ETV Bharat / bharat

76th Independence Day স্বাধীনতার সকালে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী মোদি, সোনিয়া,রাহুল ও মমতার - রাহুল গান্ধি

আজ স্বাধীনতার 75 বছর পূর্ণ হল ৷ 76তম স্বাধীনতা দিবসের সকালে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতো অনেকেই (76th Independence Day) ৷

India Independence Day
ভারতের জাতীয় পতাকা
author img

By

Published : Aug 15, 2022, 10:26 AM IST

Updated : Aug 15, 2022, 11:36 AM IST

নয়াদিল্লি, 15 অগস্ট: দেশের স্বাধীনতা দিবস 75 বছর পূর্ণ করে 76-এ পা রাখল৷ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি, আরও নেতা-নেত্রীরা(President Murmu, PM Modi, Sonia and Rahul Gandhi greets nation on 76 Indepence Day) ৷

  • I would like to extend Independence Day greetings to the armed forces, to the members of Indian missions abroad, and to the Indian diaspora who continue to make their motherland proud. My best wishes to all of you.

    — President of India (@rashtrapatibhvn) August 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টুইট করে লেখেন, "স্বাধীনতা দিবসে দেশবাসীকে আমার শুভেচ্ছা ৷ দেশের সেনা বাহিনী, প্রবাসী ভারতীয়, যাঁরা মাতৃভূমিকে গর্বিত করেছেন তাঁদেরও ৷"

লালকেল্লায় দেশের পতাকা উত্তোলনের আগে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি লেখেন,"স্বাধীনতা দিবসে দেশবাীকে হার্দিক শুভকামনা জানাই ৷ জয় হিন্দ !"

  • स्वतंत्रता दिवस पर कांग्रेस अध्यक्ष श्रीमती सोनिया गांधी का संदेश।#IndiaAt75 pic.twitter.com/PduEihxQGv

    — Congress (@INCIndia) August 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি একটি বিবৃতিতে জানান, "স্বতন্ত্রতার 75 বছর পূর্ণ হওয়া উপলক্ষ্যে আপনাদের সবাইয়ের জন্য শুভকামনা রইল ৷" এই বিবৃতিতে তিনি মোদি সরকারের সমালোচনা করে লেখেন, "বিগত 75 বছরে আমরা যা কিছু অর্জন করেছি, আজ আত্মমুগ্ধ সরকার স্বাধীনতার সংগ্রামীদের মহান বলিদান এবং দেশের গৌরবশালী উপলব্ধিকে তুচ্ছ করতে উঠেপড়ে লেগেছে ৷"

  • On the completion of 75 years of Independence, India must awaken to the real essence of Independence.

    We must stay true to the vision of our forefathers and keep the aspirations of our future generations at heart.

    My heartfelt greetings to all my fellow citizens.

    Jai Hind!

    — Mamata Banerjee (@MamataOfficial) August 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Modi Independence Speech লালকেল্লা থেকে নতুন দেশ গড়ার ডাক মোদির

76তম স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, "স্বাধীনতার 75 বছর পূর্ণ হল ৷ স্বাধীনতার আসল তাৎপর্য কী, তার জন্য ভারতের এবার জাগ্রত হওয়া উচিত ৷ আমাদের পূর্বপুরুষরা যা দেখেছিলেন, তার প্রতি সৎ থাকা এবং ভবিষ্যৎ প্রজন্মের আকাঙ্খাকে হৃদয়ের মধ্যে রাখতে হবে৷ আমার সকল সহ-নাগরিকদের হার্দিক শুভেচ্ছা৷ জয় হিন্দ !"

কংগ্রেস নেতা-সাংসদ রাহুল গান্ধি একটি টুইট পোস্ট করে লেখেন, "ভারতের প্রতি, আমাদের ভালোবাসার মাতৃভূমি, যা প্রাচীন, চিরন্তন এবং সদা-নতুন দেশকে আমাদের শ্রদ্ধা জানাই৷ তাঁর সেবায় সবসময় নিয়োজিত আমরা৷ শুভ স্বাধীনতা দিবস ! জয় হিন্দ ৷"

  • “To India, our much-loved motherland, the ancient, the eternal and the ever-new, we pay our reverent homage and we bind ourselves afresh to her service.”

