ETV Bharat / bharat

দুবাইয়ে গ্রেফতার মহাদেব বুক বেটিং অ্যাপের সহ-প্রতিষ্ঠাতা রবি উপ্পল, দেশে ফেরানোর উদ্যোগ - সৌরভ চন্দ্রকর

Ravi Uppal Arrested by Dubai Police: দুবাইয়ে গ্রেফতার হলেন অনলাইন বেটিং চক্রের বড় মাথা রবি উপ্পল ৷ মহাদেব বুক নামে একটি অনলাইন বেটিং চক্র চালাতেন এই ব্যক্তি ৷ গত 5 নভেম্বর ভারতে এই বেটিং অ্যাপটি নিষিদ্ধ করা হয় ৷ এবার গ্রেফতার সহ-প্রতিষ্ঠাতা।

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 12:12 PM IST

Updated : Dec 13, 2023, 12:45 PM IST

রায়পুর, 13 ডিসেম্বর: গ্রেফতার অনলাইন বেটিং অ্যাপ 'মহাদেব বুকে'র সহ-প্রতিষ্ঠাতা রবি উপ্পল ৷ মঙ্গলবার দুবাই পুলিশ রবি উপ্পলকে গ্রেফতার করেছে ৷ ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করে রবি উপ্পল এবং তাঁর সহযোগী সৌরভ চন্দ্রকরের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করেছিল ইডি ৷ তার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে রবিকে ৷ অনলাইন বেটিং চক্রের অন্যতম মাথার গ্রেফতারিকে বড় সাফল্য হিসেবে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সূত্রের খবর, রবি উপ্পলকে দ্রুত ভারতে ফেরানোর চেষ্টা চলছে ৷

কে এই রবি উপ্পল ?

রবি উৎপল এবং সৌরভ চন্দ্রকর ৷ এই দুই ব্যক্তি মিলে 'মহাদেব বুক' নামে একটি অনলাইন বেটিং অ্যাপ চালাতেন ভারতে ৷ দীর্ঘদিন ধরে তাঁরা দুবাইয়ে বসে এই অ্যাপের সাহায্যে বেআইনিভাবে কোটি কোটি টাকা কামাচ্ছিলেন ৷ উল্লেখ্য, এই দু’জনেই ছত্তিশগড়ের ভিলাইয়ের বাসিন্দা ৷ শুরুর দিনে সেখানে 'মহাদেব বুক' অ্যাপ থেকে এই দু’জন জুয়ার চক্র শুরু করেন ৷ ধীরে ধীরে দেশের ছোটবড় সব শহরে ছড়িয়ে পড়ে এই অ্যাপ ৷

এর পর আরও বড় দুর্নীতির পরিকল্পনা করে এই দুই জুয়ারি ৷ বেকার যুবকদের এই অ্যাপ পরিচালনার কাজে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তোলেন এই দু’জন ৷ কিন্তু, চাকরি দূরের কথা, টাকা হাতে আসতেই দুবাই পালিয়ে যায় রবি এবং তাঁর সঙ্গী সৌরভ ৷ সেখান থেকে ‘মহাদেব’ অ্যাপকে আরও ব্যাপকভাবে বাজারে নিয়ে আসেন রবি উপ্পল এবং সৌরভ চন্দ্রকর ৷ সম্প্রতি এই অ্যাপের সঙ্গে সরাসরিভাবে যুক্ত চন্দ্রভূষণ বর্মা, সতীশ চন্দ্রকর, অনিল দামানি এবং সুনীল দামানিকে গ্রেফতার করে ইডি ৷ জানা গিয়েথে, এরা হাওয়ালা মারফত বেটিংয়ের টাকা বিদেশে রবি এবং সৌরভের কাছে পাচার করত ৷

তবে, রবি উপ্পল গ্রেফতার হলেও, এর আসল মাথা সৌরভ চন্দ্রকর এখনও পলাতক ৷ ইন্টারপোলের নজরে থাকা সৌরভ গা-ঢাকা দিয়ে রয়েছেন ৷ উল্লেখ্য, গতমাসে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন হয় ৷ সেই তালিকায় ছত্তিশগড়ও ছিল ৷ ছত্তিশগড়ের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নামও জড়ায়। সেই সময়ই এই 'মহাদেব বুক' বেটিং অ্যাপ-সহ মোট 22টি অনলাইন বেটিং সাইটকে নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার ৷ মূলত, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার ৷ এবার রবি উপ্পলকে দ্রুত ভারতে এনে তদন্ত প্রক্রিয়ায় গতি আনাই লক্ষ্য ইডির ৷

আরও পড়ুন:

