ETV Bharat / bharat

Narendra Modi on Natural Farming : রাসায়নিক ত্যাগ করে কৃষি এগোক প্রাকৃতিক পদ্ধতিতে, বার্তা প্রধানমন্ত্রীর - অর্গানিক ফার্মিং প্রসঙ্গে নরেন্দ্র মোদি

কৃষকদের রাসায়নিক সার ও কীটনাশক বর্জনের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi on Natural Farming) ৷ প্রাকৃতিক কৃষিকাজ সংক্রান্ত একটি সম্মেলনে একথা বলেন তিনি ৷

prime minister narendra modi insists farmers on natural farming
Narendra Modi on Natural Farming : রাসায়নিক ত্যাগ করে কৃষি এগোক প্রাকৃতিক পদ্ধতিতে, বার্তা প্রধানমন্ত্রীর
author img

By

Published : Dec 16, 2021, 4:30 PM IST

নয়াদিল্লি, 16 ডিসেম্বর : রাসায়নিক নির্ভর পদ্ধতিতে ভর করে নয়, চাষবাস করা হোক চিরন্তন প্রাকৃতিক উপায়ে ৷ বৃহস্পতিবার এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi on Natural Farming) ৷ এদিন তিনি বলেন, গত সাত বছর ধরে তাঁর সরকার কৃষি ক্ষেত্রের উন্নয়নে বহু সংস্কার করেছে ৷ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতেই এইসব পদক্ষেপ করা হয়েছে ৷ এবার তাই কৃষকদেরও এ নিয়ে আরও বেশি করে ভাবার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন : UNESCO Durga Puja : দুর্গাপুজোকে ইউনেসকোর স্বীকৃতি গর্বের বিষয়, বললেন প্রধানমন্ত্রী

এদিন একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় মোদি বলেন, ‘‘গত সাত বছরে, বীজ থেকে শুরু করে বাজার পর্যন্ত, প্রত্যেকটি স্তরে সরকার নানা সংস্কার করা হয়েছে ৷ ভারতীয় কৃষিব্যবস্থাকে উন্নত করাই এই সংস্কারের অন্যতম লক্ষ্য ৷ কৃষি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে ৷ জোর দেওয়া হয়েছে অর্গানিক ফার্মিংয়ের উপর ৷ এর ফলে প্রকৃতিকেও বাঁচানো সম্ভব ৷’’

আধুনিক ভারতে কৃষিজ পণ্য়ের ফলন বাড়াতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার বেড়েছে ৷ এতে ফলন বাড়লেও পড়েছে ফসলের মান ৷ ক্ষেতের মাটি থেকে উৎপাদিত শস্য, আনাজ, ফল, সবকিছুতেই মিশে গিয়েছে রাসায়নিক ৷ যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর ৷ একইসঙ্গে এই পরিবর্তন প্রকৃতিকেও ধীর ধীরে ধংসের মুখে ঠেলে দিয়েছে ৷ ইদানীংকালে তাই প্রাকৃতিক উপায়ে চাষাবাদের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা ৷ রাসায়নিক সার ও কীটনাশকের বদলে জৈব সার ও প্রাকৃতিক কীটনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তাঁরা ৷

আরও পড়ুন : Narendra Modi at Depositors First : আমানতকারীরা সুরক্ষিত থাকলে তবেই ব্যাঙ্ক টিকবে, বার্তা প্রধানমন্ত্রীর

কৃষকদের স্বার্থে তাঁর সরকার গত কয়েক বছরে কী কী পদক্ষেপ করেছে, এদিন তার একটি খতিয়ানও তুলে ধরেছেন মোদি ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘মাটি পরীক্ষা থেকে নতুন বীজ, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা থেকে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের পরিমাণ 1.5 গুণ বৃদ্ধি, উন্নতমানের সেচ প্রকল্প তৈরি থেকে কিষাণ রেলের মতো অসংখ্য পদক্ষেপ করেছে ভারত সরকার ৷’’ প্রসঙ্গত, প্রাকৃতিক কৃষিকাজ নিয়ে তিনদিনের একটি সম্মেলন চলছে ৷ বৃহস্পতিবার ছিল তার শেষ দিন ৷ সেই অনুষ্ঠানেই এদিন বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ৷

নয়াদিল্লি, 16 ডিসেম্বর : রাসায়নিক নির্ভর পদ্ধতিতে ভর করে নয়, চাষবাস করা হোক চিরন্তন প্রাকৃতিক উপায়ে ৷ বৃহস্পতিবার এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi on Natural Farming) ৷ এদিন তিনি বলেন, গত সাত বছর ধরে তাঁর সরকার কৃষি ক্ষেত্রের উন্নয়নে বহু সংস্কার করেছে ৷ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতেই এইসব পদক্ষেপ করা হয়েছে ৷ এবার তাই কৃষকদেরও এ নিয়ে আরও বেশি করে ভাবার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন : UNESCO Durga Puja : দুর্গাপুজোকে ইউনেসকোর স্বীকৃতি গর্বের বিষয়, বললেন প্রধানমন্ত্রী

এদিন একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় মোদি বলেন, ‘‘গত সাত বছরে, বীজ থেকে শুরু করে বাজার পর্যন্ত, প্রত্যেকটি স্তরে সরকার নানা সংস্কার করা হয়েছে ৷ ভারতীয় কৃষিব্যবস্থাকে উন্নত করাই এই সংস্কারের অন্যতম লক্ষ্য ৷ কৃষি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে ৷ জোর দেওয়া হয়েছে অর্গানিক ফার্মিংয়ের উপর ৷ এর ফলে প্রকৃতিকেও বাঁচানো সম্ভব ৷’’

আধুনিক ভারতে কৃষিজ পণ্য়ের ফলন বাড়াতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার বেড়েছে ৷ এতে ফলন বাড়লেও পড়েছে ফসলের মান ৷ ক্ষেতের মাটি থেকে উৎপাদিত শস্য, আনাজ, ফল, সবকিছুতেই মিশে গিয়েছে রাসায়নিক ৷ যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর ৷ একইসঙ্গে এই পরিবর্তন প্রকৃতিকেও ধীর ধীরে ধংসের মুখে ঠেলে দিয়েছে ৷ ইদানীংকালে তাই প্রাকৃতিক উপায়ে চাষাবাদের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা ৷ রাসায়নিক সার ও কীটনাশকের বদলে জৈব সার ও প্রাকৃতিক কীটনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তাঁরা ৷

আরও পড়ুন : Narendra Modi at Depositors First : আমানতকারীরা সুরক্ষিত থাকলে তবেই ব্যাঙ্ক টিকবে, বার্তা প্রধানমন্ত্রীর

কৃষকদের স্বার্থে তাঁর সরকার গত কয়েক বছরে কী কী পদক্ষেপ করেছে, এদিন তার একটি খতিয়ানও তুলে ধরেছেন মোদি ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘মাটি পরীক্ষা থেকে নতুন বীজ, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা থেকে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের পরিমাণ 1.5 গুণ বৃদ্ধি, উন্নতমানের সেচ প্রকল্প তৈরি থেকে কিষাণ রেলের মতো অসংখ্য পদক্ষেপ করেছে ভারত সরকার ৷’’ প্রসঙ্গত, প্রাকৃতিক কৃষিকাজ নিয়ে তিনদিনের একটি সম্মেলন চলছে ৷ বৃহস্পতিবার ছিল তার শেষ দিন ৷ সেই অনুষ্ঠানেই এদিন বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.