ETV Bharat / bharat

PM Narendra Modi: ব্রিকস সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গে প্রধানমন্ত্রী মোদি

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 22, 2023, 7:25 PM IST

PM Narendra Modi Arrives SA to Attend 15th BRICS Summit: পঞ্চদশ ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ওই সম্মেলনের পর তিনি যাবেন গ্রিসে ৷ 40 বছর পর দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তিনি ওই দেশ সফরে যাচ্ছেন ৷

PM Narendra Modi
PM Narendra Modi

জোহানেসবার্গ, 22 অগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন ৷ সেখানে তিনি পঞ্চদশ ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ৷ এছাড়াও বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন । সেখান থেকে চলে যাবেন গ্রিসে ৷

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে 22 থেকে 24 অগস্ট আফ্রিকার এই দেশ সফর করছেন প্রধানমন্ত্রী মোদি । এই সফরের উদ্দেশে রওনা হওয়ার আগে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ব্রিকস বিভিন্ন ক্ষেত্রে একটি শক্তিশালী সহযোগিতামূলক অ্যাজেন্ডা অনুসরণ করছে ৷ প্রধানমন্ত্রী এক্স-এ (আগে যা টুইটার নামে পরিচিত ছিল) পোস্ট করেছেন যে তিনি ব্রিকস-আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস প্লাস ডায়ালগ ইভেন্টেও অংশগ্রহণ করবেন ।

প্রধানমন্ত্রী মোদি বলেন, "আমরা মূল্যায়ন করি যে ব্রিকস উন্নয়নের প্রয়োজনীয়তা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার-সহ পুরো গ্লোবাল সাউথের উদ্বেগের বিষয়গুলি নিয়ে আলোচনা করার প্ল্যাটফর্ম হয়ে উঠেছে ৷ এই শীর্ষ সম্মেলন ব্রিকসের জন্য ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করতে এবং প্রাতিষ্ঠানিক উন্নয়ন পর্যালোচনা করার জন্য একটি প্রয়োজনীয় সুযোগ তৈরি করবে ।’’

ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিকস ৷ এই রাষ্ট্রগোষ্ঠী নেতারা 2019 সালের পর প্রথমবার শীর্ষ সম্মেলনে একে অপরের মুখোমুখি হচ্ছেন ৷ এবার সম্মেলন আয়োজনের দায়িত্বে রয়েছে দক্ষিণ আফ্রিকা ৷ তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার ব্রিকস সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন বলে আশা করা হচ্ছে ৷ কারণ, দক্ষিণ আফ্রিকায় অবতরণ করলে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি-র পরোয়ানার প্রেক্ষিতে তিনি গ্রেফতার হতে পারেন ৷ উল্লেখ্য, এই গোষ্ঠীভুক্ত দেশগুলির জনসংখ্যা বিশ্ব জনসংখ্যার 41 শতাংশ ৷ এদের জিডিপি সারা বিশ্বের জিডিপি-র 24 শতাংশ এবং বিশ্বের বাণিজ্যের 16 শতাংশের অংশীদারিত্ব রয়েছে এই দেশগুলির ৷

আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে 20টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানকেও আমন্ত্রণ জানানো হয়েছে এই সম্মেলনে । তাদের মধ্যে বেশ কয়েকজন ব্রিকসের সদস্য হওয়ার জন্য আবেদন করেছেন, যা শীর্ষ সম্মেলনের আলোচ্যসূচির অন্যতম বিষয় । মোদি তাঁর বিবৃতিতে জানিয়েছেন, তিনি এই সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত অতিথি দেশের সঙ্গে আলাপচারিতার জন্য উন্মুখ হয়ে আছেন ।

এই সম্মেলন শেষে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের আমন্ত্রণে দক্ষিণ আফ্রিকা থেকে 25 অগস্ট ইউরোপের ওই দেশে যাবেন প্রধানমন্ত্রী মোদি ৷ গ্রিসে এটাই তাঁর প্রথম সফর৷ শুধু তাই নয়, 40 বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী গ্রিস সফর করতে চলেছেন ৷ তাই এই সফরকে গৌরবের বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদি ৷

আরও পড়ুন: 2014-র আগে দুর্নীতি করে গরিবদের অর্থ লুট করা হয়েছে, মোদির নিশানায় বিরোধীরা

তাঁর কথায়, ‘‘আমাদের দুই সভ্যতার মধ্যে যোগাযোগ দুই সহস্রাব্দেরও বেশি সময় ধরে বিস্তৃত ৷ আধুনিক সময়ে গণতন্ত্র, আইনের শাসন এবং বহুত্ববাদের মূল্যবোধ ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে আমাদের সম্পর্ক শক্তিশালী হয়েছে । বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও সংস্কৃতি, জনগণের মধ্যে যোগাযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আমাদের আরও কাছাকাছি নিয়ে আসছে ।’’ তাই এই সফর দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করবে বলেও তিনি মনে করেন ৷

