ETV Bharat / bharat

Covid-19 Review Meeting: করোনা পরিস্থিতি ও ভ্যাকসিনেশন নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক প্রধানমন্ত্রীর - রাজেশ ভূষণ

করোনা সংক্রমণের গ্রাফ ফের বাড়তে শুরু করায় এবার নড়েচড়ে বসল কেন্দ্র ৷ গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশের পরেই, আজ জরুরি ভিত্তিতে পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

Prime Minister Narendra Modi-chairs-high-level-meeting-on-covid-situation-vaccination
করোনা পরিস্থিতি ও ভ্যাকসিনেশন নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক প্রধানমন্ত্রীর
author img

By

Published : Sep 10, 2021, 9:12 PM IST

নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর : অক্টোবরে ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে ৷ এই পরিস্থিতিতে দেশের করোনা সংক্রান্ত ব্যবস্থাপনা এবং ভ্যাকসিনেশন নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সরকারি সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে ৷ প্রসঙ্গত, গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ জানিয়েছিলেন, ভারত এখনও করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে দিয়ে যাচ্ছে ৷ এখনও তার প্রভাব থেকে ভারত মুক্ত হতে পারেনি ৷ স্বাস্থ্য সচিবের সেই বিবৃতির পরেই আজ প্রধানমন্ত্রী জরুরি বৈঠক ডাকেন ৷

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়ে ছিলেন, দেশের অন্তত 35 জেলার সংক্রমণের হার 10 শতাংশের বেশি ৷ আর 30 টি জেলায় সেই পরিসংখ্যানটা 5 থেকে 10 শতাংশের মধ্যে রয়েছে ৷ আর দেশের প্রাপ্ত বয়স্কদের মধ্যে প্রায় অর্ধেক মানুষ করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন ৷ সেখানে মাত্র 18 শতাংশ মানুষ ভ্যাকসিনের দু’টি ডোজ নিয়েছেন ৷ আর এই মুহূর্তে ভারতে সিঙ্গল এবং ডবল ডোজ মিলিয়ে ভ্যাকসিনেশন 72 কোটি ছাড়িয়েছে ৷ সংক্রমণের হিসেবে দেখতে গেলে, যা অনেকটাই কম বলে মনে করছে স্বাস্থ্য মন্ত্রক ৷

আরও পড়ুন : Corona Update India : 35 হাজারের নিচে দৈনিক সংক্রমণ

আর এই পরিসংখ্যান সামনে আসতেই নড়েচড়ে বসেছে কেন্দ্র ৷ তাই আজ জরুরি ভিত্তিতে পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী ৷ সূত্রের খবর, এই বৈঠকে করোনার প্রতিরোধে সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ পাশাপাশি ভ্যাকসিনেশন প্রক্রিয়ায় আরও গতি আনতে বলা হয়েছে ৷ যাতে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে যতটা সম্ভব সাধারণ মানুষকে সুরক্ষিত করা যায় ৷

আরও পড়ুন : Ganesh chaturthi: গণেশ চতুর্থী উপলক্ষে দেশবাসীকে টুইট শুভেচ্ছা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর : অক্টোবরে ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে ৷ এই পরিস্থিতিতে দেশের করোনা সংক্রান্ত ব্যবস্থাপনা এবং ভ্যাকসিনেশন নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সরকারি সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে ৷ প্রসঙ্গত, গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ জানিয়েছিলেন, ভারত এখনও করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে দিয়ে যাচ্ছে ৷ এখনও তার প্রভাব থেকে ভারত মুক্ত হতে পারেনি ৷ স্বাস্থ্য সচিবের সেই বিবৃতির পরেই আজ প্রধানমন্ত্রী জরুরি বৈঠক ডাকেন ৷

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়ে ছিলেন, দেশের অন্তত 35 জেলার সংক্রমণের হার 10 শতাংশের বেশি ৷ আর 30 টি জেলায় সেই পরিসংখ্যানটা 5 থেকে 10 শতাংশের মধ্যে রয়েছে ৷ আর দেশের প্রাপ্ত বয়স্কদের মধ্যে প্রায় অর্ধেক মানুষ করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন ৷ সেখানে মাত্র 18 শতাংশ মানুষ ভ্যাকসিনের দু’টি ডোজ নিয়েছেন ৷ আর এই মুহূর্তে ভারতে সিঙ্গল এবং ডবল ডোজ মিলিয়ে ভ্যাকসিনেশন 72 কোটি ছাড়িয়েছে ৷ সংক্রমণের হিসেবে দেখতে গেলে, যা অনেকটাই কম বলে মনে করছে স্বাস্থ্য মন্ত্রক ৷

আরও পড়ুন : Corona Update India : 35 হাজারের নিচে দৈনিক সংক্রমণ

আর এই পরিসংখ্যান সামনে আসতেই নড়েচড়ে বসেছে কেন্দ্র ৷ তাই আজ জরুরি ভিত্তিতে পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী ৷ সূত্রের খবর, এই বৈঠকে করোনার প্রতিরোধে সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ পাশাপাশি ভ্যাকসিনেশন প্রক্রিয়ায় আরও গতি আনতে বলা হয়েছে ৷ যাতে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে যতটা সম্ভব সাধারণ মানুষকে সুরক্ষিত করা যায় ৷

আরও পড়ুন : Ganesh chaturthi: গণেশ চতুর্থী উপলক্ষে দেশবাসীকে টুইট শুভেচ্ছা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.