ETV Bharat / bharat

Goa Politics : মমতার সফরের আগেই মোদির মুখে গোয়ার ‘উন্নয়ন মডেল’ - নরেন্দ্র মোদি

আগামী 28 অক্টোবর গোয়া সফরে যাবেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ গোয়া থেকে বিজেপিকে উৎখাতের ডাক দিয়েছেন তিনি ৷ তার আগে শনিবার গোয়ার উন্নয়ন মডেলের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

prime minister narendra modi praises new development model of goa before mamata banerjee's visit
Goa Politics : মমতার সফরের আগেই মোদির মুখে গোয়ার ‘উন্নয়ন মডেল’
author img

By

Published : Oct 23, 2021, 2:48 PM IST

কলকাতা ও নয়াদিল্লি, 23 অক্টোবর : ‘‘গোয়া মানে উন্নয়নের নতুন মডেল ৷ গোয়া মানে সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন ৷’’ শনিবার এমনই উক্তি শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) গলায় ৷ এদিন ‘আত্মনির্ভর ভারত স্বয়ংপূর্ণ গোয়া’ নামে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি ৷ কথা বলেন প্রকল্পের আওতাভুক্ত উপভোক্তাদের সঙ্গে ৷ সেই ভার্চুয়াল আলাপচারিতাতেই গোয়াবাসীর উন্নয়ন এবং তাতে রাজ্য তথা কেন্দ্রের বিজেপি সরকারের অবদানের স্তূতি শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে ৷ প্রশ্ন উঠছে, এদিনের এই অনুষ্ঠান কি আর পাঁচটা কেন্দ্রীয় প্রকল্পের প্রচার কর্মসূচির মতোই একটি আয়োজন ? নাকি গোয়ায় তৃণমূল কংগ্রেসের অতিসক্রিয়তাই প্রধানমন্ত্রীকে বাধ্য করেছে গোয়ার উন্নয়ন নিয়ে সুর চড়াতে ?

আরও পড়ুন : Mamata Banerjee : "গোয়ায় এক নতুন ভোরের সূচনা করব", টুইট মমতার

একুশের বিধানসভা নির্বাচনে বাংলা বিজয়ের গেরুয়া স্বপ্ন সত্যি হয়নি ৷ পশ্চিমবঙ্গে বিজেপির বিধায়ক সংখ্যা একলাফে অনেকটা বাড়লেও তৃতীয়বারের জন্য মসনদ দখলেই রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ আর এবার তাঁর লক্ষ্য হল, চব্বিশের লোকসভা ভোট ৷ তার আগে জাতীয় স্তরে দলের ভিত পোক্ত করতে উঠে-পড়ে লেগেছেন তৃণমূলনেত্রী ৷ বাংলার বাইরে যে রাজ্যগুলি তাঁর নজরে রয়েছে, তার মধ্যে গোয়া অন্যতম ৷

ইতিমধ্যেই গোয়া কংগ্রেসে ভাঙন ধরাতে সক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেস ৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো (Luizinho Faleiro) কংগ্রেস ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন ৷ তাঁকে দলের জাতীয় সহ-সভাপতির পদ দিয়েছেন মমতা ৷ দিনের পর দিন গোয়ায় হত্যে দিয়ে পড়ে থাকছেন ডেরেক ও’ব্রায়েন (Derek O'Brien), প্রসূন বন্দ্যোপাধ্য়ায়ের (Prasun Banerjee) মতো হেভিওয়েট নেতারা ৷ সর্বোপরি আগামী 28 অক্টোবর তৃণমূলনেত্রী নিজেই যাবেন গোয়া সফরে ৷ শনিবার এ নিয়ে একটি টুইটও করেন তিনি ৷ তাতে বিজেপিকে উৎখাত করার ডাক দিয়ে গোয়ার সমস্ত বাসিন্দা, রাজনৈতিক দল ও সংগঠনকে একজোট হওয়ার আবেদন জানান মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷

  • Together, we will usher in a new dawn for Goa by forming a new govt that will truly be a govt of the people of Goa and committed to realising their aspirations! #GoenchiNaviSakal (2/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) October 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ঘটনাক্রমের মাঝেই গোয়ার উন্নয়নের খতিয়ান তুলে ধরে মাঠে নামলেন স্বয়ং প্রধানমন্ত্রী ৷ মোদি-শাহদের মুখে প্রায়ই শোনা যায় ডাবল ইঞ্জিন সরকারের কথা ৷ তাঁদের দাবি, কেন্দ্রের পাশাপাশি রাজ্যেও বিজেপির সরকার থাকলে উন্নয়নে গতি আসবে ৷ তাঁদের সেই দাবি যে ভিত্তিহীন নয়, গোয়াকে সামনে রেখেই তা প্রমাণ করার চেষ্টা করেন মোদি ৷ এদিনের ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, ‘‘যখন আমরা সরকারের সহযোগিতা পাই এবং মানুষ কঠোর পরিশ্রম করে, তখন কীভাবে পরিবর্তন আসে, কীভাবে আত্মবিশ্বাস বাড়ে, তা স্বয়ংপূর্ণ গোয়ার উপভোক্তাদের সঙ্গে কথা বলেই আমরা উপলব্ধি করতে পেরেছি ৷ গোয়া মানে প্রকৃতি ও পর্যটন ৷ কিন্তু এখন গোয়া মানে উন্নয়নের নতুন মডেল ৷ গোয়া মানে সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন ৷ গোয়া মানে পঞ্চায়েত থেকে প্রশাসন পর্যন্ত উন্নয়নের জন্য সংহতি ৷’’ প্রধানমন্ত্রী জানিয়েছেন, গোয়ার গ্রামীণ এলাকাগুলির আধুনিকীকরণের জন্য ইতিমধ্য়েই তাঁর সরকার 500 কোটি টাকা বরাদ্দ করেছে ৷ অর্থাৎ, গোয়ার উন্নয়নে কেন্দ্র ও রাজ্য যে বধ্যপরিকর, নানাভাবে এদিন সেকথাই বারবার তুলে ধরার চেষ্টা করেন নরেন্দ্র মোদি ৷