  1. প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি-সহ আসানসোলের 9 জায়গায় আয়কর হানা
  2. ওড়িশায় উদ্ধার প্রায় 300 কোটি কালো টাকা, অভিযুক্ত মদের কোম্পানির সঙ্গে কংগ্রেস সাংসদের যোগ জোরালো
  3. কংগ্রেস থাকতে ভারতে ‘মানি হেইস্ট’ তৈরির প্রয়োজনই নেই, কটাক্ষ প্রধানমন্ত্রীর

রায়পুর, 13 ডিসেম্বর: গ্রেফতার অনলাইন বেটিং অ্যাপ 'মহাদেব বুকে'র সহ-প্রতিষ্ঠাতা রবি উপ্পল ৷ মঙ্গলবার দুবাই পুলিশ রবি উপ্পলকে গ্রেফতার করেছে ৷ ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করে রবি উপ্পল এবং তাঁর সহযোগী সৌরভ চন্দ্রকরের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করেছিল ইডি ৷ তার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে রবিকে ৷ অনলাইন বেটিং চক্রের অন্যতম মাথার গ্রেফতারিকে বড় সাফল্য হিসেবে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সূত্রের খবর, রবি উপ্পলকে দ্রুত ভারতে ফেরানোর চেষ্টা চলছে ৷

কে এই রবি উপ্পল ?

রবি উৎপল এবং সৌরভ চন্দ্রকর ৷ এই দুই ব্যক্তি মিলে 'মহাদেব বুক' নামে একটি অনলাইন বেটিং অ্যাপ চালাতেন ভারতে ৷ দীর্ঘদিন ধরে তাঁরা দুবাইয়ে বসে এই অ্যাপের সাহায্যে বেআইনিভাবে কোটি কোটি টাকা কামাচ্ছিলেন ৷ উল্লেখ্য, এই দু’জনেই ছত্তিশগড়ের ভিলাইয়ের বাসিন্দা ৷ শুরুর দিনে সেখানে 'মহাদেব বুক' অ্যাপ থেকে এই দু’জন জুয়ার চক্র শুরু করেন ৷ ধীরে ধীরে দেশের ছোটবড় সব শহরে ছড়িয়ে পড়ে এই অ্যাপ ৷

এর পর আরও বড় দুর্নীতির পরিকল্পনা করে এই দুই জুয়ারি ৷ বেকার যুবকদের এই অ্যাপ পরিচালনার কাজে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তোলেন এই দু’জন ৷ কিন্তু, চাকরি দূরের কথা, টাকা হাতে আসতেই দুবাই পালিয়ে যায় রবি এবং তাঁর সঙ্গী সৌরভ ৷ সেখান থেকে ‘মহাদেব’ অ্যাপকে আরও ব্যাপকভাবে বাজারে নিয়ে আসেন রবি উপ্পল এবং সৌরভ চন্দ্রকর ৷ সম্প্রতি এই অ্যাপের সঙ্গে সরাসরিভাবে যুক্ত চন্দ্রভূষণ বর্মা, সতীশ চন্দ্রকর, অনিল দামানি এবং সুনীল দামানিকে গ্রেফতার করে ইডি ৷ জানা গিয়েথে, এরা হাওয়ালা মারফত বেটিংয়ের টাকা বিদেশে রবি এবং সৌরভের কাছে পাচার করত ৷

তবে, রবি উপ্পল গ্রেফতার হলেও, এর আসল মাথা সৌরভ চন্দ্রকর এখনও পলাতক ৷ ইন্টারপোলের নজরে থাকা সৌরভ গা-ঢাকা দিয়ে রয়েছেন ৷ উল্লেখ্য, গতমাসে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন হয় ৷ সেই তালিকায় ছত্তিশগড়ও ছিল ৷ ছত্তিশগড়ের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নামও জড়ায়। সেই সময়ই এই 'মহাদেব বুক' বেটিং অ্যাপ-সহ মোট 22টি অনলাইন বেটিং সাইটকে নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার ৷ মূলত, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার ৷ এবার রবি উপ্পলকে দ্রুত ভারতে এনে তদন্ত প্রক্রিয়ায় গতি আনাই লক্ষ্য ইডির ৷

আরও পড়ুন:

  1. প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি-সহ আসানসোলের 9 জায়গায় আয়কর হানা
  2. ওড়িশায় উদ্ধার প্রায় 300 কোটি কালো টাকা, অভিযুক্ত মদের কোম্পানির সঙ্গে কংগ্রেস সাংসদের যোগ জোরালো
  3. কংগ্রেস থাকতে ভারতে ‘মানি হেইস্ট’ তৈরির প্রয়োজনই নেই, কটাক্ষ প্রধানমন্ত্রীর
Last Updated : Dec 13, 2023, 12:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.