ETV Bharat / bharat

জন্মজয়ন্তীতে রাজেন্দ্র প্রসাদকে শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

ভারতের স্বাধীনতা আন্দোলনের লড়াইয়ে ড. রাজেন্দ্র প্রসাদ জাতীয় কংগ্রেসে যোগদান করেন ৷ 1950 থেকে 1962 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব সামলেছেন ৷

ডঃ রাজেন্দ্র প্রসাদ
ডঃ রাজেন্দ্র প্রসাদ
author img

By

Published : Dec 3, 2020, 3:40 PM IST

দিল্লি, 3 ডিসেম্বর : আজ ড. রাজেন্দ্র প্রসাদের 136 তম জন্মজয়ন্তী ৷ ভারতের প্রথম রাষ্ট্রপতির জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাষ্ট্রপতিভবনে অন্য আধিকারিকদের সঙ্গে রাষ্ট্রপতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ৷ প্রধানমন্ত্রী টুইট করে শ্রদ্ধা জানান ৷

টুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘ ভারতরত্ন ও দেশের প্রাক্তন রাষ্ট্রপতিকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানাই ৷ দেশের সংবিধান তৈরি ও স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান অনস্বীকার্য ৷ তাঁর জীবন ধারণের আদর্শ ছিল সাধারণভাবে বাঁচো ও বড় চিন্তা করো ৷ যা চিরকালীন দেশবাসীকে উদ্বুদ্ধ করেছে ৷’’

  • President Kovind paid floral tributes to Dr Rajendra Prasad, the first President of India, on his birth anniversary at Rashtrapati Bhavan. pic.twitter.com/DHWcnOevYN

    — President of India (@rashtrapatibhvn) December 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফেও শ্রদ্ধা জানানো হয়েছে ৷ অফিশিয়াল টুইটারে কংগ্রেসের তরফে লেখা হয়েছে, ‘‘ ড. রাজেন্দ্র প্রসাদ একাধারে আইনজীবী, স্বাধীনতা সংগ্রামী ও ভারতের প্রথম রাষ্ট্রপতি ৷ ভারতের সাধারণ মানুষকে জীবনভর সেবা করার জন্য ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন ৷ আমরা তাঁর অবদানের জন্যা তাঁকে শ্রদ্ধা জানাই ৷’’

  • पूर्व राष्ट्रपति भारत रत्न डॉ. राजेन्द्र प्रसाद की जयंती पर उन्हें मेरी सादर श्रद्धांजलि। स्वतंत्रता संग्राम और संविधान निर्माण में उन्होंने अतुलनीय भूमिका निभाई। सादा जीवन और उच्च विचार के सिद्धांत पर आधारित उनका जीवन देशवासियों को सदैव प्रेरित करता रहेगा।

    — Narendra Modi (@narendramodi) December 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1950 থেকে 1962 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব সামলেছেন রাজেন্দ্র প্রসাদ ৷ ভারতের স্বাধীনতা আন্দোলনের লড়াইয়ে তিনি জাতীয় কংগ্রেসে যোগদান করেন ৷ তিনি মহাত্মা গান্ধির আদর্শে বিশ্বাসী ছিলেন ৷ 1931 ও 1942 সালে সত্যাগ্রহ আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেওয়ার জন্য তাঁকে জেলেও যেতে হয় ৷

দিল্লি, 3 ডিসেম্বর : আজ ড. রাজেন্দ্র প্রসাদের 136 তম জন্মজয়ন্তী ৷ ভারতের প্রথম রাষ্ট্রপতির জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাষ্ট্রপতিভবনে অন্য আধিকারিকদের সঙ্গে রাষ্ট্রপতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ৷ প্রধানমন্ত্রী টুইট করে শ্রদ্ধা জানান ৷

টুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘ ভারতরত্ন ও দেশের প্রাক্তন রাষ্ট্রপতিকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানাই ৷ দেশের সংবিধান তৈরি ও স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান অনস্বীকার্য ৷ তাঁর জীবন ধারণের আদর্শ ছিল সাধারণভাবে বাঁচো ও বড় চিন্তা করো ৷ যা চিরকালীন দেশবাসীকে উদ্বুদ্ধ করেছে ৷’’

  • President Kovind paid floral tributes to Dr Rajendra Prasad, the first President of India, on his birth anniversary at Rashtrapati Bhavan. pic.twitter.com/DHWcnOevYN

    — President of India (@rashtrapatibhvn) December 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফেও শ্রদ্ধা জানানো হয়েছে ৷ অফিশিয়াল টুইটারে কংগ্রেসের তরফে লেখা হয়েছে, ‘‘ ড. রাজেন্দ্র প্রসাদ একাধারে আইনজীবী, স্বাধীনতা সংগ্রামী ও ভারতের প্রথম রাষ্ট্রপতি ৷ ভারতের সাধারণ মানুষকে জীবনভর সেবা করার জন্য ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন ৷ আমরা তাঁর অবদানের জন্যা তাঁকে শ্রদ্ধা জানাই ৷’’

  • पूर्व राष्ट्रपति भारत रत्न डॉ. राजेन्द्र प्रसाद की जयंती पर उन्हें मेरी सादर श्रद्धांजलि। स्वतंत्रता संग्राम और संविधान निर्माण में उन्होंने अतुलनीय भूमिका निभाई। सादा जीवन और उच्च विचार के सिद्धांत पर आधारित उनका जीवन देशवासियों को सदैव प्रेरित करता रहेगा।

    — Narendra Modi (@narendramodi) December 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1950 থেকে 1962 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব সামলেছেন রাজেন্দ্র প্রসাদ ৷ ভারতের স্বাধীনতা আন্দোলনের লড়াইয়ে তিনি জাতীয় কংগ্রেসে যোগদান করেন ৷ তিনি মহাত্মা গান্ধির আদর্শে বিশ্বাসী ছিলেন ৷ 1931 ও 1942 সালে সত্যাগ্রহ আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেওয়ার জন্য তাঁকে জেলেও যেতে হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.