ETV Bharat / bharat

নারী শক্তি পুরস্কার পেলেন কৌশিকী চক্রবর্তী

ঠুমরি, খেয়ালের পাশাপাশি সেমি ক্ল্যাসিকল ও লাইট ক্ল্যাসিকলেও দক্ষতা রয়েছে তাঁর । শাস্ত্রীয় সংগীতে অবদানের জন্য নারী শক্তি পুরস্কার পেলেন কৌশিকী চক্রবর্তী ।

author img

By

Published : Mar 8, 2020, 9:53 PM IST

Updated : Sep 3, 2022, 4:07 PM IST

Kaushiki Chakraborty
কৌশিকী চক্রবর্তী

নয়াদিল্লি, 8 মার্চ : শাস্ত্রীয় সংগীতে অবদানের জন্য "নারী শক্তি পুরস্কার" পেলেন কৌশিকী চক্রবর্তী । ঠুমরি ও খেয়ালে পারদর্শী কৌশিকীর সংগীত যাত্রা শুরু পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের হাত ধরে । পরে কলকাতার ITC সংগীত রিসার্চ অ্যাকাডেমি থেকে স্নাতক হন । ঠুমরি, খেয়ালের পাশাপাশি সেমি ক্ল্যাসিকাল ও লাইট ক্ল্যাসিকালেও দক্ষতা রয়েছে তাঁর । আজ নারী শক্তি পুরস্কার দেওয়ার পর তাঁর ছবি টুইট করে বিষয়টি জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।

শুধু কৌশিকী চক্রবর্তীই নন, পুরস্কারের তালিকায় রয়েছেন আরও অনেকে । বিহারের মুঙ্গেরের মাশরুম মহিলা । যিনি এলাকায় মাশরুম চাষে পথিকৃৎ । প্রশিক্ষণ দিচ্ছেন বাকি চাষিদের । ঝাড়খণ্ডের লেডি টারজ়ান চমি মুর্মু, জঙ্গল ও বন্যপ্রাণ রক্ষার্থে কাজ করেন । আছেন 98 বছরের কার্তায়নী আম্মা । এই বয়সে 98 শতাংশ নম্বর পেয়ে ক্লাস ফোর পাশ করেছেন ।

  • President Kovind presented the Nari Shakti Puraskar to Kaushiki Chakroborty from Kolkata, West Bengal. She is an Indian classical vocalist and one of the exponents of Khayal and Thumri. pic.twitter.com/5ZJSf2SVTJ

    — President of India (@rashtrapatibhvn) March 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

লাদাখের মতো এলাকায় প্রথম লাদাখেরই ঐতিহ্যবাহী খাওয়ার নিয়ে রেস্তরাঁ চালান নিলজ়া ওয়াংমো । আরিফা কাশ্মীরের নুমধা হ্যান্ডিক্র্যাফ্টের কাজ শেখান । তাঁর অধীনে কাজ করেন 100 জন মহিলা । উত্তরপ্রদেশের কলাবতীদেবী যত্রতত্র মল-মূত্র ত্যাগের বিরুদ্ধে গিয়ে গ্রামে 4000টি টয়লেট বানিয়েছেন । অন্ধ্রপ্রদেশের পাদালা ভূদেবী তিন মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন । মেয়ে হওয়ায় স্বামী ছেড়ে গেছিলেন । তখন থেকেই শুরু সংগ্রাম । বর্তমানে আদিবাসী মহিলাদের উন্নয়নে কাজ করেন তিনি । এমন অনেক গল্প আজ উঠে আসে নারী শক্তি পুরস্কারের মঞ্চ থেকে । উঠে আসে সংগ্রামের গল্প । পুরস্কার পাওয়ার পরই প্রধানমন্ত্রী কথা বলেন সকলের সঙ্গে । সেখানে প্রত্যেকের কাহিনি আলাদা করে শোনেন তিনি । শেষে জানান, মহিলারাই আমাদের অনুপ্রেরণা ।

নয়াদিল্লি, 8 মার্চ : শাস্ত্রীয় সংগীতে অবদানের জন্য "নারী শক্তি পুরস্কার" পেলেন কৌশিকী চক্রবর্তী । ঠুমরি ও খেয়ালে পারদর্শী কৌশিকীর সংগীত যাত্রা শুরু পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের হাত ধরে । পরে কলকাতার ITC সংগীত রিসার্চ অ্যাকাডেমি থেকে স্নাতক হন । ঠুমরি, খেয়ালের পাশাপাশি সেমি ক্ল্যাসিকাল ও লাইট ক্ল্যাসিকালেও দক্ষতা রয়েছে তাঁর । আজ নারী শক্তি পুরস্কার দেওয়ার পর তাঁর ছবি টুইট করে বিষয়টি জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।

শুধু কৌশিকী চক্রবর্তীই নন, পুরস্কারের তালিকায় রয়েছেন আরও অনেকে । বিহারের মুঙ্গেরের মাশরুম মহিলা । যিনি এলাকায় মাশরুম চাষে পথিকৃৎ । প্রশিক্ষণ দিচ্ছেন বাকি চাষিদের । ঝাড়খণ্ডের লেডি টারজ়ান চমি মুর্মু, জঙ্গল ও বন্যপ্রাণ রক্ষার্থে কাজ করেন । আছেন 98 বছরের কার্তায়নী আম্মা । এই বয়সে 98 শতাংশ নম্বর পেয়ে ক্লাস ফোর পাশ করেছেন ।

  • President Kovind presented the Nari Shakti Puraskar to Kaushiki Chakroborty from Kolkata, West Bengal. She is an Indian classical vocalist and one of the exponents of Khayal and Thumri. pic.twitter.com/5ZJSf2SVTJ

    — President of India (@rashtrapatibhvn) March 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

লাদাখের মতো এলাকায় প্রথম লাদাখেরই ঐতিহ্যবাহী খাওয়ার নিয়ে রেস্তরাঁ চালান নিলজ়া ওয়াংমো । আরিফা কাশ্মীরের নুমধা হ্যান্ডিক্র্যাফ্টের কাজ শেখান । তাঁর অধীনে কাজ করেন 100 জন মহিলা । উত্তরপ্রদেশের কলাবতীদেবী যত্রতত্র মল-মূত্র ত্যাগের বিরুদ্ধে গিয়ে গ্রামে 4000টি টয়লেট বানিয়েছেন । অন্ধ্রপ্রদেশের পাদালা ভূদেবী তিন মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন । মেয়ে হওয়ায় স্বামী ছেড়ে গেছিলেন । তখন থেকেই শুরু সংগ্রাম । বর্তমানে আদিবাসী মহিলাদের উন্নয়নে কাজ করেন তিনি । এমন অনেক গল্প আজ উঠে আসে নারী শক্তি পুরস্কারের মঞ্চ থেকে । উঠে আসে সংগ্রামের গল্প । পুরস্কার পাওয়ার পরই প্রধানমন্ত্রী কথা বলেন সকলের সঙ্গে । সেখানে প্রত্যেকের কাহিনি আলাদা করে শোনেন তিনি । শেষে জানান, মহিলারাই আমাদের অনুপ্রেরণা ।

Last Updated : Sep 3, 2022, 4:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.