ETV Bharat / bharat

President Droupadi Murmu: বিশাখাপত্তনমে নৌবাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু - Ramakrishna Beach

রবিবার থেকে দু'দিনের অন্ধ্রপ্রদেশ সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) ৷ সেখানে তাঁর বিভিন্ন কর্মসূচি রয়েছে ৷ এরই মধ্যে বিশাখাপত্তনমে নৌবাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি (Navy Day celebrations in Visakhapatnam) ।

President Droupadi Murmu
President Droupadi Murmu
author img

By

Published : Dec 4, 2022, 2:04 PM IST

অমরাবতী, 4 ডিসেম্বর: আজ পালিত হচ্ছে নৌবাহিনী দিবস (Navy Day 2022) ৷ বিশাখাপত্তনমে নৌবাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) ৷ রবিবার থেকে দু'দিনের অন্ধ্রপ্রদেশ সফরে যাচ্ছেন তিনি ৷ সেখানে তাঁর বিভিন্ন কর্মসূচি রয়েছে ৷ রাষ্ট্রপতি বিজয়ওয়াড়ায় পৌঁছে রাজভবনে যাবেন । বিজয়ওয়াড়ার (Vijayawada) উপকণ্ঠে পোরাঙ্কি গ্রামে (Poranki village) তাঁর সম্মানে রাজ্য সরকার একটি নাগরিক সংবর্ধনার আয়োজন করবে বলে জানা গিয়েছে ।

অন্ধ্রপ্রদেশ গভর্নর বিশ্বভূষণ হরিচন্দন (AP Governor Biswabhusan Harichandan) আয়োজিত ভোজসভায় অংশগ্রহণ করার পর দ্রৌপদী মুর্মু বিশাখাপত্তনমে চলে যাবেন । সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার (Supreme Commander of Armed Forces) হিসেবে ভাইজাগের রামকৃষ্ণ সৈকতে (Ramakrishna Beach) নৌবাহিনী দিবস উদযাপনে প্রধান অতিথি থাকবেন ৷ সেখানে রাষ্ট্রপতি ভারতীয় নৌবাহিনীর অপারেশনাল প্রদর্শনী দেখবেন ৷ এছাড়া ভার্চুয়ালি প্রতিরক্ষা মন্ত্রক ও সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি ।

দ্রৌপদী মুর্মু কুর্নুল জেলায় ন্যাশনাল ওপেন এয়ার রেঞ্জ এবং কৃষ্ণা জেলার নিম্মাকুরুতে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের অ্যাডভান্সড নাইট ভিশন প্রোডাক্ট ফ্যাক্টরির উদ্বোধন করবেন । তিনি রায়চোটি-আঙ্গালু সেকশনের ন্যাশনাল হাইওয়ে-340-এর একটি চার লেনের রোড-ওভারব্রিজ, ন্যাশনাল হাইওয়ে-205-এ কুর্নুল শহরের রাস্তায় ছয় লেন-গ্রেড-বিভাজিত কাঠামো এবং ন্যাশনাল হাইওয়ে-44-এর পরিষেবা সড়কের উদ্বোধন করবেন ।

রাষ্ট্রপতি শ্রী সত্য সাই জেলার ন্যাশনাল হাইওয়ে-342-এর মুদিগুব্বা-পুত্তাপার্থীর মধ্যে রাস্তা প্রসারণের জন্য ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন । তিনি বিশাখাপত্তনমের অনন্তগিনে নৌবাহিনী দিবসের সংবর্ধনায় যোগ দেবেন এবং পরে তিরুপতির উদেশ্যে রওনা দেবেন । সোমবার দ্রৌপদী মুর্মু তিরুমালা পাহাড়ের শ্রীভরি মন্দিরে ভেঙ্কটেশ্বর স্বামীর পুজো করবেন ।

আরও পড়ুন: নৌবাহিনী দিবসে নৌসেনাদের কুর্নিশ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীর

এরপরে তিনি তিরুপতির শ্রী পদ্মাবতী মহিলা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন ৷ সেখানে পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ের সদস্য, মহিলা সেলফ হেলপ গোষ্ঠীর সদস্য এবং মহিলা অবদানকারীদের সঙ্গে আলাপচারিতা করবেন । সোমবারই তিরুপতি থেকে নয়াদিল্লি ফিরবেন রাষ্ট্রপতি ।

অমরাবতী, 4 ডিসেম্বর: আজ পালিত হচ্ছে নৌবাহিনী দিবস (Navy Day 2022) ৷ বিশাখাপত্তনমে নৌবাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) ৷ রবিবার থেকে দু'দিনের অন্ধ্রপ্রদেশ সফরে যাচ্ছেন তিনি ৷ সেখানে তাঁর বিভিন্ন কর্মসূচি রয়েছে ৷ রাষ্ট্রপতি বিজয়ওয়াড়ায় পৌঁছে রাজভবনে যাবেন । বিজয়ওয়াড়ার (Vijayawada) উপকণ্ঠে পোরাঙ্কি গ্রামে (Poranki village) তাঁর সম্মানে রাজ্য সরকার একটি নাগরিক সংবর্ধনার আয়োজন করবে বলে জানা গিয়েছে ।

অন্ধ্রপ্রদেশ গভর্নর বিশ্বভূষণ হরিচন্দন (AP Governor Biswabhusan Harichandan) আয়োজিত ভোজসভায় অংশগ্রহণ করার পর দ্রৌপদী মুর্মু বিশাখাপত্তনমে চলে যাবেন । সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার (Supreme Commander of Armed Forces) হিসেবে ভাইজাগের রামকৃষ্ণ সৈকতে (Ramakrishna Beach) নৌবাহিনী দিবস উদযাপনে প্রধান অতিথি থাকবেন ৷ সেখানে রাষ্ট্রপতি ভারতীয় নৌবাহিনীর অপারেশনাল প্রদর্শনী দেখবেন ৷ এছাড়া ভার্চুয়ালি প্রতিরক্ষা মন্ত্রক ও সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি ।

দ্রৌপদী মুর্মু কুর্নুল জেলায় ন্যাশনাল ওপেন এয়ার রেঞ্জ এবং কৃষ্ণা জেলার নিম্মাকুরুতে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের অ্যাডভান্সড নাইট ভিশন প্রোডাক্ট ফ্যাক্টরির উদ্বোধন করবেন । তিনি রায়চোটি-আঙ্গালু সেকশনের ন্যাশনাল হাইওয়ে-340-এর একটি চার লেনের রোড-ওভারব্রিজ, ন্যাশনাল হাইওয়ে-205-এ কুর্নুল শহরের রাস্তায় ছয় লেন-গ্রেড-বিভাজিত কাঠামো এবং ন্যাশনাল হাইওয়ে-44-এর পরিষেবা সড়কের উদ্বোধন করবেন ।

রাষ্ট্রপতি শ্রী সত্য সাই জেলার ন্যাশনাল হাইওয়ে-342-এর মুদিগুব্বা-পুত্তাপার্থীর মধ্যে রাস্তা প্রসারণের জন্য ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন । তিনি বিশাখাপত্তনমের অনন্তগিনে নৌবাহিনী দিবসের সংবর্ধনায় যোগ দেবেন এবং পরে তিরুপতির উদেশ্যে রওনা দেবেন । সোমবার দ্রৌপদী মুর্মু তিরুমালা পাহাড়ের শ্রীভরি মন্দিরে ভেঙ্কটেশ্বর স্বামীর পুজো করবেন ।

আরও পড়ুন: নৌবাহিনী দিবসে নৌসেনাদের কুর্নিশ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীর

এরপরে তিনি তিরুপতির শ্রী পদ্মাবতী মহিলা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন ৷ সেখানে পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ের সদস্য, মহিলা সেলফ হেলপ গোষ্ঠীর সদস্য এবং মহিলা অবদানকারীদের সঙ্গে আলাপচারিতা করবেন । সোমবারই তিরুপতি থেকে নয়াদিল্লি ফিরবেন রাষ্ট্রপতি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.