  • गोवा यानि आनंद, गोवा यानि प्रकृति, गोवा यानि टूरिज्म।

    लेकिन आज मैं ये भी कहूंगा-

    गोवा यानि विकास का नया मॉडल।

    गोवा यानि सामूहिक प्रयासों का प्रतिबिंब।

    गोवा यानि पंचायत से लेकर प्रशासन तक विकास के लिए एकजुटता: PM @narendramodi

    — PMO India (@PMOIndia) October 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Luizinho Faleiro joins TMC : কংগ্রেস পরিবারকে এক করে বিজেপিকে হারাব, তৃণমূলে যোগ দিয়ে লক্ষ্য স্থির ফালেইরোর

যদিও প্রধানমন্ত্রীর এই প্রচেষ্টায় কাজের কাজ কিছু হবে না বলেই দাবি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা বরানগরের বিধায়ক তাপস রায়ের (Tapas Roy) ৷ তিনি বলেন, ‘‘বিজেপি আসলে ভয় পেয়েছে ৷ গতবারের বিধানসভা নির্বাচনে গোয়ার মানুষ বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠতা দেয়নি ৷ তারপরও অন্য দল ভাঙিয়ে অন্যায়ভাবে সরকার গড়েছে বিজেপি ৷ গোয়াবাসী গেরুয়া শিবিরের উদ্যোগ ভালোভাবে নেয়নি ৷ তাই গোয়ায় বিজেপির পতন সময়ের অপেক্ষা মাত্র ৷ অন্যদিকে, সেখানে তৃণমূল যেভাবে আত্মপ্রকাশ করছে, তাতে চিন্তা বেড়েছে বিজেপি নেতাদের ৷ আর সেই কারণেই স্বয়ং প্রধানমন্ত্রীকে গোয়ার উন্নয়ন নিয়ে এভাবে প্রচার করতে হচ্ছে ৷’’

কলকাতা ও নয়াদিল্লি, 23 অক্টোবর : ‘‘গোয়া মানে উন্নয়নের নতুন মডেল ৷ গোয়া মানে সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন ৷’’ শনিবার এমনই উক্তি শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) গলায় ৷ এদিন ‘আত্মনির্ভর ভারত স্বয়ংপূর্ণ গোয়া’ নামে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি ৷ কথা বলেন প্রকল্পের আওতাভুক্ত উপভোক্তাদের সঙ্গে ৷ সেই ভার্চুয়াল আলাপচারিতাতেই গোয়াবাসীর উন্নয়ন এবং তাতে রাজ্য তথা কেন্দ্রের বিজেপি সরকারের অবদানের স্তূতি শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে ৷ প্রশ্ন উঠছে, এদিনের এই অনুষ্ঠান কি আর পাঁচটা কেন্দ্রীয় প্রকল্পের প্রচার কর্মসূচির মতোই একটি আয়োজন ? নাকি গোয়ায় তৃণমূল কংগ্রেসের অতিসক্রিয়তাই প্রধানমন্ত্রীকে বাধ্য করেছে গোয়ার উন্নয়ন নিয়ে সুর চড়াতে ?

আরও পড়ুন : Mamata Banerjee : "গোয়ায় এক নতুন ভোরের সূচনা করব", টুইট মমতার

একুশের বিধানসভা নির্বাচনে বাংলা বিজয়ের গেরুয়া স্বপ্ন সত্যি হয়নি ৷ পশ্চিমবঙ্গে বিজেপির বিধায়ক সংখ্যা একলাফে অনেকটা বাড়লেও তৃতীয়বারের জন্য মসনদ দখলেই রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ আর এবার তাঁর লক্ষ্য হল, চব্বিশের লোকসভা ভোট ৷ তার আগে জাতীয় স্তরে দলের ভিত পোক্ত করতে উঠে-পড়ে লেগেছেন তৃণমূলনেত্রী ৷ বাংলার বাইরে যে রাজ্যগুলি তাঁর নজরে রয়েছে, তার মধ্যে গোয়া অন্যতম ৷

