেলির ফরিদপুর থানা এলাকার ছত্রপতি শিবাজি ইন্টার কলেজ স্কুলে প্রার্থনা চলছিল ৷ সেসময় শিক্ষকেরা পড়ুয়াদের জিজ্ঞেস করেন যে কারা কারা স্কুলে স্নান না করে এসেছে ৷ যার জবাবে কিছু শিশু হাত তুলে জানায় যে তারা স্নান করেনি । সেইসব শিশুদের স্নান করে না আসার কারণ জানতে চাওয়া হয় শিক্ষকদের তরফে ৷ তখন পড়ুয়ারা স্নান না করার জন্য ঠান্ডাকেই দায়ী করে ।

এরপর সে কথা শুনে শিক্ষার্থীদের স্কুলের প্রিন্সিপাল পাম্পিং সেটের ট্যাংকে ডুব দিতে বাধ্য করেন । রণবিজয় সিং যাদবের দাবি, শৃঙ্খলার পাঠ দিতে এবং তাদের মন থেকে ঠান্ডার ভয় দূর করতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন ৷ ছাত্ররা যাতে প্রতিদিন স্নান করে বিদ্যালয়ে আসে সেটাই তিনি চান । তাই শুধু তাদের স্নান করানোই নয়, রণবিজয় ছাত্রদের স্নান করার ভিডিয়ো করেন ৷ সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, পড়ুয়ারা যেন রোজ স্কুলে স্নান করে আসে ৷ ওই ভিডিয়োটিই পরে সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই ঘটনাটি জানাজানি হয় ।

আরও পড়ুন:

  1. স্বাভাবিকের নীচে তাপমাত্রা, শীতের আমেজ থাকলেও পারদ পতনে আপাতত বিরতির পূর্বাভাস হাওয়া অফিসের
  2. ঠান্ডার লম্বা স্পেল চলবে, বঙ্গজুড়ে শীতের ইনিংসে পারদ পতন এখনই নয়
  3. আপনিও কি শীতকালে জয়েন্টের ব্যথায় ভুগছেন ? কমাতে এই ঘরোয়া উপায়গুলি অবলম্বন করুন

বরেলি, 19 ডিসেম্বর: বছর শেষের মুখে পারদ নামতেই ঠান্ডায় কাবু দেশবাসী ৷ আর ঠান্ডা পড়লেই স্নান না করার প্রবণতা দেখা যায় অনেক বাচ্চাদের মধ্যে ৷ বিশেষ করে সকালে স্নান না করেই স্কুলে পৌঁছে যায় ছাত্রছাত্রীরা ৷ এমন পড়ুয়াদের শিক্ষা দিতে দেখা গেল বরেলির ফরিদপুর থানা এলাকার একটি স্কুলে ৷ ছাত্রদের শৃঙ্খলার পাঠ শেখানোর জন্য তাদের স্কুল চত্বরেই দাঁড়িয়ে থেকে স্নান করালেন খোদ প্রিন্সিপাল ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের বরেলির ছত্রপতি শিবাজি ইন্টার কলেজ স্কুলের ৷ প্রিন্সিপাল রণবিজয় সিং যাদব নিজেই ঘটনার ভিডিয়ো করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ মুহূর্তের মধ্যে যা হয়েছে ভাইরাল ৷ ঠান্ডায় স্নানের ভয় দূর করতে এই পদক্ষেপ বলে দাবি এই প্রিন্সিপালের ৷

জানা গিয়েছে, সোমবার বরেলির ফরিদপুর থানা এলাকার ছত্রপতি শিবাজি ইন্টার কলেজ স্কুলে প্রার্থনা চলছিল ৷ সেসময় শিক্ষকেরা পড়ুয়াদের জিজ্ঞেস করেন যে কারা কারা স্কুলে স্নান না করে এসেছে ৷ যার জবাবে কিছু শিশু হাত তুলে জানায় যে তারা স্নান করেনি । সেইসব শিশুদের স্নান করে না আসার কারণ জানতে চাওয়া হয় শিক্ষকদের তরফে ৷ তখন পড়ুয়ারা স্নান না করার জন্য ঠান্ডাকেই দায়ী করে ।

এরপর সে কথা শুনে শিক্ষার্থীদের স্কুলের প্রিন্সিপাল পাম্পিং সেটের ট্যাংকে ডুব দিতে বাধ্য করেন । রণবিজয় সিং যাদবের দাবি, শৃঙ্খলার পাঠ দিতে এবং তাদের মন থেকে ঠান্ডার ভয় দূর করতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন ৷ ছাত্ররা যাতে প্রতিদিন স্নান করে বিদ্যালয়ে আসে সেটাই তিনি চান । তাই শুধু তাদের স্নান করানোই নয়, রণবিজয় ছাত্রদের স্নান করার ভিডিয়ো করেন ৷ সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, পড়ুয়ারা যেন রোজ স্কুলে স্নান করে আসে ৷ ওই ভিডিয়োটিই পরে সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই ঘটনাটি জানাজানি হয় ।

আরও পড়ুন:

  1. স্বাভাবিকের নীচে তাপমাত্রা, শীতের আমেজ থাকলেও পারদ পতনে আপাতত বিরতির পূর্বাভাস হাওয়া অফিসের
  2. ঠান্ডার লম্বা স্পেল চলবে, বঙ্গজুড়ে শীতের ইনিংসে পারদ পতন এখনই নয়
  3. আপনিও কি শীতকালে জয়েন্টের ব্যথায় ভুগছেন ? কমাতে এই ঘরোয়া উপায়গুলি অবলম্বন করুন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.