ETV Bharat / bharat

Narendra Modi : দেশের প্রথম আইএসও সার্টিফায়েড স্টেশনের উদ্বোধনে মোদি - প্রধানমন্ত্রী মোদি

মধ্যপ্রদেশের হাবিবগঞ্জ রেল স্টেশনে ৷ পিপিপি মডেলে আধুনিকীকরণের পর ওই স্টেশনের নাম হল রানি কমলাপতি ৷ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই স্টেশনের উদ্বোধন করেন ৷

prime minister narendra modi inaugurates nation first iso certified rani kamlapati station
Narendra Modi : দেশের প্রথম আইএসও সার্টিফায়েড স্টেশনের উদ্বোধনে মোদি
author img

By

Published : Nov 15, 2021, 5:04 PM IST

ভোপাল, 15 নভেম্বর : ভারতের প্রথম আইএসও সার্টিফায়েড রেল স্টেশনের উদ্বোধন হল আজ, সোমবার ৷ মধ্যপ্রদেশের এই রানি কমলাপতি স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জার্মাানির হাইডেলবার্গ স্টেশনের আদলে এই স্টেশন তৈরি করা হয়েছে ৷ নবনির্মিত এই স্টেশনের নামও বদল করা হয়েছে ৷ আগে এই স্টেশনের নাম ছিল হাবিবগঞ্জ ৷ গত 13 নভেম্বর গেজেট নোটিফিকেশন বের করে স্টেশনের নাম বদল করা হয় ৷

আরও পড়ুন : Kangana Ranaut : মোদি-মোহাচ্ছন্নতাই কি পদ্মশ্রী পাওয়ার মাপকাঠি, প্রশ্ন তুললেন সুজন

এই স্টেশনের পরিকাঠামোয় আমূল পরিবর্তন করা হয়েছে ৷ পার্কিংয়ে একসঙ্গে 300টি গাড়ি ও 800টিরও বেশি বাইক, রিকশা, ট্যাক্সি ও বাস রাখা যাবে ৷ যাত্রী ওঠানো-নামানোর জন্য আলাদা ব্যবস্থা আছে সেখানে ৷ তাছাড়া ফুটপাথেরও ব্যবস্থা আছে পথচারীদের জন্য ৷

তাছাড়া যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য স্টেশনে ক্যাফেটেরিয়া, ফুড কোর্ট করা হয়েছে ৷ পরবর্তীকালে স্পা, স্যালোনও করা হবে ৷ শিশুদের মনোরঞ্জনের জন্য টয়ট্রেনেরও ব্যবস্থা করা হচ্ছে ওই স্টেশনে ৷ এছাড়া এসকালেটর, ফুট ওভারব্রিজের মাধ্যমে পাঁচটি প্ল্যাটফর্মকে একসঙ্গে জুড়েও দেওয়া হয়েছে ৷ স্টেশনের সঙ্গে থাকা হাবিবগঞ্জ সাবওয়ে দিয়ে একসঙ্গে দেড় হাজার মানুষ যাতায়াত করতে পারবেন ৷

আরও পড়ুন : Narendra Modi: মানুষের নাড়ি বুঝতে ’24-এর নির্বাচনের আগে মোদিরও অস্ত্র ‘দুয়ারে সরকার’

এই রেল স্টেশনটি তৈরি হয়েছিল 1979 সালে ৷ পরে স্টেশনটির খোলনলচে বদলে ফেলার সিদ্ধান্ত হয় ৷ 2016 সালের 14 জুলাই ওই স্টেশনের আধুনিকীকরণের বরাত দেওয়া হয় ৷ পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে গড়ে তোলা হয়েছে ওই স্টেশন ৷ চলতি বছরের জুলাই মাসে শেষ ওই স্টেশনের আধুনিকীকরণের কাজ ৷

ভোপাল, 15 নভেম্বর : ভারতের প্রথম আইএসও সার্টিফায়েড রেল স্টেশনের উদ্বোধন হল আজ, সোমবার ৷ মধ্যপ্রদেশের এই রানি কমলাপতি স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জার্মাানির হাইডেলবার্গ স্টেশনের আদলে এই স্টেশন তৈরি করা হয়েছে ৷ নবনির্মিত এই স্টেশনের নামও বদল করা হয়েছে ৷ আগে এই স্টেশনের নাম ছিল হাবিবগঞ্জ ৷ গত 13 নভেম্বর গেজেট নোটিফিকেশন বের করে স্টেশনের নাম বদল করা হয় ৷

আরও পড়ুন : Kangana Ranaut : মোদি-মোহাচ্ছন্নতাই কি পদ্মশ্রী পাওয়ার মাপকাঠি, প্রশ্ন তুললেন সুজন

এই স্টেশনের পরিকাঠামোয় আমূল পরিবর্তন করা হয়েছে ৷ পার্কিংয়ে একসঙ্গে 300টি গাড়ি ও 800টিরও বেশি বাইক, রিকশা, ট্যাক্সি ও বাস রাখা যাবে ৷ যাত্রী ওঠানো-নামানোর জন্য আলাদা ব্যবস্থা আছে সেখানে ৷ তাছাড়া ফুটপাথেরও ব্যবস্থা আছে পথচারীদের জন্য ৷

তাছাড়া যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য স্টেশনে ক্যাফেটেরিয়া, ফুড কোর্ট করা হয়েছে ৷ পরবর্তীকালে স্পা, স্যালোনও করা হবে ৷ শিশুদের মনোরঞ্জনের জন্য টয়ট্রেনেরও ব্যবস্থা করা হচ্ছে ওই স্টেশনে ৷ এছাড়া এসকালেটর, ফুট ওভারব্রিজের মাধ্যমে পাঁচটি প্ল্যাটফর্মকে একসঙ্গে জুড়েও দেওয়া হয়েছে ৷ স্টেশনের সঙ্গে থাকা হাবিবগঞ্জ সাবওয়ে দিয়ে একসঙ্গে দেড় হাজার মানুষ যাতায়াত করতে পারবেন ৷

আরও পড়ুন : Narendra Modi: মানুষের নাড়ি বুঝতে ’24-এর নির্বাচনের আগে মোদিরও অস্ত্র ‘দুয়ারে সরকার’

এই রেল স্টেশনটি তৈরি হয়েছিল 1979 সালে ৷ পরে স্টেশনটির খোলনলচে বদলে ফেলার সিদ্ধান্ত হয় ৷ 2016 সালের 14 জুলাই ওই স্টেশনের আধুনিকীকরণের বরাত দেওয়া হয় ৷ পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে গড়ে তোলা হয়েছে ওই স্টেশন ৷ চলতি বছরের জুলাই মাসে শেষ ওই স্টেশনের আধুনিকীকরণের কাজ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.