নয়াদিল্লি, 16 অক্টোবর: দেশজুড়ে সকলে মেতে উঠেছেন নবরাত্রি উদযাপনে ৷ আজ নবরাত্রির প্রথম দিন ৷ রবিবার এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী তাঁর শুভেচ্ছায় বার্তায় দেশের মানুষের সৌভাগ্য, সুখ ও সমৃদ্ধি চেয়ে দেবীর কাছে প্রার্থনা করেছেন। এ দিন এক্সে নরেন্দ্র মোদি দেশবাসীকে নবরাত্রির শুভেচ্ছা জানান ৷ তিনি লেখেন, "দেশবাসীকে নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। মা দুর্গার আগমন সবার জীবনে সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য এবং সুস্বাস্থ্য বয়ে আনুক । মায়ের জয় হোক ৷"
-
देशवासियों को नवरात्रि की ढेरों शुभकामनाएं। शक्ति प्रदायिनी मां दुर्गा हर किसी के जीवन में सुख-समृद्धि, सौभाग्य और उत्तम स्वास्थ्य लेकर आएं। जय माता दी!
— Narendra Modi (@narendramodi) October 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">देशवासियों को नवरात्रि की ढेरों शुभकामनाएं। शक्ति प्रदायिनी मां दुर्गा हर किसी के जीवन में सुख-समृद्धि, सौभाग्य और उत्तम स्वास्थ्य लेकर आएं। जय माता दी!
— Narendra Modi (@narendramodi) October 15, 2023देशवासियों को नवरात्रि की ढेरों शुभकामनाएं। शक्ति प्रदायिनी मां दुर्गा हर किसी के जीवन में सुख-समृद्धि, सौभाग्य और उत्तम स्वास्थ्य लेकर आएं। जय माता दी!
— Narendra Modi (@narendramodi) October 15, 2023
নবরাত্রির প্রথম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেবী শৈলপুত্রীর কাছে প্রার্থনাও করেছেন ৷ দেবী শৈলপুত্রী পার্বতী নামেও পরিচিত ৷ তিনি পর্বত রাজা হিমাবতের কন্যা এবং দেবী দুর্গার প্রথম অবতার হিসাবে পূজিত হন। প্রধানমন্ত্রী এক্সে আরও একটি পোস্ট করেছেন ৷ তাতে লিখেছেন "নবরাত্রির প্রথম দিনে মা শৈলপুত্রীর চরণে লক্ষ লক্ষ প্রণাম। তাঁর কাছে প্রার্থণা করছি তিনি যেন দেশের মানুষকে শক্তি ও সমৃদ্ধি দেন ৷"
-
नवरात्रि के पहले दिन मां शैलपुत्री के चरणों में कोटि-कोटि वंदन। उनसे प्रार्थना है कि वे देश के जन-जन को शक्ति और समृद्धि का आशीर्वाद दें। pic.twitter.com/JdyL0aOe9p
— Narendra Modi (@narendramodi) October 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">नवरात्रि के पहले दिन मां शैलपुत्री के चरणों में कोटि-कोटि वंदन। उनसे प्रार्थना है कि वे देश के जन-जन को शक्ति और समृद्धि का आशीर्वाद दें। pic.twitter.com/JdyL0aOe9p
— Narendra Modi (@narendramodi) October 15, 2023नवरात्रि के पहले दिन मां शैलपुत्री के चरणों में कोटि-कोटि वंदन। उनसे प्रार्थना है कि वे देश के जन-जन को शक्ति और समृद्धि का आशीर्वाद दें। pic.twitter.com/JdyL0aOe9p
— Narendra Modi (@narendramodi) October 15, 2023
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর লেখনীতে গরবা, কণ্ঠ দিলেন ধ্বানী ভানুশালী
উল্লেখ্য, নবরাত্রিতে ন'দিন ধরে দেবী দুর্গার আরোধনা করা হয় ৷ নবরাত্রি দেবী দুর্গার বিজয়ের গাথাকে উদযাপন করে ৷ তিনি স্বর্গ থেকে নেমে এসে মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং সেই যুদ্ধে জয়লাভ করেছিলেন ৷ এই ঘটনাটি আদতে অশুভকে পরাজিত করে শুভোর জয়ের উদযাপন। 9 দিনব্যাপী উৎসবের সময় হিন্দুরা দেবী দুর্গার আশীর্বাদ পাওয়ার জন্য 9টি অবতারের তাঁর পুজো করে।
এই সময়কালে কেউ কেউ ধর্মীয় আচার হিসেবে উপবাস করে। আবার নবরাত্রি যারা পালন করে তারা এই 9 দিনব্যাপী নিরামিশ খাবার খান ৷ এই উৎসবে সকলে ঘর পরিষ্কার রাখেন। নতুন জামাকাপড় পরেন। পারিবারের সকলে মিলে একসঙ্গে পুজো এবং দেবীর প্রশংসায় শ্লোক পাঠে অংশ নেন । বিভিন্ন জায়গায় গারবা ও ডান্ডিয়া নৃত্যের তালে নেচে ওঠেন সকলে ৷