ETV Bharat / bharat

ঘরে আসুন রামলালা, মন্দির প্রতিষ্ঠার দিনে সন্তান জন্মের ইচ্ছেপ্রকাশ যোগীরাজ্যের গর্ভবতীদের - রামলালা

Child Birth on Ramlala Consecration Day: বিশেষ দিনে সন্তান জন্ম দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেন অনেকেই ৷ এবার রামমন্দির প্রতিষ্ঠার দিনে প্রসব করাতে চেয়ে চিকিৎসকের কাছে দাবি করলেন কানপুরের বহু গর্ভবতী মহিলা ৷

ETV Bharat
রামমন্দির উদ্বোধনের দিন সন্তান জন্ম দেওয়ার হিড়িক
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2024, 7:44 AM IST

Updated : Jan 7, 2024, 10:07 AM IST

কানপুর, 7 জানুয়ারি: রামলালা বিরাজ করুন ঘরে ঘরে। অযোধ্যায় মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনেই তাঁদের সন্তানের জন্ম হোক ৷ চিকিৎসকদের কাছে উত্তরপ্রদেশের গর্ভবতী মহিলাদের দাবি ঠিক এমনই।

অযোধ্যায় রামমন্দির উদ্বোধন হতে চলেছে 22 জানুয়ারি ৷ দেশজুড়ে যা নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই ৷ বলা যায়, 22 জানুয়ারিকে ঘিরে রীতিমতো উৎসবের মেজাজ দেশে ৷ হিন্দু সংগঠনগুলি ইতিমধ্যেই এই দিনটিকে একটি উৎসব হিসেবে পালন করার জন্য ভক্তদের আহ্বান জানিয়েছে ৷ আর এবার এই দিনেই সন্তানের জন্ম দিতে চাইছেন উত্তরপ্রদেশের গর্ভবতী মহিলারা ৷ এমনই খবর প্রকাশ্যে এসেছে ৷

ওইদিনই সন্তানের জন্ম দিয়ে তাঁরা বিশেষভাবে দিনটিকে স্মরণীয় করে রাখতে চাইছেন ৷ তাঁরা ভাবছেন, এই দিনে সন্তানের জন্ম হলে তাঁদের ঘরে রামলালার পুনর্জন্মের মতোই মঙ্গল হবে ৷ এই জন্য যোগীরাজ্যের গর্ভবতী মহিলারা চিকিৎসকদের কাছে দাবি করেছেন যে তাঁদের প্রসব যেন 22 জানুয়ারি করা হয় ৷

গর্ভবতী মহিলাদের মধ্যে এই প্রবণতা কানপুরে দেখা গিয়েছে ৷ মা কৌশল্যাকে স্মরণ করে নিজেদের ঘরে রামের জন্ম কামনা করেছেন অনেকেই । চিকিৎসকরা এই কথা শুনে হাসলেও ওই দিন প্রসবের প্রতিশ্রুতি দিয়েছেন ৷ তাঁরা জানিয়েছেন, যে সব গর্ভবতী মহিলারা সুস্থ রয়েছেন তাঁদের 22 জানুয়ারি প্রসবের জন্য অস্ত্রোপচার করা হবে ।

ইটিভি ভারতের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনায় সাথে সিনিয়র চিকিৎসক সীমা দ্বিবেদী বলেন যে, "সাধারণত হাসপাতালে প্রতিদিন 15 থেকে 20টি প্রসব হয় । আমাদের যদি 22 জানুয়ারি আরও অপারেশন করতে হয়, আমরা প্রস্তুত আছি । তবে রোগীদের স্বাস্থ্যের অবস্থা দেখতে হবে । এই প্রসবের সময় গর্ভবতী মহিলারা যাতে কোনও সমস্যার সম্মুখীন না হন সেদিকে বিশেষ যত্ন নেওয়া হবে ।"

এই বিষয়ে হাসপাতালে ভর্তি এক গর্ভবতী মহিলার শাশুড়ি জানিয়েছেন, 22 জানুয়ারি একটি ঐতিহাসিক দিন হতে চলেছে । এমতাবস্থায় তিনি এবং তাঁর পুরো পরিবার চান যে তাদের ঘরেও ভগবান রামের রূপে একটি সন্তান জন্মগ্রহণ করুক । তাই তিনি চান তাঁর পুত্রবধূর 22 জানুয়ারি অপারেশন করা হোক ।

যদিও এরকম ঘটনা নতুন নয় ৷ বিশেষ দিনে প্রসব করানোর হিড়িক বরাবরই দেখা যায় ৷ অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের ক্ষেত্রেও যে এটা হবে তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন :

1. নর্মাল ডেলিভারি অথচ নেই কোনও যন্ত্রণা, নজির গড়ল আসানসোল জেলা হাসপাতাল

2. বিরলতম ! গর্ভেই মৃত প্রথম ভ্রূণ, 125 দিন পর দ্বিতীয় শিশুর জন্ম বর্ধমান মেডিক্যালে

3. ঝুঁকিপূর্ণ সিজারে সন্তান-সহ প্রসূতিকে জীবন দান বারাসত মেডিক্যালের চিকিৎসকের

কানপুর, 7 জানুয়ারি: রামলালা বিরাজ করুন ঘরে ঘরে। অযোধ্যায় মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনেই তাঁদের সন্তানের জন্ম হোক ৷ চিকিৎসকদের কাছে উত্তরপ্রদেশের গর্ভবতী মহিলাদের দাবি ঠিক এমনই।

অযোধ্যায় রামমন্দির উদ্বোধন হতে চলেছে 22 জানুয়ারি ৷ দেশজুড়ে যা নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই ৷ বলা যায়, 22 জানুয়ারিকে ঘিরে রীতিমতো উৎসবের মেজাজ দেশে ৷ হিন্দু সংগঠনগুলি ইতিমধ্যেই এই দিনটিকে একটি উৎসব হিসেবে পালন করার জন্য ভক্তদের আহ্বান জানিয়েছে ৷ আর এবার এই দিনেই সন্তানের জন্ম দিতে চাইছেন উত্তরপ্রদেশের গর্ভবতী মহিলারা ৷ এমনই খবর প্রকাশ্যে এসেছে ৷

ওইদিনই সন্তানের জন্ম দিয়ে তাঁরা বিশেষভাবে দিনটিকে স্মরণীয় করে রাখতে চাইছেন ৷ তাঁরা ভাবছেন, এই দিনে সন্তানের জন্ম হলে তাঁদের ঘরে রামলালার পুনর্জন্মের মতোই মঙ্গল হবে ৷ এই জন্য যোগীরাজ্যের গর্ভবতী মহিলারা চিকিৎসকদের কাছে দাবি করেছেন যে তাঁদের প্রসব যেন 22 জানুয়ারি করা হয় ৷

গর্ভবতী মহিলাদের মধ্যে এই প্রবণতা কানপুরে দেখা গিয়েছে ৷ মা কৌশল্যাকে স্মরণ করে নিজেদের ঘরে রামের জন্ম কামনা করেছেন অনেকেই । চিকিৎসকরা এই কথা শুনে হাসলেও ওই দিন প্রসবের প্রতিশ্রুতি দিয়েছেন ৷ তাঁরা জানিয়েছেন, যে সব গর্ভবতী মহিলারা সুস্থ রয়েছেন তাঁদের 22 জানুয়ারি প্রসবের জন্য অস্ত্রোপচার করা হবে ।

ইটিভি ভারতের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনায় সাথে সিনিয়র চিকিৎসক সীমা দ্বিবেদী বলেন যে, "সাধারণত হাসপাতালে প্রতিদিন 15 থেকে 20টি প্রসব হয় । আমাদের যদি 22 জানুয়ারি আরও অপারেশন করতে হয়, আমরা প্রস্তুত আছি । তবে রোগীদের স্বাস্থ্যের অবস্থা দেখতে হবে । এই প্রসবের সময় গর্ভবতী মহিলারা যাতে কোনও সমস্যার সম্মুখীন না হন সেদিকে বিশেষ যত্ন নেওয়া হবে ।"

এই বিষয়ে হাসপাতালে ভর্তি এক গর্ভবতী মহিলার শাশুড়ি জানিয়েছেন, 22 জানুয়ারি একটি ঐতিহাসিক দিন হতে চলেছে । এমতাবস্থায় তিনি এবং তাঁর পুরো পরিবার চান যে তাদের ঘরেও ভগবান রামের রূপে একটি সন্তান জন্মগ্রহণ করুক । তাই তিনি চান তাঁর পুত্রবধূর 22 জানুয়ারি অপারেশন করা হোক ।

যদিও এরকম ঘটনা নতুন নয় ৷ বিশেষ দিনে প্রসব করানোর হিড়িক বরাবরই দেখা যায় ৷ অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের ক্ষেত্রেও যে এটা হবে তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন :

1. নর্মাল ডেলিভারি অথচ নেই কোনও যন্ত্রণা, নজির গড়ল আসানসোল জেলা হাসপাতাল

2. বিরলতম ! গর্ভেই মৃত প্রথম ভ্রূণ, 125 দিন পর দ্বিতীয় শিশুর জন্ম বর্ধমান মেডিক্যালে

3. ঝুঁকিপূর্ণ সিজারে সন্তান-সহ প্রসূতিকে জীবন দান বারাসত মেডিক্যালের চিকিৎসকের

Last Updated : Jan 7, 2024, 10:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.