ETV Bharat / bharat

PM Narendra Modi: কৃষকদের কল্যাণে বছরে কেন্দ্রের খরচ 6.5 লক্ষ কোটি টাকা, জানালেন প্রধানমন্ত্রী - 17তম ভারতীয় সমবায় কংগ্রেস

শনিবার নয়াদিল্লির ইন্টারন্যাশনার এক্সিবিশন কাম কনভেনশন সেন্টারে উদ্বোধন হয় 17তম ভারতীয় সমবায় কংগ্রেসের ৷ উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, কৃষকদের কল্যাণে বছরে কেন্দ্রের খরচ সাড়ে ছ’লক্ষ কোটি টাকা ৷

PM Narendra Modi
PM Narendra Modi
author img

By

Published : Jul 1, 2023, 2:54 PM IST

নয়াদিল্লি, 1 জুলাই: কৃষি আইন নিয়ে কম ঝক্কি সামলাতে হয়নি কেন্দ্রের মোদি সরকারকে ৷ আন্দোলনের জেরে কৃষি আইন ফিরিয়েও নিতে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ তার পরও তাঁর সরকারের বিরুদ্ধে কৃষক-বিরোধী তকমা এখনও ব্যবহার করেন বিরোধী রাজনৈতিক নেতারা ৷ এই নিয়ে শনিবার কার্যত পালটা জবাব দিলেন প্রধানমন্ত্রী ৷ জানালেন, তাঁর সরকার প্রতি বছর কৃষক ও কৃষির কল্যাণে 6.5 লক্ষ কোটি টাকা ব্যয় করে ।

এ দিন নয়াদিল্লির ইন্টারন্যাশনার এক্সিবিশন কাম কনভেনশন সেন্টার বা আইইসিসি-তে 17তম ভারতীয় সমবায় কংগ্রেসের উদ্বোধন হয় ৷ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদি ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ একই সঙ্গে তিনি উল্লেখ করেন, "আমি শুধু কৃষকদের জন্য কী করেছি তা বলেছি এবং শুধু প্রতিশ্রুতি দিচ্ছি না ।" ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁর হাতেই এখন রয়েছে সমবায় মন্ত্রক ৷

ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পূর্বতন ইউপিএ সরকারেরও সমালোচনা করেন ৷ বলেন, "তারা (ইউপিএ সরকার) 2014 সালের আগে পাঁচ বছরে কৃষিতে 90 হাজার কোটি টাকা খরচ করেছে । আমরা শুধুমাত্র 'প্রধানমন্ত্রী কিষান স্কিমে' তিনগুণ বেশি টাকা খরচ করেছি ৷" তিনি আরও জানান যে সমবায়গুলিকে কর্পোরেট সেক্টরের মতো সুবিধা ও প্ল্যাটফর্ম দিয়ে সাহায্য করা হচ্ছে সরকারি তরফে ।

প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান থেকে ডিজিটাল ইন্ডিয়ার কথা বলেছেন ৷ তাঁর দাবি, ’’কেন্দ্রীয় সরকার ডিজিটাল ইন্ডিয়ার প্রচার করেছে, যাতে উপভোক্তাদের কাছে সরাসরি অর্থ পৌঁছাতে সক্ষম হয় । লক্ষ্য হল নগদ লেনদেনের উপর নির্ভরতা দূর করা । ডিজিটাল লেনদেনে ভারতের আধিপত্য বিশ্বে আমাদের পরিচয় হয়ে উঠেছে । এটি আমাদের সমবায় খাতেও অন্তর্ভুক্ত করা দরকার ৷"

প্রধানমন্ত্রী জানিয়েছেন, গত ন’বছরে চিনিকল থেকে 70 হাজার কোটি টাকার ইথানল কেনা হয়েছে । ভোজ্যতেল ও ডালের আমদানি কমানোর প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ আর এই কাজে সমবায়গুলিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে তিনি জানান ৷ বাজরা, মাখন, ঘি-সহ একাধিক ভারতীয় পণ্যের বিশ্বের বাজারে চাহিদার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি জানান, একটি পৃথক মৎস্য মন্ত্রকের দাবি দীর্ঘদিন ধরে ছিল ৷ আর তা পূরণ করেছে তাঁর সরকার ৷

আরও পড়ুন: রাষ্ট্রীয় রোজগার মেলা থেকে 71 হাজার চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, 1 জুলাই: কৃষি আইন নিয়ে কম ঝক্কি সামলাতে হয়নি কেন্দ্রের মোদি সরকারকে ৷ আন্দোলনের জেরে কৃষি আইন ফিরিয়েও নিতে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ তার পরও তাঁর সরকারের বিরুদ্ধে কৃষক-বিরোধী তকমা এখনও ব্যবহার করেন বিরোধী রাজনৈতিক নেতারা ৷ এই নিয়ে শনিবার কার্যত পালটা জবাব দিলেন প্রধানমন্ত্রী ৷ জানালেন, তাঁর সরকার প্রতি বছর কৃষক ও কৃষির কল্যাণে 6.5 লক্ষ কোটি টাকা ব্যয় করে ।

এ দিন নয়াদিল্লির ইন্টারন্যাশনার এক্সিবিশন কাম কনভেনশন সেন্টার বা আইইসিসি-তে 17তম ভারতীয় সমবায় কংগ্রেসের উদ্বোধন হয় ৷ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদি ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ একই সঙ্গে তিনি উল্লেখ করেন, "আমি শুধু কৃষকদের জন্য কী করেছি তা বলেছি এবং শুধু প্রতিশ্রুতি দিচ্ছি না ।" ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁর হাতেই এখন রয়েছে সমবায় মন্ত্রক ৷

ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পূর্বতন ইউপিএ সরকারেরও সমালোচনা করেন ৷ বলেন, "তারা (ইউপিএ সরকার) 2014 সালের আগে পাঁচ বছরে কৃষিতে 90 হাজার কোটি টাকা খরচ করেছে । আমরা শুধুমাত্র 'প্রধানমন্ত্রী কিষান স্কিমে' তিনগুণ বেশি টাকা খরচ করেছি ৷" তিনি আরও জানান যে সমবায়গুলিকে কর্পোরেট সেক্টরের মতো সুবিধা ও প্ল্যাটফর্ম দিয়ে সাহায্য করা হচ্ছে সরকারি তরফে ।

প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান থেকে ডিজিটাল ইন্ডিয়ার কথা বলেছেন ৷ তাঁর দাবি, ’’কেন্দ্রীয় সরকার ডিজিটাল ইন্ডিয়ার প্রচার করেছে, যাতে উপভোক্তাদের কাছে সরাসরি অর্থ পৌঁছাতে সক্ষম হয় । লক্ষ্য হল নগদ লেনদেনের উপর নির্ভরতা দূর করা । ডিজিটাল লেনদেনে ভারতের আধিপত্য বিশ্বে আমাদের পরিচয় হয়ে উঠেছে । এটি আমাদের সমবায় খাতেও অন্তর্ভুক্ত করা দরকার ৷"

প্রধানমন্ত্রী জানিয়েছেন, গত ন’বছরে চিনিকল থেকে 70 হাজার কোটি টাকার ইথানল কেনা হয়েছে । ভোজ্যতেল ও ডালের আমদানি কমানোর প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ আর এই কাজে সমবায়গুলিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে তিনি জানান ৷ বাজরা, মাখন, ঘি-সহ একাধিক ভারতীয় পণ্যের বিশ্বের বাজারে চাহিদার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি জানান, একটি পৃথক মৎস্য মন্ত্রকের দাবি দীর্ঘদিন ধরে ছিল ৷ আর তা পূরণ করেছে তাঁর সরকার ৷

আরও পড়ুন: রাষ্ট্রীয় রোজগার মেলা থেকে 71 হাজার চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী মোদি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.