ETV Bharat / bharat

প্রথমসারির করোনা যোদ্ধাদের জন্য 6টি বিশেষ ক্রাশ কোর্সের সূচনা কেন্দ্রের - ক্রাশ কোর্স

করোনার সঙ্গে লড়াইয়ে প্রথমসারির যোদ্ধাদের জন্য এবার বিশেষ ক্রাশ কোর্স চালু করল কেন্দ্রীয় সরকার ৷ মোট 6টি ক্রাশ কোর্স চালু করা হল বলে এদিন ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ স্কিল ইন্ডিয়ার আওতায় 2-3 মাসের এই ক্রাশ কোর্সগুলি করানো হবে ৷

Prime Minister Narendra Modi launches six customized crash course for frontline covid warriors
প্রথমসারির করোনা যোদ্ধাদের জন্য 6টি বিশেষ ক্রাশ কোর্সের সূচনা কেন্দ্রের
author img

By

Published : Jun 18, 2021, 3:36 PM IST

নয়াদিল্লি, 18 জুন : করোনার ভ্যাকসিনেশনের ক্ষেত্রে 45 বছরের নিচের নাগরিকরা সমান সুবিধা পাবেন ৷ যা 45 বছরের উর্ধ্বের নাগরিকদের দেওয়া হচ্ছে ৷ আগামী 21 জুন থেকে এটি চালু হবে ৷ আজ দেশের স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য প্রথমসারির করোনা যোদ্ধাদের নিয়ে করা ভার্চুয়াল বৈঠকে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সঙ্গে করোনার প্রথমসারির যোদ্ধাদের জন্য বিশেষ ক্রাশ কোর্সের সূচনা করল কেন্দ্রীয় সরকার ৷ আজ প্রধানমন্ত্রী তার উদ্বোধন করলেন ৷

করোনার সঙ্গে লড়াইয়ে প্রথমসারির যোদ্ধাদের জন্য এবার বিশেষ ক্রাশ কোর্স চালু করল কেন্দ্রীয় সরকার ৷ মোট 6টি ক্রাশ কোর্স চালু করা হয়েছে ৷ যেখানে দেশের মোট 1 লক্ষ প্রথমসারির যোদ্ধাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে ৷ দেশের 26টি রাজ্যে মোট 111টি কেন্দ্র থেকে এই ক্রাশ কোর্স করানো হবে ৷ স্কিল ইন্ডিয়ার তত্ত্বাবধানে এই ক্রাশ কোর্স করানো হবে ৷ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি এর উদ্ধোধন করেন ৷

এ নিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী দিনে চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করতে আমরা তৈরি হচ্ছি ৷ এই উদ্যোগের মাধ্যমে আমরা দেশের 1 লক্ষ প্রথমসারির করোনা যোদ্ধাদের তৈরি করব ৷ প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, স্কিল ইন্ডিয়ার আওতায় দেশের 1 লক্ষ যুবক-যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হবে ৷ তাঁরা বর্তমান করোনা যোদ্ধাদের মহামারির সঙ্গে লড়াইয়ে সাহায্য করবেন ৷ এই ক্রাশ কোর্সগুলি 2-3 মাসের হবে বলেও জানিয়েছেন নরেন্দ্র মোদি ৷ এমনকি তাঁদের ট্রেনিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কাজে নিযুক্ত করা হবে ৷

আরও পড়ুন : Narendra Modi : করোনার ক্ষত সামাল দিতে দেশবাসীকে প্রস্তুত থাকার পরামর্শ মোদির

সেই সঙ্গে করোনার ভ্যাকসিনেশন নিয়েও আজ একটি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ৷ তিনি জানিয়েছেন, এবার 18-45 বছর বয়সীরাও করোনার ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে সমান সুবিধা পাবেন, যা এতদিন 45 বছরের বেশি বয়সের নাগরিকরা পাচ্ছিলেন ৷ প্রসঙ্গত, আগামী 21 জুন থেকে করোনার ভ্যাকসিনের 75 শতাংশ কেন্দ্র সরকার সরাসরি উৎপাদক সংস্থা থেকে কিনে নেবে ৷ বাকি 25 শতাংশ থাকবে বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকগুলির জন্য ৷ আর রাজ্য সরকারকে কেন্দ্র তার কেনা 75 শতাংশ ভ্যাকসিন বিনামূল্যে সরবরাহ করবে ৷ অন্যদিকে, বেসরকারি ক্ষেত্রে যে ভ্যাকসিন দেওয়া হবে, তাঁর ক্রয়মূল্যের উপর দেড়শো টাকা পরিষেবা মূল্য ধার্য করা যাবে ৷ তার বেশি একটা টাকাও ভ্যাকসিন গ্রহিতার থেকে নেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র ৷ প্রসঙ্গত, এতদিন বেসরকারি হাসপাতালগুলি ভ্যাকসিনের দামের উপর পরিষেবা মূল্য হিসেবে 300 বা তার থেকেও বেশি টাকা নিত ৷ নতুন পরিষেবা মূল্য 21 জুন থেকে কার্যকর হবে ৷

