খাম্মাম (তেলেঙ্গানা), 11 নভেম্বর: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে 'খুন' গর্ভবতী ৷ আর তাঁকে খুন করার অভিযোগ উঠল খোদ বাবা এবং ভাইদের বিরুদ্ধে ৷ শুক্রবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার খাম্মামে ৷ এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই মহিলার স্বামী ৷ এখন তাঁর চিকিৎসা চলছে ৷ মৃত মহিলার নাম উশশ্রী। তাঁর স্বামীর নাম রামকৃষ্ণ ৷
এই অমানবিক ঘটনাটি ঘটেছে খাম্মাম জেলার থাতিপুড়ি গ্রামের ওয়াইরাতে ৷ ঘটনার সূত্রপাত সম্পত্তি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ৷ দশ বছর আগে উশশ্রীর সঙ্গে রামকৃষ্ণর বিয়ে হয় ৷ বিয়ের পর উশশ্রীর দাদু (মায়ের বাবা) তাঁকে চাষের জমি, একটি বাড়ি এবং গ্রামে আরও কিছুটা জমি উপহার দেন ৷ এই সম্পত্তি ঘিরে উশশ্রীর সঙ্গে তাঁর বাবা-মায়ের সম্পর্ক ক্রমশ তিক্ত হতে থাকে ৷ আর শেষে বাবা-ভাইয়ের হাতেই তাঁকে নৃশংস ভাবে খুন হতে হল বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে উশশ্রীর বাড়ির চত্বরে গাছ কাটাকে কেন্দ্র করে ঝামেলা বাধে ৷ উশশ্রীর বাবা ও ভাইদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন উশশ্রী-রামকৃষ্ণ ৷ বচসা থেকে ঘটনাটি হাতাহাতিতে গড়ায় ৷ অভিযোগ, দম্পতিকে মারধর করতে শুরু করেন উশশ্রীর বাবা ও দুই ভাই ৷ বাবা পিত্তালা রামুলু এবং ভাই নরেশ ও ভেঙ্কটেশ দম্পতিকে লক্ষ্য করে পাথর পর্যন্ত ছোড়ে ৷ এছাড়া শাবল, কোদাল এবং অন্য ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে উশশ্রী-রামকৃষ্ণকে ৷
একসময় প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করেন তাঁরা ৷ ধাওয়া করে গিয়ে বাবা ও ভাইয়েরা প্রথমে রামকৃষ্ণকে ধরে ফেলে ৷ তাঁর উপর হামলা চালায় ৷ রামকৃষ্ণ মাটিতে পড়ে যান ৷ এদিকে উশশ্রী দিগবিদিকশূন্য হয়ে ছুটতে থাকেন ৷ প্রাণ বাঁচাতে বাজারের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি ৷ অভিযোগ, ঠিক সেই সময় বাবা এবং দুই ভাই তাঁর উপরেও হামলা চালায় ৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷
স্থানীয়রা জানিয়েছেন, উশশ্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ৷ স্বামী রামকৃষ্ণের অবস্থাও যথেষ্ট আশঙ্কাজনক ৷ এই ঘটনায় বাবা ও দুই ভাই জখম হয়েছেন ৷ পুলিশ সূত্রে খবর, লিখিত অভিযোগের ভিত্তিতে হত্যার মামলা রুজু করা হয়েছে ৷ শুরু হয়েছে তদন্ত। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সম্পত্তি নিয়ে বিবাদের জেরই এমন ভয়াবহ ঘটনা ঘটেছে।
আরও পড়ুন:
1. 2 বছরের শিশুকন্যাকে আছড়ে খুনের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে
2. সাড়ে চার হাজার টাকার জন্য ঠিকাদারকে 'খুন', কাঠগড়ায় পরিযায়ী শ্রমিক
3. স্ত্রী'র সঙ্গে ঝামেলার রাগ পড়ল মেয়ের উপর, তিন বছরের শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুন মদ্যপ বাবার