ETV Bharat / bharat

সময় মতো বিচার শেষের উপর জোর দিলেন রাষ্ট্রপতি - সময় মতো বিচার প্রক্রিয়া শেষ

সময় মতো বিচার প্রক্রিয়া শেষ করার উপর জোর দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ শনিবার অল ইন্ডিয়া স্টেট জুডিসিয়াল অ্যাকাডেমিক্স ডিরেক্টর রিট্রিটের উদ্বোধনে তিনি এই কথা বলেছেন ৷

সময় মতো বিচার শেষের উপর জোর দিলেন রাষ্ট্রপতি
সময় মতো বিচার শেষের উপর জোর দিলেন রাষ্ট্রপতি
author img

By

Published : Mar 6, 2021, 10:48 PM IST

নয়াদিল্লি, 6 মার্চ : সময় মতো বিচার প্রক্রিয়া শেষ করার উপর জোর দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ শনিবার তিনি এই কথা বলেছেন৷ সময় মতো বিচার প্রক্রিয়া শেষ করতে যে সমস্যা আছে বিচার ব্যবস্থা, তা সরিয়ে ফেলার কথাও বলেছেন তিনি ৷ তাঁর মতে, বিবাদ মেটানো বিচার ব্যবস্থার উদ্দেশ্য নয় ৷ ন্যায়বিচার দেওয়াই আসল উদ্দেশ্য ৷ এদিন মধ্যপ্রদেশের জব্বলপুরে গিয়েছিলেন রাষ্ট্রপতি ৷ সেখানে তিনি অল ইন্ডিয়া স্টেট জুডিসিয়াল অ্যাকাডেমিক্স ডিরেক্টর রিট্রিটের উদ্বোধন করেন ৷ ওই অনুষ্ঠানেই তিনি এই কথা বলেছেন ৷

কীভাবে বিচার প্রক্রিয়ার গতি আরও বৃদ্ধি করা যায়, সেই বিষয়েও মতামত দিয়েছেন রাষ্ট্রপতি ৷ তিনি বলেন, ‘‘দ্রুত বিচার শেষ করার জন্য একদিকে যেমন আরও গভীর প্রশিক্ষণের প্রয়োজন, তেমনই নতুন প্রযুক্তিকেও বিচার ব্যবস্থায় নিয়ে আসতে হবে ৷’’ প্রসঙ্গত, দেশের 1800 আদলতকে কম্পিউটারাইজড করা হয়েছে ৷ সারা দেশে লকডাউনের সময়কাল-সহ জানুয়ারির পর্যন্ত 76 লক্ষ মামলার ভার্চুয়াল শুনানি হয়েছে ৷

আরও পড়ুন : হেনস্থার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন হিরেন

রাষ্ট্রপতি জানান যে ন্যাশনাল জুডিসিয়াল ডেটা গ্রিড, ইউনিক আইডেন্টিফিকেশন এবং কিউআর কোড ব্যবস্থা গ্রহণ সারা বিশ্বে প্রশংসিত হয়েছে ৷ ই-কোর্ট, ভিডিও কনফারেন্সিং, ই-প্রসিডিংস, ই-ফাইলিং ও ই-সেবা বিচার ব্যবস্থার কাজকে অনেক সহজ করেছে বলে তিনি জানান ৷

নয়াদিল্লি, 6 মার্চ : সময় মতো বিচার প্রক্রিয়া শেষ করার উপর জোর দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ শনিবার তিনি এই কথা বলেছেন৷ সময় মতো বিচার প্রক্রিয়া শেষ করতে যে সমস্যা আছে বিচার ব্যবস্থা, তা সরিয়ে ফেলার কথাও বলেছেন তিনি ৷ তাঁর মতে, বিবাদ মেটানো বিচার ব্যবস্থার উদ্দেশ্য নয় ৷ ন্যায়বিচার দেওয়াই আসল উদ্দেশ্য ৷ এদিন মধ্যপ্রদেশের জব্বলপুরে গিয়েছিলেন রাষ্ট্রপতি ৷ সেখানে তিনি অল ইন্ডিয়া স্টেট জুডিসিয়াল অ্যাকাডেমিক্স ডিরেক্টর রিট্রিটের উদ্বোধন করেন ৷ ওই অনুষ্ঠানেই তিনি এই কথা বলেছেন ৷

কীভাবে বিচার প্রক্রিয়ার গতি আরও বৃদ্ধি করা যায়, সেই বিষয়েও মতামত দিয়েছেন রাষ্ট্রপতি ৷ তিনি বলেন, ‘‘দ্রুত বিচার শেষ করার জন্য একদিকে যেমন আরও গভীর প্রশিক্ষণের প্রয়োজন, তেমনই নতুন প্রযুক্তিকেও বিচার ব্যবস্থায় নিয়ে আসতে হবে ৷’’ প্রসঙ্গত, দেশের 1800 আদলতকে কম্পিউটারাইজড করা হয়েছে ৷ সারা দেশে লকডাউনের সময়কাল-সহ জানুয়ারির পর্যন্ত 76 লক্ষ মামলার ভার্চুয়াল শুনানি হয়েছে ৷

আরও পড়ুন : হেনস্থার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন হিরেন

রাষ্ট্রপতি জানান যে ন্যাশনাল জুডিসিয়াল ডেটা গ্রিড, ইউনিক আইডেন্টিফিকেশন এবং কিউআর কোড ব্যবস্থা গ্রহণ সারা বিশ্বে প্রশংসিত হয়েছে ৷ ই-কোর্ট, ভিডিও কনফারেন্সিং, ই-প্রসিডিংস, ই-ফাইলিং ও ই-সেবা বিচার ব্যবস্থার কাজকে অনেক সহজ করেছে বলে তিনি জানান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.