ETV Bharat / bharat

Jallianwala Bagh Massacre 104th Anniversary: জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের 104 বছর, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর - রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে নিহতদের শ্রদ্ধাজ্ঞাপন করলেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী ৷ 1919 সালের 13 এপ্রিল পঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে সেই ভয়ংকর গণহত্যার ঘটনা ঘটেছিল ৷

Jallianwala Bagh Massacre Anniversary
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের শহিদ
author img

By

Published : Apr 13, 2023, 1:35 PM IST

নয়াদিল্লি, 13 এপ্রিল: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন ৷ 104 বছর আগে আজকের দিনে ঘটেছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ৷ আজও দেশের মানুষ সেই ভয়াবহ ভুলতে পারেননি ৷ রাষ্ট্রপতি এদিন হিন্দিতে টুইট করেছেন । যার বাংলা তরজমা করলে দাঁড়ায়, "জালিয়ানওয়ালাবাগের শহিদদের প্রতি দেশবাসীর পক্ষ থেকে আমার বিনম্র শ্রদ্ধা ! সম্প্রতি আমি এই পবিত্র স্থান পরিদর্শন করার এবং সেই সাহসীদের প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ পেয়েছি । ভারতের জনগণ সর্বদা সেই স্বাধীনতা সংগ্রামীদের প্রতি কৃতজ্ঞ থাকবে যারা তাদের সর্বস্ব উৎসর্গ করেছেন ৷"

  • जलियांवाला बाग के बलिदानियों को देशवासियों की ओर से मेरी विनम्र श्रद्धांजलि! हाल ही में मुझे उस पवित्र स्थल का दर्शन करने और उन वीरों को श्रद्धा सुमन अर्पित करने का अवसर मिला था। अपना सर्वस्व न्योछावर करने वाले उन स्वाधीनता सेनानियों के प्रति भारतवासी सदैव कृतज्ञ रहेंगे। pic.twitter.com/eQxHKlSRSN

    — President of India (@rashtrapatibhvn) April 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, "আজকের দিনে জালিয়ানওয়ালাবাগে শহিদ হওয়া সকলের আত্মত্যাগকে আমি স্মরণ করছি । তাদের মহান আত্মত্যাগ আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন পূরণ করতে এবং একটি শক্তিশালী ও উন্নত ভারত গড়ার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করে ।"

  • I recall the sacrifices of all those martyred on this day in Jallianwala Bagh. Their great sacrifice inspires us to work even harder to fulfil the dreams of our great freedom fighters and build a strong and developed India.

    — Narendra Modi (@narendramodi) April 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ও বিদেশমন্ত্রী এস জয়শংকরও জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ৷ উপরাষ্ট্রপতি লিখেছেন, "জালিয়ানওয়ালাবাগ গণহত্যার বার্ষিকীতে সারা দেশের পাশাপাশি আমি শহিদদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাচ্ছি ৷ " বিদেশমন্ত্রী লেখেন, "জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের শহিদদের প্রতি শ্রদ্ধা । তাদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল এবং আগামী বহু প্রজন্মের জন্য এই আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে।"

  • On the anniversary of Jallianwala Bagh massacre today, I join the nation in paying my deepest gratitude & homage to the martyrs, who laid down their lives on April 13, 1919. #Jallianwalabagh

    — Vice President of India (@VPIndia) April 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেসের তরফেও জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বার্ষিকীতে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে ৷ কংগ্রেস টুইট করেছে, "জালিয়ানওয়ালাবাগের শহিদদের প্রতি শ্রদ্ধা ৷ 1919 সালের 13 এপ্রিল ব্রিটিশ বাহিনী যাঁদের নির্মমভাবে হত্যা করেছিল তাদের সাহসিকতা ও নিঃস্বার্থ আত্মত্যাগ কখনও ভোলার নয় ।"

উল্লেখ্য, 1919 সালের 13 এপ্রিল পঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল ৷ রাউলাট আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী নিরস্ত্র জনগণের উপর তৎকালীন ব্রিটিশ সেনা অধিকর্তা ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল ডায়ার গুলি চালানোর আদেশ দিয়েছিলেন ৷ এই ঘটনায় বহু মানুষের প্রাণ যায়। দেশের স্বাধীনতান আন্দোলনের ইতিহাসে এই ঘটনার প্রভাব সুদূরপ্রসারী। এই ঘটনার পরই দেশের স্বাধীনতা আন্দোলনে সামিল হওয়ার সিদ্ধান্ত নেন ভগৎ সিং । পাশপাশি পঞ্জাবেরই যুবক উধম সিং জালিয়ানওয়ালাবাগের প্রতিশোধ নিতে বিলেতে গিয়ে জেনারেল রেজিনাল ডায়ারকে হত্যা করেন ।

আরও পড়ুন: আধুনিক ও উন্নত ভারতের প্রয়োজনেই নতুন জাতীয় শিক্ষানীতি বাস্তবায়িত হয়েছে: মোদি

নয়াদিল্লি, 13 এপ্রিল: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন ৷ 104 বছর আগে আজকের দিনে ঘটেছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ৷ আজও দেশের মানুষ সেই ভয়াবহ ভুলতে পারেননি ৷ রাষ্ট্রপতি এদিন হিন্দিতে টুইট করেছেন । যার বাংলা তরজমা করলে দাঁড়ায়, "জালিয়ানওয়ালাবাগের শহিদদের প্রতি দেশবাসীর পক্ষ থেকে আমার বিনম্র শ্রদ্ধা ! সম্প্রতি আমি এই পবিত্র স্থান পরিদর্শন করার এবং সেই সাহসীদের প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ পেয়েছি । ভারতের জনগণ সর্বদা সেই স্বাধীনতা সংগ্রামীদের প্রতি কৃতজ্ঞ থাকবে যারা তাদের সর্বস্ব উৎসর্গ করেছেন ৷"

  • जलियांवाला बाग के बलिदानियों को देशवासियों की ओर से मेरी विनम्र श्रद्धांजलि! हाल ही में मुझे उस पवित्र स्थल का दर्शन करने और उन वीरों को श्रद्धा सुमन अर्पित करने का अवसर मिला था। अपना सर्वस्व न्योछावर करने वाले उन स्वाधीनता सेनानियों के प्रति भारतवासी सदैव कृतज्ञ रहेंगे। pic.twitter.com/eQxHKlSRSN

    — President of India (@rashtrapatibhvn) April 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, "আজকের দিনে জালিয়ানওয়ালাবাগে শহিদ হওয়া সকলের আত্মত্যাগকে আমি স্মরণ করছি । তাদের মহান আত্মত্যাগ আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন পূরণ করতে এবং একটি শক্তিশালী ও উন্নত ভারত গড়ার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করে ।"

  • I recall the sacrifices of all those martyred on this day in Jallianwala Bagh. Their great sacrifice inspires us to work even harder to fulfil the dreams of our great freedom fighters and build a strong and developed India.

    — Narendra Modi (@narendramodi) April 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ও বিদেশমন্ত্রী এস জয়শংকরও জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ৷ উপরাষ্ট্রপতি লিখেছেন, "জালিয়ানওয়ালাবাগ গণহত্যার বার্ষিকীতে সারা দেশের পাশাপাশি আমি শহিদদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাচ্ছি ৷ " বিদেশমন্ত্রী লেখেন, "জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের শহিদদের প্রতি শ্রদ্ধা । তাদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল এবং আগামী বহু প্রজন্মের জন্য এই আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে।"

  • On the anniversary of Jallianwala Bagh massacre today, I join the nation in paying my deepest gratitude & homage to the martyrs, who laid down their lives on April 13, 1919. #Jallianwalabagh

    — Vice President of India (@VPIndia) April 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেসের তরফেও জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বার্ষিকীতে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে ৷ কংগ্রেস টুইট করেছে, "জালিয়ানওয়ালাবাগের শহিদদের প্রতি শ্রদ্ধা ৷ 1919 সালের 13 এপ্রিল ব্রিটিশ বাহিনী যাঁদের নির্মমভাবে হত্যা করেছিল তাদের সাহসিকতা ও নিঃস্বার্থ আত্মত্যাগ কখনও ভোলার নয় ।"

উল্লেখ্য, 1919 সালের 13 এপ্রিল পঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল ৷ রাউলাট আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী নিরস্ত্র জনগণের উপর তৎকালীন ব্রিটিশ সেনা অধিকর্তা ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল ডায়ার গুলি চালানোর আদেশ দিয়েছিলেন ৷ এই ঘটনায় বহু মানুষের প্রাণ যায়। দেশের স্বাধীনতান আন্দোলনের ইতিহাসে এই ঘটনার প্রভাব সুদূরপ্রসারী। এই ঘটনার পরই দেশের স্বাধীনতা আন্দোলনে সামিল হওয়ার সিদ্ধান্ত নেন ভগৎ সিং । পাশপাশি পঞ্জাবেরই যুবক উধম সিং জালিয়ানওয়ালাবাগের প্রতিশোধ নিতে বিলেতে গিয়ে জেনারেল রেজিনাল ডায়ারকে হত্যা করেন ।

আরও পড়ুন: আধুনিক ও উন্নত ভারতের প্রয়োজনেই নতুন জাতীয় শিক্ষানীতি বাস্তবায়িত হয়েছে: মোদি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.