ETV Bharat / bharat

India as Bharat: দেশের নাম ‘ইন্ডিয়া’ থেকে বদলে হবে ‘ভারত’ ! বিশেষ অধিবেশনে পাশ হতে পারে প্রস্তাব - ইন্ডিয়া

Modi Govt to bring resolution to rename India as Bharat: দেশের নাম ইন্ডিয়া থেকে বদলে ভারত করে দিতে পারে কেন্দ্রীয় সরকার ৷ সরকারি সূত্র থেকে এমনই খবর পেয়েছে ইটিভি ভারত ৷ সংসদের আসন্ন বিশেষ অধিবেশনেই এই নিয়ে রেজোলিউশন পাশ করানো হতে পারে ৷

Parliament
Parliament
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 2:13 PM IST

Updated : Sep 5, 2023, 2:50 PM IST

হায়দরাবাদ/নয়াদিল্ল, 5 সেপ্টেম্বর: দেশের নাম বদল করে ফেলতে পারে কেন্দ্রীয় সরকার ৷ ইন্ডিয়া থেকে নাম ভারত করা হতে পারে ৷ চলতি মাসের 18 থেকে 22 সেপ্টেম্বর সংসদে বসতে চলেছে বিশেষ অধিবেশন ৷ সেই অধিবেশনেই এই নিয়ে রেজোলিউশন পাশ করানো হতে পারে বলে সরকারের একটি সূত্র থেকে জানতে পেরেছে ইটিভি ভারত ৷

এই বিষয়টি সামনে আসতেই হইচই পড়েছে দেশজুড়ে ৷ কংগ্রেসের তরফে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করা হয়েছে ৷ কংগ্রেস নেতা জয়রাম রমেশের দাবি, জি20 শীর্ষ সম্মেলনের আয়োজিত নৈশভোজের আমন্ত্রণে রাষ্ট্রপতি ভবনের তরফে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ ৷ সাধারণত এই ধরনের আমন্ত্রণে লেখা হয় ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’ ৷ তিনি আরও বলেন, "এখন, সংবিধানের অনুচ্ছেদ 1 পড়া হতে পারে : 'ভারত, যা ইন্ডিয়া ছিল, রাজ্যগুলির একটি ইউনিয়ন (ইউনিয়ন অফ স্টেটস) হবে ৷' কিন্তু এখন এই ‘রাজ্যগুলির ইউনিয়ন’ আক্রমণের মধ্যে রয়েছে ।"

  • So the news is indeed true.

    Rashtrapati Bhawan has sent out an invite for a G20 dinner on Sept 9th in the name of 'President of Bharat' instead of the usual 'President of India'.

    Now, Article 1 in the Constitution can read: “Bharat, that was India, shall be a Union of States.”…

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) September 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে একজোট হয়েছে বিরোধীরা ৷ 26টি দল একছাতার তলায় এসে নতুন জোট তৈরি করেছে ৷ যে জোটের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া ৷ এই নিয়ে বিরোধীদের সমালোচনাও করেছে বিজেপি ৷ এখন দেশের নাম বদলের বিষয়টি আসায় বিরোধীরা দাবি করছে যে ইন্ডিয়া জোটকে ভয় পেয়েই এই সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার ৷

বিজেপি অবশ্য এখন থেকেই এই নিয়ে আসরে নেমে পড়েছে ৷ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা থেকে বিজেপির একাধিক নেতা দেশের নাম ইন্ডিয়া থেকে বদলে ভারত করার পক্ষেই সায় দিয়েছেন ৷ বিজেপি সাংসদ হরনাথ সিং যাদব সকলকে ইন্ডিয়ার বদলে ভারত ব্যবহার করার আবেদন করেছেন ৷ তাঁর বক্তব্য, এই নাম দেশের সংস্কৃতির পরিচায়ক ৷ সারা দেশ চাইছে ভারত নাম হোক ৷

আরও পড়ুন: ভোপালে পরবর্তী বৈঠকে যৌথ জনসভার পরিকল্পনা 'ইন্ডিয়া' জোটের !

সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, "পুরো দেশ দাবি করছে যে আমাদের 'ইন্ডিয়া' শব্দের পরিবর্তে 'ভারত' শব্দটি ব্যবহার করা উচিত । 'ইন্ডিয়া' শব্দটি ব্রিটিশরা কটূক্তি হিসেবে আমাদের দিয়ে গিয়েছ ৷ অথচ 'ভারত' শব্দটি আমাদের সংস্কৃতির প্রতীক । আমি চাই আমাদের সংবিধানে পরিবর্তন হওয়া উচিত এবং তাতে 'ভারত' শব্দটি যুক্ত করা উচিত ।"

হায়দরাবাদ/নয়াদিল্ল, 5 সেপ্টেম্বর: দেশের নাম বদল করে ফেলতে পারে কেন্দ্রীয় সরকার ৷ ইন্ডিয়া থেকে নাম ভারত করা হতে পারে ৷ চলতি মাসের 18 থেকে 22 সেপ্টেম্বর সংসদে বসতে চলেছে বিশেষ অধিবেশন ৷ সেই অধিবেশনেই এই নিয়ে রেজোলিউশন পাশ করানো হতে পারে বলে সরকারের একটি সূত্র থেকে জানতে পেরেছে ইটিভি ভারত ৷

এই বিষয়টি সামনে আসতেই হইচই পড়েছে দেশজুড়ে ৷ কংগ্রেসের তরফে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করা হয়েছে ৷ কংগ্রেস নেতা জয়রাম রমেশের দাবি, জি20 শীর্ষ সম্মেলনের আয়োজিত নৈশভোজের আমন্ত্রণে রাষ্ট্রপতি ভবনের তরফে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ ৷ সাধারণত এই ধরনের আমন্ত্রণে লেখা হয় ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’ ৷ তিনি আরও বলেন, "এখন, সংবিধানের অনুচ্ছেদ 1 পড়া হতে পারে : 'ভারত, যা ইন্ডিয়া ছিল, রাজ্যগুলির একটি ইউনিয়ন (ইউনিয়ন অফ স্টেটস) হবে ৷' কিন্তু এখন এই ‘রাজ্যগুলির ইউনিয়ন’ আক্রমণের মধ্যে রয়েছে ।"

  • So the news is indeed true.

    Rashtrapati Bhawan has sent out an invite for a G20 dinner on Sept 9th in the name of 'President of Bharat' instead of the usual 'President of India'.

    Now, Article 1 in the Constitution can read: “Bharat, that was India, shall be a Union of States.”…

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) September 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে একজোট হয়েছে বিরোধীরা ৷ 26টি দল একছাতার তলায় এসে নতুন জোট তৈরি করেছে ৷ যে জোটের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া ৷ এই নিয়ে বিরোধীদের সমালোচনাও করেছে বিজেপি ৷ এখন দেশের নাম বদলের বিষয়টি আসায় বিরোধীরা দাবি করছে যে ইন্ডিয়া জোটকে ভয় পেয়েই এই সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার ৷

বিজেপি অবশ্য এখন থেকেই এই নিয়ে আসরে নেমে পড়েছে ৷ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা থেকে বিজেপির একাধিক নেতা দেশের নাম ইন্ডিয়া থেকে বদলে ভারত করার পক্ষেই সায় দিয়েছেন ৷ বিজেপি সাংসদ হরনাথ সিং যাদব সকলকে ইন্ডিয়ার বদলে ভারত ব্যবহার করার আবেদন করেছেন ৷ তাঁর বক্তব্য, এই নাম দেশের সংস্কৃতির পরিচায়ক ৷ সারা দেশ চাইছে ভারত নাম হোক ৷

আরও পড়ুন: ভোপালে পরবর্তী বৈঠকে যৌথ জনসভার পরিকল্পনা 'ইন্ডিয়া' জোটের !

সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, "পুরো দেশ দাবি করছে যে আমাদের 'ইন্ডিয়া' শব্দের পরিবর্তে 'ভারত' শব্দটি ব্যবহার করা উচিত । 'ইন্ডিয়া' শব্দটি ব্রিটিশরা কটূক্তি হিসেবে আমাদের দিয়ে গিয়েছ ৷ অথচ 'ভারত' শব্দটি আমাদের সংস্কৃতির প্রতীক । আমি চাই আমাদের সংবিধানে পরিবর্তন হওয়া উচিত এবং তাতে 'ভারত' শব্দটি যুক্ত করা উচিত ।"

Last Updated : Sep 5, 2023, 2:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.