নয়াদিল্লি, 8 মার্চ : শাস্ত্রীয় সংগীতে অবদানের জন্য "নারী শক্তি পুরস্কার" পেলেন কৌশিকী চক্রবর্তী । ঠুমরি ও খেয়ালে পারদর্শী কৌশিকীর সংগীত যাত্রা শুরু পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের হাত ধরে । পরে কলকাতার ITC সংগীত রিসার্চ অ্যাকাডেমি থেকে স্নাতক হন । ঠুমরি, খেয়ালের পাশাপাশি সেমি ক্ল্যাসিকাল ও লাইট ক্ল্যাসিকালেও দক্ষতা রয়েছে তাঁর । আজ নারী শক্তি পুরস্কার দেওয়ার পর তাঁর ছবি টুইট করে বিষয়টি জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।
শুধু কৌশিকী চক্রবর্তীই নন, পুরস্কারের তালিকায় রয়েছেন আরও অনেকে । বিহারের মুঙ্গেরের মাশরুম মহিলা । যিনি এলাকায় মাশরুম চাষে পথিকৃৎ । প্রশিক্ষণ দিচ্ছেন বাকি চাষিদের । ঝাড়খণ্ডের লেডি টারজ়ান চমি মুর্মু, জঙ্গল ও বন্যপ্রাণ রক্ষার্থে কাজ করেন । আছেন 98 বছরের কার্তায়নী আম্মা । এই বয়সে 98 শতাংশ নম্বর পেয়ে ক্লাস ফোর পাশ করেছেন ।
-
President Kovind presented the Nari Shakti Puraskar to Kaushiki Chakroborty from Kolkata, West Bengal. She is an Indian classical vocalist and one of the exponents of Khayal and Thumri. pic.twitter.com/5ZJSf2SVTJ
— President of India (@rashtrapatibhvn) March 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">President Kovind presented the Nari Shakti Puraskar to Kaushiki Chakroborty from Kolkata, West Bengal. She is an Indian classical vocalist and one of the exponents of Khayal and Thumri. pic.twitter.com/5ZJSf2SVTJ
— President of India (@rashtrapatibhvn) March 8, 2020President Kovind presented the Nari Shakti Puraskar to Kaushiki Chakroborty from Kolkata, West Bengal. She is an Indian classical vocalist and one of the exponents of Khayal and Thumri. pic.twitter.com/5ZJSf2SVTJ
— President of India (@rashtrapatibhvn) March 8, 2020
লাদাখের মতো এলাকায় প্রথম লাদাখেরই ঐতিহ্যবাহী খাওয়ার নিয়ে রেস্তরাঁ চালান নিলজ়া ওয়াংমো । আরিফা কাশ্মীরের নুমধা হ্যান্ডিক্র্যাফ্টের কাজ শেখান । তাঁর অধীনে কাজ করেন 100 জন মহিলা । উত্তরপ্রদেশের কলাবতীদেবী যত্রতত্র মল-মূত্র ত্যাগের বিরুদ্ধে গিয়ে গ্রামে 4000টি টয়লেট বানিয়েছেন । অন্ধ্রপ্রদেশের পাদালা ভূদেবী তিন মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন । মেয়ে হওয়ায় স্বামী ছেড়ে গেছিলেন । তখন থেকেই শুরু সংগ্রাম । বর্তমানে আদিবাসী মহিলাদের উন্নয়নে কাজ করেন তিনি । এমন অনেক গল্প আজ উঠে আসে নারী শক্তি পুরস্কারের মঞ্চ থেকে । উঠে আসে সংগ্রামের গল্প । পুরস্কার পাওয়ার পরই প্রধানমন্ত্রী কথা বলেন সকলের সঙ্গে । সেখানে প্রত্যেকের কাহিনি আলাদা করে শোনেন তিনি । শেষে জানান, মহিলারাই আমাদের অনুপ্রেরণা ।