রায়পুর, 13 ডিসেম্বর: গ্রেফতার অনলাইন বেটিং অ্যাপ 'মহাদেব বুকে'র সহ-প্রতিষ্ঠাতা রবি উপ্পল ৷ মঙ্গলবার দুবাই পুলিশ রবি উপ্পলকে গ্রেফতার করেছে ৷ ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করে রবি উপ্পল এবং তাঁর সহযোগী সৌরভ চন্দ্রকরের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করেছিল ইডি ৷ তার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে রবিকে ৷ অনলাইন বেটিং চক্রের অন্যতম মাথার গ্রেফতারিকে বড় সাফল্য হিসেবে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সূত্রের খবর, রবি উপ্পলকে দ্রুত ভারতে ফেরানোর চেষ্টা চলছে ৷
কে এই রবি উপ্পল ?
রবি উৎপল এবং সৌরভ চন্দ্রকর ৷ এই দুই ব্যক্তি মিলে 'মহাদেব বুক' নামে একটি অনলাইন বেটিং অ্যাপ চালাতেন ভারতে ৷ দীর্ঘদিন ধরে তাঁরা দুবাইয়ে বসে এই অ্যাপের সাহায্যে বেআইনিভাবে কোটি কোটি টাকা কামাচ্ছিলেন ৷ উল্লেখ্য, এই দু’জনেই ছত্তিশগড়ের ভিলাইয়ের বাসিন্দা ৷ শুরুর দিনে সেখানে 'মহাদেব বুক' অ্যাপ থেকে এই দু’জন জুয়ার চক্র শুরু করেন ৷ ধীরে ধীরে দেশের ছোটবড় সব শহরে ছড়িয়ে পড়ে এই অ্যাপ ৷
এর পর আরও বড় দুর্নীতির পরিকল্পনা করে এই দুই জুয়ারি ৷ বেকার যুবকদের এই অ্যাপ পরিচালনার কাজে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তোলেন এই দু’জন ৷ কিন্তু, চাকরি দূরের কথা, টাকা হাতে আসতেই দুবাই পালিয়ে যায় রবি এবং তাঁর সঙ্গী সৌরভ ৷ সেখান থেকে ‘মহাদেব’ অ্যাপকে আরও ব্যাপকভাবে বাজারে নিয়ে আসেন রবি উপ্পল এবং সৌরভ চন্দ্রকর ৷ সম্প্রতি এই অ্যাপের সঙ্গে সরাসরিভাবে যুক্ত চন্দ্রভূষণ বর্মা, সতীশ চন্দ্রকর, অনিল দামানি এবং সুনীল দামানিকে গ্রেফতার করে ইডি ৷ জানা গিয়েথে, এরা হাওয়ালা মারফত বেটিংয়ের টাকা বিদেশে রবি এবং সৌরভের কাছে পাচার করত ৷
তবে, রবি উপ্পল গ্রেফতার হলেও, এর আসল মাথা সৌরভ চন্দ্রকর এখনও পলাতক ৷ ইন্টারপোলের নজরে থাকা সৌরভ গা-ঢাকা দিয়ে রয়েছেন ৷ উল্লেখ্য, গতমাসে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন হয় ৷ সেই তালিকায় ছত্তিশগড়ও ছিল ৷ ছত্তিশগড়ের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নামও জড়ায়। সেই সময়ই এই 'মহাদেব বুক' বেটিং অ্যাপ-সহ মোট 22টি অনলাইন বেটিং সাইটকে নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার ৷ মূলত, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার ৷ এবার রবি উপ্পলকে দ্রুত ভারতে এনে তদন্ত প্রক্রিয়ায় গতি আনাই লক্ষ্য ইডির ৷
আরও পড়ুন: