নয়াদিল্লি, 26 মার্চ : অসুস্থ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ শুক্রবার তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁকে ভর্তি করা হয়েছে দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেল (আর অ্যান্ড আর) এ ৷
রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গিয়েছে যে এদিন সকালে তিনি আচমকা ‘বুকে অস্বস্তি’ বোধ করতে থাকেন ৷ তার জেরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাঁকে ভর্তি করা হয় ৷
আরও পড়ুন : 1 এপ্রিল থেকে নির্বাচনী বন্ড বিক্রি করা যাবে, নির্দেশ সুপ্রিম কোর্টের
ওই সেনা হাসপাতাল সূত্রে খবর, আপাতত রাষ্ট্রপতির শারীরিক পরীক্ষা করা হচ্ছে ৷ তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ এই নিয়ে চিন্তার কোনও কারণ নেই ৷