ETV Bharat / bharat

370 ধারা বিলোপ ও রাম মন্দির নির্মাণের জন্য কেন্দ্রের প্রশংসা রাষ্ট্রপতির - রামনাথ কোবিন্দ

সংবিধানের 370 ধারা বিলোপের পর জম্মু ও কাশ্মীরের মানুষ নতুন অধিকার পেয়েছে। সংসদের উভয়কক্ষে যৌথ অধিবেশনে এ কথা বললেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সরকারের এই সিদ্ধান্ত ও রাম মন্দির নির্মাণ শুরু হওয়ায় কেন্দ্রের দরাজ প্রশংসা করেন তিনি ।

Prez lauds Article 370 move, beginning of Ram temple construction
370 ধারা বিলোপ ও রাম মন্দির নির্মাণে কেন্দ্রের দরাজ প্রশংসা রাষ্ট্রপতির
author img

By

Published : Jan 29, 2021, 1:57 PM IST

দিল্লি, 29 জানুয়ারি: সংবিধানের 370 ধারা বিলোপ ও রাম মন্দির গঠনের কাজ শুরু করে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের ভূয়সী প্রশংসা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বাজেট অধিবেশন শুরুর দিনে সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে উঠে আসে এই প্রসঙ্গ দুটি।

শুক্রবার সংসদে দাঁড়িয়ে রাষ্ট্রপতি বলেন, ''গত কয়েক বছরে দেশ এমন অনেক কাজ করেছে যেগুলি একসময় খুব কঠিন বলে মনে হত। 370 ধারা বিলোপের পর জম্মু ও কাশ্মীরের মানুষ নতুন অধিকার পেয়েছে।''

2019 সালের অগাস্টে সংসদে 370 ধারা বাতিলের প্রস্তাব পাশ হয়। সে দিনই একটি বিল পাশ হয় যেখানে বলা হয়, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন: পরিযায়ী শ্রমিকদের জন্য সরকার রেকর্ড পরিমাণ প্যাকেজ ঘোষণা করেছে : রাষ্ট্রপতি

এছাড়াও শুক্রবার রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, ''সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর বিরাট রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। যে ডিবিটি-কে পাত্তা দেওয়া হত না, তার সাহায্য নিয়ে 13 লাখ কোটিরও বেশি টাকা গত 6 বছরে সুবিধেভোগকারীদের দেওয়া হয়েছে।''

2019 সালের 9 নভেম্বর ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত 2.77 একর জমি রাম মন্দির নির্মাণের জন্য তৈরি ট্রাস্টকে দিয়ে দিতে নির্দেশ দেয়। বিকল্প কোনও স্থানে মসজিদ তৈরির জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে 5 একর জমি দিতেও নির্দেশ দেয় তত্‍‌কালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ।

দিল্লি, 29 জানুয়ারি: সংবিধানের 370 ধারা বিলোপ ও রাম মন্দির গঠনের কাজ শুরু করে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের ভূয়সী প্রশংসা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বাজেট অধিবেশন শুরুর দিনে সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে উঠে আসে এই প্রসঙ্গ দুটি।

শুক্রবার সংসদে দাঁড়িয়ে রাষ্ট্রপতি বলেন, ''গত কয়েক বছরে দেশ এমন অনেক কাজ করেছে যেগুলি একসময় খুব কঠিন বলে মনে হত। 370 ধারা বিলোপের পর জম্মু ও কাশ্মীরের মানুষ নতুন অধিকার পেয়েছে।''

2019 সালের অগাস্টে সংসদে 370 ধারা বাতিলের প্রস্তাব পাশ হয়। সে দিনই একটি বিল পাশ হয় যেখানে বলা হয়, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন: পরিযায়ী শ্রমিকদের জন্য সরকার রেকর্ড পরিমাণ প্যাকেজ ঘোষণা করেছে : রাষ্ট্রপতি

এছাড়াও শুক্রবার রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, ''সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর বিরাট রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। যে ডিবিটি-কে পাত্তা দেওয়া হত না, তার সাহায্য নিয়ে 13 লাখ কোটিরও বেশি টাকা গত 6 বছরে সুবিধেভোগকারীদের দেওয়া হয়েছে।''

2019 সালের 9 নভেম্বর ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত 2.77 একর জমি রাম মন্দির নির্মাণের জন্য তৈরি ট্রাস্টকে দিয়ে দিতে নির্দেশ দেয়। বিকল্প কোনও স্থানে মসজিদ তৈরির জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে 5 একর জমি দিতেও নির্দেশ দেয় তত্‍‌কালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.