নয়াদিল্লি, 5 সেপ্টেম্বর: ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষে প্রতিবছর 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালিত হয় ৷ প্রতিবছর আজকের এই দিনে জাতীয়স্তরের শিক্ষাক্ষেত্রে অবদানস্বরূপ নির্বাচিত শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ সম্মান প্রদান করে থাকে কেন্দ্র সরকার ৷ শিক্ষক দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় শিক্ষক পুরস্কৃত হন ৷
এবছরও আজকের বিশেষ দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষক দিবস উপলক্ষে সারা দেশের 75জন শিক্ষককে জাতীয় শিক্ষকের পুরস্কার প্রদান করবেন ৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এদিন বিকেল 4টে নাগাদ পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হবে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ৷
সাম্মানিকস্বরূপ দেওয়া হবে মেধার সার্টিফিকেট, নগদ 50 হাজার টাকা ও একটি রূপোর পদক ৷ বিবৃতিতে বলা হয়েছে, পুরস্কারপ্রাপ্ত শিক্ষকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলার সুযোগ পাবেন ৷ শিক্ষা মন্ত্রণালয়ের স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ প্রতি বছর শিক্ষক দিবসে স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত দেশের সেরা শিক্ষকদের জাতীয় পুরস্কার প্রদানের জন্য এই জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের আয়োজন করে ৷ এই বছর থেকে উচ্চ শিক্ষা অধিদফতর, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয়ের শিক্ষকদের অন্তর্ভূক্ত করার জন্য জাতীয় শিক্ষক পুরস্কারের পরিধি প্রসারিত করা হয়েছে ৷
50 জন স্কুল শিক্ষক, 13 জন উচ্চ শিক্ষার শিক্ষক ও 12 জন দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের শিক্ষক মিলিয়ে মোট 75 জন শিক্ষককে এ বছর পুরস্কৃত করা হবে ৷ জাতীয় শিক্ষক পুরস্কারের উদ্দেশ্য হল দেশের শিক্ষকদের অনন্য অবদানকে উদযাপন করা এবং সেইসব শিক্ষকদের সম্মান জানানো যারা তাদের প্রতিশ্রুতি ও নিষ্ঠার মাধ্যমে শুধুমাত্র শিক্ষার মান উন্নত করেননি বরং তাদের শিক্ষার্থীদের জীবনকেও সমৃদ্ধ করেছেন ।
উদ্ভাবনী শিক্ষা, গবেষণা, সম্প্রদায়ের আউটরিচ এবং কাজের নতুনত্বকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে সর্বাধিক অংশগ্রহণের জন্য অনলাইনে মনোনয়ন চাওয়া হয়েছিল ৷ শিক্ষক নির্বাচনের জন্য বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে তিনটি স্বতন্ত্র জাতীয় জুরি গঠন করেছে মন্ত্রণালয় । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার জাতীয় রাজধানীতে জাতীয় শিক্ষক পুরস্কার 2023 এর বিজয়ীদের সাথে আলাপচারিতা করেছেন ।