ETV Bharat / bharat

রামমন্দিরের জন্য় 5 লাখ টাকা অনুদান রাষ্ট্রপতির - রামমন্দির

শ্রীরাম জন্মভূমি মন্দির নিধি সমর্পন অভিযান নামে একটি কমিটি গঠন করা হয়েছে ৷ এই কমিটির তরফে দেশের প্রতিটি রাজ্যে হিন্দু পরিবারে গিয়ে রামমন্দির তৈরির জন্য় অনুদান সংগ্রহ করা হবে ৷ আজ বিশ্বহিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যকরি সভাপতি অলোক কুমার, রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট্রের ট্রেজ়ারার গোবিন্দ দেব গিরি রাষ্ট্রপতি ভবনে যান ৷

president-kovind-donates-rs5-lakh-for-ram-temple-construction-in-ayodhya
রামমন্দিরের জন্য় 5 লক্ষ টাকা অনুদান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের
author img

By

Published : Jan 15, 2021, 4:42 PM IST

Updated : Jan 15, 2021, 4:54 PM IST

দিল্লি, 15 জানুয়ারি : রামমন্দির গঠনের জন্য় 5 লাখ 1 হাজার টাকা অনুদান দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের উদ্য়োগে শুরু হওয়া অনুদান কর্মসূচিতে মন্দির গড়তে এই টাকা দিয়েছেন তিনি ৷ রামমন্দির তৈরির জন্য় সরকারের গঠিত রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট 15 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত এই অনুদান সংগ্রহের কাজ করবে ৷

শ্রীরাম জন্মভূমি মন্দির নিধি সমর্পণ অভিযান নামে একটি কমিটি গঠন করা হয়েছে ৷ এই কমিটির তরফে দেশের প্রতিটি রাজ্যে হিন্দু পরিবারে গিয়ে রামমন্দির তৈরির জন্য় অনুদান সংগ্রহ করা হবে ৷ আজ বিশ্বহিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যকরি সভাপতি অলোক কুমার, রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট্রের ট্রেজ়ারার গোবিন্দ দেব গিরি রাষ্ট্রপতি ভবনে যান ৷ দেশের প্রথম নাগরিক হিসেবে রামমন্দির তৈরির জন্য় রাষ্ট্রপতির কাছে অনুদান দেওয়ার আর্জি জানান তাঁরা ৷ সেই মত 5 লাখ 1 হাজার টাকা অনুদান দিয়েছেন রাষ্ট্রপতি ৷

আরও পড়ুন : ভগবান রাম ভারতের আদর্শ, বিশ্বাস : প্রধানমন্ত্রী

শ্রীরাম জন্মভূমি মন্দির নিধি সমর্পণ অভিযান কমিটিতে আবসর প্রাপ্ত প্রধানমন্ত্রীর প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি নিপেন্দ্র মিশ্রা, প্রাক্তন বিএসএফ ডিজি কে কে শর্মাকে রাখা হয়েছে ৷ তাঁরাই অনুদানে প্রাপ্ত অর্থের হিসেব রাখবেন ৷

দিল্লি, 15 জানুয়ারি : রামমন্দির গঠনের জন্য় 5 লাখ 1 হাজার টাকা অনুদান দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের উদ্য়োগে শুরু হওয়া অনুদান কর্মসূচিতে মন্দির গড়তে এই টাকা দিয়েছেন তিনি ৷ রামমন্দির তৈরির জন্য় সরকারের গঠিত রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট 15 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত এই অনুদান সংগ্রহের কাজ করবে ৷

শ্রীরাম জন্মভূমি মন্দির নিধি সমর্পণ অভিযান নামে একটি কমিটি গঠন করা হয়েছে ৷ এই কমিটির তরফে দেশের প্রতিটি রাজ্যে হিন্দু পরিবারে গিয়ে রামমন্দির তৈরির জন্য় অনুদান সংগ্রহ করা হবে ৷ আজ বিশ্বহিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যকরি সভাপতি অলোক কুমার, রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট্রের ট্রেজ়ারার গোবিন্দ দেব গিরি রাষ্ট্রপতি ভবনে যান ৷ দেশের প্রথম নাগরিক হিসেবে রামমন্দির তৈরির জন্য় রাষ্ট্রপতির কাছে অনুদান দেওয়ার আর্জি জানান তাঁরা ৷ সেই মত 5 লাখ 1 হাজার টাকা অনুদান দিয়েছেন রাষ্ট্রপতি ৷

আরও পড়ুন : ভগবান রাম ভারতের আদর্শ, বিশ্বাস : প্রধানমন্ত্রী

শ্রীরাম জন্মভূমি মন্দির নিধি সমর্পণ অভিযান কমিটিতে আবসর প্রাপ্ত প্রধানমন্ত্রীর প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি নিপেন্দ্র মিশ্রা, প্রাক্তন বিএসএফ ডিজি কে কে শর্মাকে রাখা হয়েছে ৷ তাঁরাই অনুদানে প্রাপ্ত অর্থের হিসেব রাখবেন ৷

Last Updated : Jan 15, 2021, 4:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.