    Happy Independence Day! Jai Hind.#IndiaAt75 pic.twitter.com/J6slzNxJYo

    — Rahul Gandhi (@RahulGandhi) August 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও টুইট করেছেন, "আমার সহ-নাগরিকদের শুভ স্বাধীনতা দিবস ৷ জয় হিন্দ, বন্দে মাতরম ৷"

নয়াদিল্লি, 15 অগস্ট: দেশের স্বাধীনতা দিবস 75 বছর পূর্ণ করে 76-এ পা রাখল৷ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি, আরও নেতা-নেত্রীরা(President Murmu, PM Modi, Sonia and Rahul Gandhi greets nation on 76 Indepence Day) ৷

  • I would like to extend Independence Day greetings to the armed forces, to the members of Indian missions abroad, and to the Indian diaspora who continue to make their motherland proud. My best wishes to all of you.

    — President of India (@rashtrapatibhvn) August 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টুইট করে লেখেন, "স্বাধীনতা দিবসে দেশবাসীকে আমার শুভেচ্ছা ৷ দেশের সেনা বাহিনী, প্রবাসী ভারতীয়, যাঁরা মাতৃভূমিকে গর্বিত করেছেন তাঁদেরও ৷"

লালকেল্লায় দেশের পতাকা উত্তোলনের আগে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি লেখেন,"স্বাধীনতা দিবসে দেশবাীকে হার্দিক শুভকামনা জানাই ৷ জয় হিন্দ !"

  • स्वतंत्रता दिवस पर कांग्रेस अध्यक्ष श्रीमती सोनिया गांधी का संदेश।#IndiaAt75 pic.twitter.com/PduEihxQGv

    — Congress (@INCIndia) August 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি একটি বিবৃতিতে জানান, "স্বতন্ত্রতার 75 বছর পূর্ণ হওয়া উপলক্ষ্যে আপনাদের সবাইয়ের জন্য শুভকামনা রইল ৷" এই বিবৃতিতে তিনি মোদি সরকারের সমালোচনা করে লেখেন, "বিগত 75 বছরে আমরা যা কিছু অর্জন করেছি, আজ আত্মমুগ্ধ সরকার স্বাধীনতার সংগ্রামীদের মহান বলিদান এবং দেশের গৌরবশালী উপলব্ধিকে তুচ্ছ করতে উঠেপড়ে লেগেছে ৷"

  • On the completion of 75 years of Independence, India must awaken to the real essence of Independence.

    We must stay true to the vision of our forefathers and keep the aspirations of our future generations at heart.

    My heartfelt greetings to all my fellow citizens.

    Jai Hind!

    — Mamata Banerjee (@MamataOfficial) August 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Modi Independence Speech লালকেল্লা থেকে নতুন দেশ গড়ার ডাক মোদির

76তম স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, "স্বাধীনতার 75 বছর পূর্ণ হল ৷ স্বাধীনতার আসল তাৎপর্য কী, তার জন্য ভারতের এবার জাগ্রত হওয়া উচিত ৷ আমাদের পূর্বপুরুষরা যা দেখেছিলেন, তার প্রতি সৎ থাকা এবং ভবিষ্যৎ প্রজন্মের আকাঙ্খাকে হৃদয়ের মধ্যে রাখতে হবে৷ আমার সকল সহ-নাগরিকদের হার্দিক শুভেচ্ছা৷ জয় হিন্দ !"

কংগ্রেস নেতা-সাংসদ রাহুল গান্ধি একটি টুইট পোস্ট করে লেখেন, "ভারতের প্রতি, আমাদের ভালোবাসার মাতৃভূমি, যা প্রাচীন, চিরন্তন এবং সদা-নতুন দেশকে আমাদের শ্রদ্ধা জানাই৷ তাঁর সেবায় সবসময় নিয়োজিত আমরা৷ শুভ স্বাধীনতা দিবস ! জয় হিন্দ ৷"

  • “To India, our much-loved motherland, the ancient, the eternal and the ever-new, we pay our reverent homage and we bind ourselves afresh to her service.”

    Happy Independence Day! Jai Hind.#IndiaAt75 pic.twitter.com/J6slzNxJYo

    — Rahul Gandhi (@RahulGandhi) August 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও টুইট করেছেন, "আমার সহ-নাগরিকদের শুভ স্বাধীনতা দিবস ৷ জয় হিন্দ, বন্দে মাতরম ৷"

Last Updated : Aug 15, 2022, 11:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.