সংবাদসংস্থা: পিটিআই

জোহানেসবার্গ, 22 অগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন ৷ সেখানে তিনি পঞ্চদশ ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ৷ এছাড়াও বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন । সেখান থেকে চলে যাবেন গ্রিসে ৷

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে 22 থেকে 24 অগস্ট আফ্রিকার এই দেশ সফর করছেন প্রধানমন্ত্রী মোদি । এই সফরের উদ্দেশে রওনা হওয়ার আগে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ব্রিকস বিভিন্ন ক্ষেত্রে একটি শক্তিশালী সহযোগিতামূলক অ্যাজেন্ডা অনুসরণ করছে ৷ প্রধানমন্ত্রী এক্স-এ (আগে যা টুইটার নামে পরিচিত ছিল) পোস্ট করেছেন যে তিনি ব্রিকস-আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস প্লাস ডায়ালগ ইভেন্টেও অংশগ্রহণ করবেন ।

প্রধানমন্ত্রী মোদি বলেন, "আমরা মূল্যায়ন করি যে ব্রিকস উন্নয়নের প্রয়োজনীয়তা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার-সহ পুরো গ্লোবাল সাউথের উদ্বেগের বিষয়গুলি নিয়ে আলোচনা করার প্ল্যাটফর্ম হয়ে উঠেছে ৷ এই শীর্ষ সম্মেলন ব্রিকসের জন্য ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করতে এবং প্রাতিষ্ঠানিক উন্নয়ন পর্যালোচনা করার জন্য একটি প্রয়োজনীয় সুযোগ তৈরি করবে ।’’

ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিকস ৷ এই রাষ্ট্রগোষ্ঠী নেতারা 2019 সালের পর প্রথমবার শীর্ষ সম্মেলনে একে অপরের মুখোমুখি হচ্ছেন ৷ এবার সম্মেলন আয়োজনের দায়িত্বে রয়েছে দক্ষিণ আফ্রিকা ৷ তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার ব্রিকস সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন বলে আশা করা হচ্ছে ৷ কারণ, দক্ষিণ আফ্রিকায় অবতরণ করলে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি-র পরোয়ানার প্রেক্ষিতে তিনি গ্রেফতার হতে পারেন ৷ উল্লেখ্য, এই গোষ্ঠীভুক্ত দেশগুলির জনসংখ্যা বিশ্ব জনসংখ্যার 41 শতাংশ ৷ এদের জিডিপি সারা বিশ্বের জিডিপি-র 24 শতাংশ এবং বিশ্বের বাণিজ্যের 16 শতাংশের অংশীদারিত্ব রয়েছে এই দেশগুলির ৷

আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে 20টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানকেও আমন্ত্রণ জানানো হয়েছে এই সম্মেলনে । তাদের মধ্যে বেশ কয়েকজন ব্রিকসের সদস্য হওয়ার জন্য আবেদন করেছেন, যা শীর্ষ সম্মেলনের আলোচ্যসূচির অন্যতম বিষয় । মোদি তাঁর বিবৃতিতে জানিয়েছেন, তিনি এই সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত অতিথি দেশের সঙ্গে আলাপচারিতার জন্য উন্মুখ হয়ে আছেন ।

এই সম্মেলন শেষে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের আমন্ত্রণে দক্ষিণ আফ্রিকা থেকে 25 অগস্ট ইউরোপের ওই দেশে যাবেন প্রধানমন্ত্রী মোদি ৷ গ্রিসে এটাই তাঁর প্রথম সফর৷ শুধু তাই নয়, 40 বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী গ্রিস সফর করতে চলেছেন ৷ তাই এই সফরকে গৌরবের বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদি ৷

আরও পড়ুন: 2014-র আগে দুর্নীতি করে গরিবদের অর্থ লুট করা হয়েছে, মোদির নিশানায় বিরোধীরা

তাঁর কথায়, ‘‘আমাদের দুই সভ্যতার মধ্যে যোগাযোগ দুই সহস্রাব্দেরও বেশি সময় ধরে বিস্তৃত ৷ আধুনিক সময়ে গণতন্ত্র, আইনের শাসন এবং বহুত্ববাদের মূল্যবোধ ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে আমাদের সম্পর্ক শক্তিশালী হয়েছে । বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও সংস্কৃতি, জনগণের মধ্যে যোগাযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আমাদের আরও কাছাকাছি নিয়ে আসছে ।’’ তাই এই সফর দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করবে বলেও তিনি মনে করেন ৷

সংবাদসংস্থা: পিটিআই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.