ETV Bharat / bharat

President Ramnath Kovind at IMA : সেনা অ্যাকাডেমির অনুষ্ঠানে বিপিন রাওয়াতের স্মৃতিচারণ রাষ্ট্রপতির - President Ramnath Kovind at IMA

শনিবার উত্তরাখণ্ডের দেরাদুনে ভারতীয় সেনা অ্যাকাডেমির অনুষ্ঠান ছিল ৷ সেখানে হাজির ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ramnath Kovind at IMA) ৷ সেখানে তিনি জেনারেল বিপিন রাওয়াতের স্মৃতিচারণ করেন ৷

president-ramnath-kovind-recalls-gen-bipin-rawat-at-indian-military-academy-dehradun
President Ramnath Kovind at IMA : সেনা অ্যাকাডেমির অনুষ্ঠানে বিপিন রাওয়াতের স্মৃতিচারণ রাষ্ট্রপতির
author img

By

Published : Dec 11, 2021, 4:55 PM IST

দেরাদুন (উত্তরাখণ্ড), 11 ডিসেম্বর : ভারতীয় সেনা অ্যাকাডেমি (Indian Military Academy) থেকে 387 জন জেন্টলম্যান ক্যাডেট পাস করলেন ৷ শনিবার উত্তরাখণ্ডের দেরাদুনে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ramnath Kovind at IMA) ৷ সেনার নিয়োগকারী আধিকারিক হিসেবে তিনি সেখানে গার্ড অফ অনার নেন ৷

এই অনুষ্ঠানে হাজির হওয়ার কথা ছিল সদ্য প্রয়াত সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের ৷ কিন্তু গত 8 ডিসেম্বর তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ে চপার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি ৷ তাই এদিনের অনুষ্ঠানে বারবার ঘুরে ফিরে এসেছে তাঁর প্রসঙ্গ ৷

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও নিজের ভাষণে প্রয়াত বিপিন রাওয়াতের স্মৃতিচারণ করেন (President Ramnath Kovind recalls Gen Bipin Rawat at Indian Military Academy Dehradun) ৷ জানান, বিপিন রাওয়াতের মতো আধিকারিকদের জন্যই ভারতের জাতীয় পতাকা সবসময় উঁচুতেই অবস্থান করে ৷ তিনি এই আইএমএ থেকেই প্রশিক্ষণ নিয়েছিলেন ৷ সেই কারণে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এদিনের উত্তীর্ণদের দেশের সুরক্ষায় সবরকম প্রতিকূলতার মধ্যে লড়াই করার আহ্বান জানান ৷

পাশাপাশি তিনি জানান, সেনা আধিকারিকদের মানসিক জোর বৃদ্ধি করতে হবে ৷ এখন লড়াইয়ের পদ্ধতি বদলে গিয়েছে ৷ তাই দ্রুত সেগুলি আয়ত্ত করতে হবে ৷ পাশাপাশি বর্তমান সময়ের প্রেক্ষিতে মানসিক জোর ও শারীরিক সক্ষমতার সঙ্গে রাজনৈতিক জ্ঞান থাকাও জরুরি ৷

এদিন যে 387 জন পাস করলেন, তাঁদের মধ্যে 319 জন ভারতীয় ৷ আর বাকি 68 জন ভারতের বন্ধু-দেশের নাগরিক ৷ তাঁরা এবার নিজের দেশে গিয়ে সেনায় যোগ দেবেন ৷ ভারতীয়দের মধ্যে বেশিরভাগ জেন্টলম্যান ক্যাডেট উত্তরপ্রদেশ (45 জন) ও উত্তরাখণ্ডের (43 জন) ৷ এছাড়া হরিয়ানার 34 জন, বিহারের 26 জন, রাজস্থানের 23 জন ও পঞ্জাবের 22 জন রয়েছেন ৷

আরও পড়ুন : CDS Gen Bipin Rawat Funeral : পূর্ণ সামরিক মর্যাদায় জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্য, মা-বাবার মুখাগ্নি দুই কন্যার

এদিনের অনুষ্ঠানে উত্তরাখণ্ডের রাজ্যপাল গুরমিত সিং ও সেখানকার মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী উপস্থিত ছিলেন ৷ এছাড়া উত্তরাখণ্ড পুলিশের ডিজি অশোক কুমারও হাজির ছিলেন অনুষ্ঠানে ৷

দেরাদুন (উত্তরাখণ্ড), 11 ডিসেম্বর : ভারতীয় সেনা অ্যাকাডেমি (Indian Military Academy) থেকে 387 জন জেন্টলম্যান ক্যাডেট পাস করলেন ৷ শনিবার উত্তরাখণ্ডের দেরাদুনে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ramnath Kovind at IMA) ৷ সেনার নিয়োগকারী আধিকারিক হিসেবে তিনি সেখানে গার্ড অফ অনার নেন ৷

এই অনুষ্ঠানে হাজির হওয়ার কথা ছিল সদ্য প্রয়াত সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের ৷ কিন্তু গত 8 ডিসেম্বর তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ে চপার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি ৷ তাই এদিনের অনুষ্ঠানে বারবার ঘুরে ফিরে এসেছে তাঁর প্রসঙ্গ ৷

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও নিজের ভাষণে প্রয়াত বিপিন রাওয়াতের স্মৃতিচারণ করেন (President Ramnath Kovind recalls Gen Bipin Rawat at Indian Military Academy Dehradun) ৷ জানান, বিপিন রাওয়াতের মতো আধিকারিকদের জন্যই ভারতের জাতীয় পতাকা সবসময় উঁচুতেই অবস্থান করে ৷ তিনি এই আইএমএ থেকেই প্রশিক্ষণ নিয়েছিলেন ৷ সেই কারণে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এদিনের উত্তীর্ণদের দেশের সুরক্ষায় সবরকম প্রতিকূলতার মধ্যে লড়াই করার আহ্বান জানান ৷

পাশাপাশি তিনি জানান, সেনা আধিকারিকদের মানসিক জোর বৃদ্ধি করতে হবে ৷ এখন লড়াইয়ের পদ্ধতি বদলে গিয়েছে ৷ তাই দ্রুত সেগুলি আয়ত্ত করতে হবে ৷ পাশাপাশি বর্তমান সময়ের প্রেক্ষিতে মানসিক জোর ও শারীরিক সক্ষমতার সঙ্গে রাজনৈতিক জ্ঞান থাকাও জরুরি ৷

এদিন যে 387 জন পাস করলেন, তাঁদের মধ্যে 319 জন ভারতীয় ৷ আর বাকি 68 জন ভারতের বন্ধু-দেশের নাগরিক ৷ তাঁরা এবার নিজের দেশে গিয়ে সেনায় যোগ দেবেন ৷ ভারতীয়দের মধ্যে বেশিরভাগ জেন্টলম্যান ক্যাডেট উত্তরপ্রদেশ (45 জন) ও উত্তরাখণ্ডের (43 জন) ৷ এছাড়া হরিয়ানার 34 জন, বিহারের 26 জন, রাজস্থানের 23 জন ও পঞ্জাবের 22 জন রয়েছেন ৷

আরও পড়ুন : CDS Gen Bipin Rawat Funeral : পূর্ণ সামরিক মর্যাদায় জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্য, মা-বাবার মুখাগ্নি দুই কন্যার

এদিনের অনুষ্ঠানে উত্তরাখণ্ডের রাজ্যপাল গুরমিত সিং ও সেখানকার মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী উপস্থিত ছিলেন ৷ এছাড়া উত্তরাখণ্ড পুলিশের ডিজি অশোক কুমারও হাজির ছিলেন অনুষ্ঠানে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.