ETV Bharat / bharat

করোনা সংক্রমণের মতোই প্রতিদিনই বাড়ছে পেট্রল, ডিজেলের দাম

একুশের বিধানসভা নির্বাচন শেষ ৷ এর পর থেকেই বেড়ে চলেছে পেট্রল, ডিজেলের দাম ৷ আজও তার কোনো পরিবর্তন নেই ৷ করোনার সঙ্গে ক্রবর্ধমান জ্বালানির দামে বিধ্বস্ত সাধারণ মানুষ ৷

বেড়ে চলেছে পেট্রল, ডিজেলের দাম
বেড়ে চলেছে পেট্রল, ডিজেলের দাম
author img

By

Published : May 12, 2021, 10:47 AM IST

নিউদিল্লি, 12 মে : টানা তিন দিন ধরে বেড়ে চলেছে পেট্রল, ডিজেলের দাম ৷ মে মাসেএই নিয়ে সাত বার দাম বাড়ল এই দুই জ্বালানির ৷

পেট্রল ও ডিজেল দুয়ের দামই প্রতি লিটারে 25 পয়সা করে বেড়েছে ৷ বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকেই রাজ্যের অধিকৃত তেল কোম্পানিগুলি জ্বালানির দাম পরিবর্তন করে চলেছে ৷

বুধবার পেট্রলের বর্ধিত দাম

দিল্লি - 92.05 টাকা/লিটার

মুম্বই - 98.36 টাকা/লিটার

চেন্নাই - 93.84 টাকা/লিটার

কলকাতা - 92.16 টাকা/লিটার

আরো পড়ুন: মিলল আদালতের অনুমতি, পুনের পড়ে থাকা প্ল্যান্টে কোভ্যাক্সিন বানাবে বায়োভেট

ডিজেলের বর্ধিত দাম

দিল্লি - 82.61 টাকা/লিটার

মুম্বই - 89.75 টাকা/লিটার

চেন্নাই - 87.49 টাকা/লিটার

কলকাতা - 85.45 টাকা/লিটার

নিউদিল্লি, 12 মে : টানা তিন দিন ধরে বেড়ে চলেছে পেট্রল, ডিজেলের দাম ৷ মে মাসেএই নিয়ে সাত বার দাম বাড়ল এই দুই জ্বালানির ৷

পেট্রল ও ডিজেল দুয়ের দামই প্রতি লিটারে 25 পয়সা করে বেড়েছে ৷ বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকেই রাজ্যের অধিকৃত তেল কোম্পানিগুলি জ্বালানির দাম পরিবর্তন করে চলেছে ৷

বুধবার পেট্রলের বর্ধিত দাম

দিল্লি - 92.05 টাকা/লিটার

মুম্বই - 98.36 টাকা/লিটার

চেন্নাই - 93.84 টাকা/লিটার

কলকাতা - 92.16 টাকা/লিটার

আরো পড়ুন: মিলল আদালতের অনুমতি, পুনের পড়ে থাকা প্ল্যান্টে কোভ্যাক্সিন বানাবে বায়োভেট

ডিজেলের বর্ধিত দাম

দিল্লি - 82.61 টাকা/লিটার

মুম্বই - 89.75 টাকা/লিটার

চেন্নাই - 87.49 টাকা/লিটার

কলকাতা - 85.45 টাকা/লিটার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.