ইতিমধ্যেই গোয়া কংগ্রেসে ভাঙন ধরাতে সক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেস ৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো (Luizinho Faleiro) কংগ্রেস ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন ৷ তাঁকে দলের জাতীয় সহ-সভাপতির পদ দিয়েছেন মমতা ৷ দিনের পর দিন গোয়ায় হত্যে দিয়ে পড়ে থাকছেন ডেরেক ও’ব্রায়েন (Derek O'Brien), প্রসূন বন্দ্যোপাধ্য়ায়ের (Prasun Banerjee) মতো হেভিওয়েট নেতারা ৷ সর্বোপরি আগামী 28 অক্টোবর তৃণমূলনেত্রী নিজেই যাবেন গোয়া সফরে ৷ শনিবার এ নিয়ে একটি টুইটও করেন তিনি ৷ তাতে বিজেপিকে উৎখাত করার ডাক দিয়ে গোয়ার সমস্ত বাসিন্দা, রাজনৈতিক দল ও সংগঠনকে একজোট হওয়ার আবেদন জানান মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷

  • Together, we will usher in a new dawn for Goa by forming a new govt that will truly be a govt of the people of Goa and committed to realising their aspirations! #GoenchiNaviSakal (2/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) October 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ঘটনাক্রমের মাঝেই গোয়ার উন্নয়নের খতিয়ান তুলে ধরে মাঠে নামলেন স্বয়ং প্রধানমন্ত্রী ৷ মোদি-শাহদের মুখে প্রায়ই শোনা যায় ডাবল ইঞ্জিন সরকারের কথা ৷ তাঁদের দাবি, কেন্দ্রের পাশাপাশি রাজ্যেও বিজেপির সরকার থাকলে উন্নয়নে গতি আসবে ৷ তাঁদের সেই দাবি যে ভিত্তিহীন নয়, গোয়াকে সামনে রেখেই তা প্রমাণ করার চেষ্টা করেন মোদি ৷ এদিনের ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, ‘‘যখন আমরা সরকারের সহযোগিতা পাই এবং মানুষ কঠোর পরিশ্রম করে, তখন কীভাবে পরিবর্তন আসে, কীভাবে আত্মবিশ্বাস বাড়ে, তা স্বয়ংপূর্ণ গোয়ার উপভোক্তাদের সঙ্গে কথা বলেই আমরা উপলব্ধি করতে পেরেছি ৷ গোয়া মানে প্রকৃতি ও পর্যটন ৷ কিন্তু এখন গোয়া মানে উন্নয়নের নতুন মডেল ৷ গোয়া মানে সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন ৷ গোয়া মানে পঞ্চায়েত থেকে প্রশাসন পর্যন্ত উন্নয়নের জন্য সংহতি ৷’’ প্রধানমন্ত্রী জানিয়েছেন, গোয়ার গ্রামীণ এলাকাগুলির আধুনিকীকরণের জন্য ইতিমধ্য়েই তাঁর সরকার 500 কোটি টাকা বরাদ্দ করেছে ৷ অর্থাৎ, গোয়ার উন্নয়নে কেন্দ্র ও রাজ্য যে বধ্যপরিকর, নানাভাবে এদিন সেকথাই বারবার তুলে ধরার চেষ্টা করেন নরেন্দ্র মোদি ৷

  • गोवा यानि आनंद, गोवा यानि प्रकृति, गोवा यानि टूरिज्म।

    लेकिन आज मैं ये भी कहूंगा-

    गोवा यानि विकास का नया मॉडल।

    गोवा यानि सामूहिक प्रयासों का प्रतिबिंब।

    गोवा यानि पंचायत से लेकर प्रशासन तक विकास के लिए एकजुटता: PM @narendramodi

    — PMO India (@PMOIndia) October 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Luizinho Faleiro joins TMC : কংগ্রেস পরিবারকে এক করে বিজেপিকে হারাব, তৃণমূলে যোগ দিয়ে লক্ষ্য স্থির ফালেইরোর

যদিও প্রধানমন্ত্রীর এই প্রচেষ্টায় কাজের কাজ কিছু হবে না বলেই দাবি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা বরানগরের বিধায়ক তাপস রায়ের (Tapas Roy) ৷ তিনি বলেন, ‘‘বিজেপি আসলে ভয় পেয়েছে ৷ গতবারের বিধানসভা নির্বাচনে গোয়ার মানুষ বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠতা দেয়নি ৷ তারপরও অন্য দল ভাঙিয়ে অন্যায়ভাবে সরকার গড়েছে বিজেপি ৷ গোয়াবাসী গেরুয়া শিবিরের উদ্যোগ ভালোভাবে নেয়নি ৷ তাই গোয়ায় বিজেপির পতন সময়ের অপেক্ষা মাত্র ৷ অন্যদিকে, সেখানে তৃণমূল যেভাবে আত্মপ্রকাশ করছে, তাতে চিন্তা বেড়েছে বিজেপি নেতাদের ৷ আর সেই কারণেই স্বয়ং প্রধানমন্ত্রীকে গোয়ার উন্নয়ন নিয়ে এভাবে প্রচার করতে হচ্ছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.