নয়াদিল্লি, 18 জুন : করোনার ভ্যাকসিনেশনের ক্ষেত্রে 45 বছরের নিচের নাগরিকরা সমান সুবিধা পাবেন ৷ যা 45 বছরের উর্ধ্বের নাগরিকদের দেওয়া হচ্ছে ৷ আগামী 21 জুন থেকে এটি চালু হবে ৷ আজ দেশের স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য প্রথমসারির করোনা যোদ্ধাদের নিয়ে করা ভার্চুয়াল বৈঠকে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সঙ্গে করোনার প্রথমসারির যোদ্ধাদের জন্য বিশেষ ক্রাশ কোর্সের সূচনা করল কেন্দ্রীয় সরকার ৷ আজ প্রধানমন্ত্রী তার উদ্বোধন করলেন ৷

করোনার সঙ্গে লড়াইয়ে প্রথমসারির যোদ্ধাদের জন্য এবার বিশেষ ক্রাশ কোর্স চালু করল কেন্দ্রীয় সরকার ৷ মোট 6টি ক্রাশ কোর্স চালু করা হয়েছে ৷ যেখানে দেশের মোট 1 লক্ষ প্রথমসারির যোদ্ধাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে ৷ দেশের 26টি রাজ্যে মোট 111টি কেন্দ্র থেকে এই ক্রাশ কোর্স করানো হবে ৷ স্কিল ইন্ডিয়ার তত্ত্বাবধানে এই ক্রাশ কোর্স করানো হবে ৷ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি এর উদ্ধোধন করেন ৷

এ নিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী দিনে চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করতে আমরা তৈরি হচ্ছি ৷ এই উদ্যোগের মাধ্যমে আমরা দেশের 1 লক্ষ প্রথমসারির করোনা যোদ্ধাদের তৈরি করব ৷ প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, স্কিল ইন্ডিয়ার আওতায় দেশের 1 লক্ষ যুবক-যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হবে ৷ তাঁরা বর্তমান করোনা যোদ্ধাদের মহামারির সঙ্গে লড়াইয়ে সাহায্য করবেন ৷ এই ক্রাশ কোর্সগুলি 2-3 মাসের হবে বলেও জানিয়েছেন নরেন্দ্র মোদি ৷ এমনকি তাঁদের ট্রেনিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কাজে নিযুক্ত করা হবে ৷

আরও পড়ুন : Narendra Modi : করোনার ক্ষত সামাল দিতে দেশবাসীকে প্রস্তুত থাকার পরামর্শ মোদির

সেই সঙ্গে করোনার ভ্যাকসিনেশন নিয়েও আজ একটি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ৷ তিনি জানিয়েছেন, এবার 18-45 বছর বয়সীরাও করোনার ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে সমান সুবিধা পাবেন, যা এতদিন 45 বছরের বেশি বয়সের নাগরিকরা পাচ্ছিলেন ৷ প্রসঙ্গত, আগামী 21 জুন থেকে করোনার ভ্যাকসিনের 75 শতাংশ কেন্দ্র সরকার সরাসরি উৎপাদক সংস্থা থেকে কিনে নেবে ৷ বাকি 25 শতাংশ থাকবে বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকগুলির জন্য ৷ আর রাজ্য সরকারকে কেন্দ্র তার কেনা 75 শতাংশ ভ্যাকসিন বিনামূল্যে সরবরাহ করবে ৷ অন্যদিকে, বেসরকারি ক্ষেত্রে যে ভ্যাকসিন দেওয়া হবে, তাঁর ক্রয়মূল্যের উপর দেড়শো টাকা পরিষেবা মূল্য ধার্য করা যাবে ৷ তার বেশি একটা টাকাও ভ্যাকসিন গ্রহিতার থেকে নেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র ৷ প্রসঙ্গত, এতদিন বেসরকারি হাসপাতালগুলি ভ্যাকসিনের দামের উপর পরিষেবা মূল্য হিসেবে 300 বা তার থেকেও বেশি টাকা নিত ৷ নতুন পরিষেবা মূল্য 21 জুন থেকে কার্যকর হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.