নয়াদিল্লি, 26 এপ্রিল : কোভিড মোকাবিলায় কীভাবে প্রযুক্তিকে কাজে লাগানো যায়, তা নিয়েই জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার নিজেই টুইট করে সেকথা জানান তিনি ৷
-
Spoke to PM @sugawitter of Japan on phone. We reviewed the progress in various ongoing bilateral initiatives. We also discussed our cooperation in diverse areas including high technology, skill development and in fighting the COVID-19 pandemic together.
— Narendra Modi (@narendramodi) April 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Spoke to PM @sugawitter of Japan on phone. We reviewed the progress in various ongoing bilateral initiatives. We also discussed our cooperation in diverse areas including high technology, skill development and in fighting the COVID-19 pandemic together.
— Narendra Modi (@narendramodi) April 26, 2021Spoke to PM @sugawitter of Japan on phone. We reviewed the progress in various ongoing bilateral initiatives. We also discussed our cooperation in diverse areas including high technology, skill development and in fighting the COVID-19 pandemic together.
— Narendra Modi (@narendramodi) April 26, 2021
তাঁর টুইটার হ্য়ান্ডেলে মোদি লেখেন, ‘‘জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে ৷ বিভিন্ন দ্বিপাক্ষিক উদ্যোগ নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে ৷ সেগুলির অগ্রগতি নিয়েও আমরা পর্যালোচনা করেছি ৷ করোনার মোকাবিলায় কীভাবে আমরা একসঙ্গে কাজ করতে পারি, প্রযুক্তি ও কারিগরিগত উন্নয়নকে কাজে লাগিয়ে কীভাবে এই পরিস্থিতির সঙ্গে লড়াই করা যায়, সেই সব কিছু নিয়ে কথা হয়েছে ৷’’
আরও পড়ুন : আর মাত্র 48 ঘণ্টা, আমেরিকা থেকে ভারতে আসছে ভ্যাকসিনের ওষুধ, কাঁচামাল
দুই রাষ্ট্রনায়কের কথপোকথনের পর এই বিষয়ে একটি বিবৃতি জারি করে প্রধানমন্ত্রীর দফতর (পিএমও) ৷ তাতে বলা হয়েছে, কোভিড পরিস্থিতির মোকাবিলার জন্য কীভাবে ভারত ও জাপান কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ৷ বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে যাতে এই দুই দেশ পরস্পরের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে, তার উপর জোর দিয়েছেন দু’জনেই ৷ এছাড়া, উৎপাদন ও কারিগরি উন্নয়নের ক্ষেত্রে যাতে নতুন করে আরও দ্বিপাক্ষিক কর্মসূচি শুরু করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন দুই রাষ্ট্রনেতা ৷ প্রয়োজনে এই বিষয়ে নতুন করে দ্বিপাক্ষিক চুক্তিও করা হতে পারে ৷