ETV Bharat / bharat

Goa Liberation Day : শহিদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য দিয়ে গোয়া লিবারেশন ডে পালন প্রধানমন্ত্রীর - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রবিবার গোয়া লিবারেশন ডে (Goa Liberation Day) পালন করতে গোয়া সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Goa Visist) ৷ এদিন পানাজির আজাদ ময়দানের শহিদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য দেন তিনি (Prime Minister Narendra Modi celebrates Goa Liberation Day) ৷ প্রধানমন্ত্রী দফতর সূত্রে জানা গিয়েছে, গোয়া সফরজুড়ে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মোদির ৷

prime minister narendra modi celebrates goa liberation day
Goa Liberation Day : শহিদ স্মৃতিশৌধে পুষ্পার্ঘ্য দিয়ে গোয়া লিবারেশন ডে পালন প্রধানমন্ত্রীর
author img

By

Published : Dec 19, 2021, 5:40 PM IST

পানাজি, 19 ডিসেম্বর : গোয়া লিবারেশন ডে (Goa Liberation Day) উপলক্ষে রবিবার পানাজির আজাদ ময়দানের শহিদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi celebrates Goa Liberation Day) ৷ 60 বছর আগে এই দিনেই পর্তুগিজ শাসন থেকে মুক্তিলাভ করেছিল গোয়া ৷ সেই স্বাধীনতা অর্জনের বর্ষপূর্তির অনুষ্ঠানে সামিল হতেই এদিন দুপুরে গোয়া পৌঁছে যান প্রধানমন্ত্রী (PM Modi Goa Visist) ৷

আরও পড়ুন : Modi witnesses Ganga Aarti : শিব দীপোৎসবে লেজ়ার শো, গঙ্গা আরতিতে সন্ধে কাটল প্রধানমন্ত্রীর

দিনটা ছিল 1961 সালের 19 ডিসেম্বর ৷ ভারতীয় সশস্ত্রবাহিনী পর্তুগিজ দখলদারদের হঠিয়ে মুক্ত করেছিল গোয়াকে ৷ প্রধানমন্ত্রীর দফতর সূত্রে আগেই জানানো হয়েছিল, এদিন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি স্টেডিয়ামে স্বাধীনতা সংগ্রামী ও ‘অপারেশন বিজয়’-এ অংশগ্রহণকারী সেনানিদের শ্রদ্ধাজ্ঞাপন করবেন মোদি ৷ উল্লেখ্য, 1961 সালের 19 ডিসেম্বর যে অভিযানের মাধ্যমে গোয়াকে পর্তুগিজ শাসন থেকে মুক্ত করা হয়েছিল, তার পোশাকি নাম ছিল ‘অপারেশন বিজয়’ ৷ প্রতিবছরই এই দিনটি পূর্ণ মর্যাদায় পালন করা হয় ৷

আরও পড়ুন : Narendra Modi praises Yogi Adityanath : গঙ্গা এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগী বন্দনায় মোদি

এবারের গোয়া সফরে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৷ সেই তালিকায় রয়েছে আগুয়াডা দুর্গ জেল মিউজিয়ামের সংস্কার, গোয়া মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ব্লক, দক্ষিণ গোয়া জেলা হাসপাতাল, মোপা বিমানবন্দরে উড়ান প্রশিক্ষণ কেন্দ্র এবং মারগাঁওয়ের ড্যাবোলিম-নভেলিমে গ্যাসনির্ভর সাবস্টেশন ৷ এছাড়া, আইন সংক্রান্ত পঠনপাঠন ও গবেষণার জন্য ভারত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন প্রধানমন্ত্রী ৷ সেইসঙ্গে, প্রধানমন্ত্রী নতুন একটি স্ট্যাম্পও প্রকাশ করবেন ৷ গোয়ার মুক্তি আন্দোলন চলাকালীন যাঁরা শহিদ হয়েছিলেন, তাঁদের শ্রদ্ধা জানাতেই এই আয়োজন ৷ একইসঙ্গে, রাজ্যের সেরা পঞ্চায়েত ও পৌরসভাগুলিকেও পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

পানাজি, 19 ডিসেম্বর : গোয়া লিবারেশন ডে (Goa Liberation Day) উপলক্ষে রবিবার পানাজির আজাদ ময়দানের শহিদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi celebrates Goa Liberation Day) ৷ 60 বছর আগে এই দিনেই পর্তুগিজ শাসন থেকে মুক্তিলাভ করেছিল গোয়া ৷ সেই স্বাধীনতা অর্জনের বর্ষপূর্তির অনুষ্ঠানে সামিল হতেই এদিন দুপুরে গোয়া পৌঁছে যান প্রধানমন্ত্রী (PM Modi Goa Visist) ৷

আরও পড়ুন : Modi witnesses Ganga Aarti : শিব দীপোৎসবে লেজ়ার শো, গঙ্গা আরতিতে সন্ধে কাটল প্রধানমন্ত্রীর

দিনটা ছিল 1961 সালের 19 ডিসেম্বর ৷ ভারতীয় সশস্ত্রবাহিনী পর্তুগিজ দখলদারদের হঠিয়ে মুক্ত করেছিল গোয়াকে ৷ প্রধানমন্ত্রীর দফতর সূত্রে আগেই জানানো হয়েছিল, এদিন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি স্টেডিয়ামে স্বাধীনতা সংগ্রামী ও ‘অপারেশন বিজয়’-এ অংশগ্রহণকারী সেনানিদের শ্রদ্ধাজ্ঞাপন করবেন মোদি ৷ উল্লেখ্য, 1961 সালের 19 ডিসেম্বর যে অভিযানের মাধ্যমে গোয়াকে পর্তুগিজ শাসন থেকে মুক্ত করা হয়েছিল, তার পোশাকি নাম ছিল ‘অপারেশন বিজয়’ ৷ প্রতিবছরই এই দিনটি পূর্ণ মর্যাদায় পালন করা হয় ৷

আরও পড়ুন : Narendra Modi praises Yogi Adityanath : গঙ্গা এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগী বন্দনায় মোদি

এবারের গোয়া সফরে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৷ সেই তালিকায় রয়েছে আগুয়াডা দুর্গ জেল মিউজিয়ামের সংস্কার, গোয়া মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ব্লক, দক্ষিণ গোয়া জেলা হাসপাতাল, মোপা বিমানবন্দরে উড়ান প্রশিক্ষণ কেন্দ্র এবং মারগাঁওয়ের ড্যাবোলিম-নভেলিমে গ্যাসনির্ভর সাবস্টেশন ৷ এছাড়া, আইন সংক্রান্ত পঠনপাঠন ও গবেষণার জন্য ভারত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন প্রধানমন্ত্রী ৷ সেইসঙ্গে, প্রধানমন্ত্রী নতুন একটি স্ট্যাম্পও প্রকাশ করবেন ৷ গোয়ার মুক্তি আন্দোলন চলাকালীন যাঁরা শহিদ হয়েছিলেন, তাঁদের শ্রদ্ধা জানাতেই এই আয়োজন ৷ একইসঙ্গে, রাজ্যের সেরা পঞ্চায়েত ও পৌরসভাগুলিকেও পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.