নয়াদিল্লি, 27 জানুয়ারি: 'পরীক্ষা পে চর্চা' তাঁরও পরীক্ষা, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভারতের কোটি কোটি পড়ুয়া তাঁর পরীক্ষা নিচ্ছে, শুক্রবার পরীক্ষা পে চর্চায় জানালেন প্রধানমন্ত্রী ৷ এদিন সকাল 11টা নাগাদ রাজধানীর তালকাটোরা ইন্ডোর স্টেডিয়ামে 2023 সালের পিপিসি শুরু হয়৷ দূরদর্শনে এর লাইভ সম্প্রচার হয় ৷ প্রায় 2 হাজার 400 জন পড়ুয়া উপস্থিত ছিলেন স্টেডিয়ামে ৷ একই সঙ্গে কোটি কোটি পড়ুয়া তাদের সংশ্লিষ্ট স্কুলে এই প্রোগ্রামের লাইভ সম্প্রচার দেখেছেন ৷ এবছর এই অনুষ্ঠানের জন্য 38 লক্ষ 80 হাজার নাম নথিভুক্ত হয়েছে বলে জানা গিয়েছে ৷ যা, 2022 সালে পিপিসি প্রোগ্রামের তুলনায় দ্বিগুণ ৷ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও তাঁর বাড়ি থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন ৷ তাঁর সঙ্গে 100 জন পড়ুয়া এবং শিক্ষকেরাও ছিলেন ৷
পিপিসির ষষ্ঠ পর্বে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "'পরীক্ষা পে চর্চা' (Pariksha Pe Charcha 2023) আমারও পরীক্ষা এবং দেশের কোটি কোটি পড়ুয়া আমার পরীক্ষা নিচ্ছে ৷ আমারও পরীক্ষা দিতে ভালো লাগছে ৷" অভিভাবকদের তাঁদের সন্তানের কাছ থেকে আশা করাটা খুব স্বাভাবিক ৷ তবে এর ক্ষতিকর দিকও আছে, জানান তিনি ৷ এদিন তিনি বলেন, "সামাজিক কারণে যদি বাবা-মায়েরা সন্তানদের কাছে কিছু আশা করেন, তাহলে সেখানে সমস্যা তৈরি হতে পারে ৷ আমরা রাজনীতি করি ৷ যেখানে জয় পাওয়ার জন্য বিশাল চাপ দেওয়া হয়৷ আপনাদের ক্ষমতার আর আশার মধ্যে একটা সামঞ্জস্য বজায় রাখা উচিত ৷ আপনারা সবসময় লক্ষ্যে স্থির থাকুন ৷"
আরও পড়ুন: "অনলাইন-অফলাইন নয়, সমস্যা তোমার মনে", পরীক্ষা পে চর্চায় প্রধানমন্ত্রী
পড়ুয়াদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জানান, তারা যেন তাদের সবচেয়ে ভালোটা দেওয়ার চেষ্টা করে এবং কোনও রকম দুশ্চিন্তা না করে ৷ পরীক্ষা দেওয়ার সময় চাপ-মুক্ত এবং স্বতঃস্ফূর্ত থাকার আর্জি জানান নরেন্দ্র মোদি ৷ তাঁর বার্তা, "তোমরা যদি ভালো করো, তাহলে তোমাদের চারপাশ থেকে আরও ভালো করার একটা চাপ আসতে পারে ৷ এমন সম্ভাবনা আছে ৷ কেউ এর থেকে বাদ যায় না ৷ তোমাদের মতোই আমাদেরও আমাদের রাজনৈতিক জীবনে অনেক সংগ্রাম করতে হয় ৷ নির্বাচনে দুর্দান্ত ফলাফলের পর সবসময় 'আরও দুর্দান্ত' ফল আশা করি ৷ তাই কোনও চিন্তা করো না ৷ শুধু চাপ না নিয়ে আনন্দের সঙ্গে তোমাদের সবচেয়ে ভালোটা দেওয়ার চেষ্টা করো ৷"
এর সঙ্গে সময়ের সদ্ব্যবহারের (PM Narendra Modi on Time Management) প্রসঙ্গটিও তোলেন প্রধানমন্ত্রী ৷ তিনি জানান, একজন পড়ুয়ার সবচেয়ে অপছন্দের বিষয়টিতে সবার আগে সময় দেওয়ার চেষ্টা করতে হবে ৷ তারপর বাকি সময়ে পছন্দের বিষয়গুলি ৷ তিনি আরও বলেন, "শুধু পরীক্ষার ক্ষেত্রে নয়, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সময়ের ব্যবহার নিয়ে সচেতন থাকতে হবে ৷ তোমরা এমন একটা স্ল্যাব তৈরি করো, যেখানে ভালো-না-লাগা বিষয়টিতে আগে সময় দিতে পারো ৷ তারপর ভালো লাগার বিষয়টিকে সময় দাও ৷" এপ্রসঙ্গে তিনি পড়ুয়াদের সামনে তাঁদের মায়ের উদাহরণ তুলে ধরে বলেন, "তোমরা তোমাদের মায়েরা কীভাবে সময়কে কাজে লাগান, সেই দক্ষতা পর্যবেক্ষণ করেছো ? একজন মা যতই কাজ করুন না কেন, কখনও ক্লান্ত হয়ে পড়েন না ৷ মাকে দেখলে বুঝতে পারবে, কী ভাবে সময়ের ঠিক ঠিক ব্যবহার করা সম্ভব ৷" তিনি অভিভাবকদের কাছে আর্জি জানান, তাঁরা যেন সন্তানদের উপর বেশি চাপ না দেন ৷ একই সঙ্গে পড়ুয়ারাও যেন তাদের ক্ষমতা নিয়ে হীনম্মন্যতায় না ভোগে ৷
আরও পড়ুন: পরীক্ষাভীতি দূর করতে প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা, বাংলা তথা দেশজুড়ে প্রস্তুতি তুঙ্গে