ETV Bharat / bharat

Woman Delivers Baby on Roadside: খারাপ রাস্তার জন্য পৌঁছতে পারেনি অ্যাম্বুলেন্স, পথেই সন্তান প্রসব মহিলার - রাস্তা খারাপ

খারাপ রাস্তার কারণে নির্দিষ্ট সময়ে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পৌঁছতে না পারায়, মাঝপথেই সন্তান প্রসব করলেন মধ্যপ্রদেশের বারওয়ানি জেলার এক মহিলা ৷

ETV Bharat
ETV Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 10:10 PM IST

Updated : Sep 26, 2023, 6:35 AM IST

বারওয়ানি (মধ্যপ্রদেশ), 25 সেপ্টেম্বর: উঠেছিল প্রসববেদনা, খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্সেও ৷ কিন্তু খারাপ রাস্তা ও গ্রামের পথে নর্দমা উপচে জল ভরে থাকায় মহিলার বাড়ি পর্যন্ত পৌঁছনোর আগে মাঝ পথেই আটকে যায় অ্যাম্বুলেন্সটি ৷ ফলে মাঝ পথেই সন্তান প্রসব করেন 27 বছর বয়সি ওই মহিলা ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বারওয়ানি জেলার খামঘাট গ্রামে ৷ ঘটনাটি শনিবার ঘটলেও সোমবার বিষয়টি জানা যায় ৷

ওই মহিলার পরিবার সূত্রে জানা গিয়েছে, সন্তান প্রসবের পর কাপড়ে জড়িয়ে কাঁধে চাপিয়ে নিয়ে গিয়ে ওই মহিলা ও তাঁর সন্তানকে হাসপাতালে ভরতি করানো হয় ৷ এই ঘটনা প্রসঙ্গে ওই মহিলার ভাই ঠাকুর সংবাদসংস্থা এএনআইকে বলেন, "ওইদিন আমার বোনের প্রসববেদনা ওঠে ৷ আমরা অ্যাম্বুলেন্সে খবর দিই ৷ কিন্তু খারাপ রাস্তা ও গ্রামের পথে নর্দমা উপচে জল ভরে থাকায় অ্যাম্বুলেন্সটি আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছতে পারেনি ৷ এরপর আমরা তাঁকে কাপড় দিয়ে ঢাকা দিয়েই ওই পথ ধরে এগোতে থাকি ৷ কিন্তু অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছনোর আগেই আমার বোন মাঝ পথেই সন্তান প্রসব করেন ৷"

ওই মহিলার পরিবারের আরও দাবি, সেদিন প্রায় 3-4 কিলোমিটার পথ হাঁটার পর তারা অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছতে পেরেছিলেন ৷ সন্তান প্রসব হওয়ার পরও ওই মহিলা ও সদ্যজাতকে নিয়ে ওই খারাপ রাস্তা বেশ কিছুটা পেরতে হয় তাঁদের ৷ এরপর অ্যাম্বুলেন্সে করে পানসেমালের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয় মা ও তাঁর সন্তানকে ৷ সেখান থেকে তাদের স্থানান্তরিত করা হয় বারওয়ানি জেলা হাসপাতালে ৷ বর্তমানে মা ও সন্তান দুজনেই সুস্থ আছে ৷

আরও পড়ুন: জমিয়ে ঘুমোতে ক্লিনিকে সারারাত এসি অন রাখেন ডাক্তার, কড়া ঠান্ডায় মৃত 2 নবজাতক

ওই মহিলার পরিবারের দাবি, বহুদিন ধরে রাস্তা সারানোর দাবি করা হলেও প্রশাসন তাতে কর্ণপাত করেনি ৷ আরও জানা গিয়েছে, এই প্রথম নয় ৷ এর আগেও এই এলাকার 2-3 জন মহিলা খারাপ রাস্তার জন্য মাঝপথেই সন্তান প্রসব করেন ৷ (এএনআই)

বারওয়ানি (মধ্যপ্রদেশ), 25 সেপ্টেম্বর: উঠেছিল প্রসববেদনা, খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্সেও ৷ কিন্তু খারাপ রাস্তা ও গ্রামের পথে নর্দমা উপচে জল ভরে থাকায় মহিলার বাড়ি পর্যন্ত পৌঁছনোর আগে মাঝ পথেই আটকে যায় অ্যাম্বুলেন্সটি ৷ ফলে মাঝ পথেই সন্তান প্রসব করেন 27 বছর বয়সি ওই মহিলা ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বারওয়ানি জেলার খামঘাট গ্রামে ৷ ঘটনাটি শনিবার ঘটলেও সোমবার বিষয়টি জানা যায় ৷

ওই মহিলার পরিবার সূত্রে জানা গিয়েছে, সন্তান প্রসবের পর কাপড়ে জড়িয়ে কাঁধে চাপিয়ে নিয়ে গিয়ে ওই মহিলা ও তাঁর সন্তানকে হাসপাতালে ভরতি করানো হয় ৷ এই ঘটনা প্রসঙ্গে ওই মহিলার ভাই ঠাকুর সংবাদসংস্থা এএনআইকে বলেন, "ওইদিন আমার বোনের প্রসববেদনা ওঠে ৷ আমরা অ্যাম্বুলেন্সে খবর দিই ৷ কিন্তু খারাপ রাস্তা ও গ্রামের পথে নর্দমা উপচে জল ভরে থাকায় অ্যাম্বুলেন্সটি আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছতে পারেনি ৷ এরপর আমরা তাঁকে কাপড় দিয়ে ঢাকা দিয়েই ওই পথ ধরে এগোতে থাকি ৷ কিন্তু অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছনোর আগেই আমার বোন মাঝ পথেই সন্তান প্রসব করেন ৷"

ওই মহিলার পরিবারের আরও দাবি, সেদিন প্রায় 3-4 কিলোমিটার পথ হাঁটার পর তারা অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছতে পেরেছিলেন ৷ সন্তান প্রসব হওয়ার পরও ওই মহিলা ও সদ্যজাতকে নিয়ে ওই খারাপ রাস্তা বেশ কিছুটা পেরতে হয় তাঁদের ৷ এরপর অ্যাম্বুলেন্সে করে পানসেমালের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয় মা ও তাঁর সন্তানকে ৷ সেখান থেকে তাদের স্থানান্তরিত করা হয় বারওয়ানি জেলা হাসপাতালে ৷ বর্তমানে মা ও সন্তান দুজনেই সুস্থ আছে ৷

আরও পড়ুন: জমিয়ে ঘুমোতে ক্লিনিকে সারারাত এসি অন রাখেন ডাক্তার, কড়া ঠান্ডায় মৃত 2 নবজাতক

ওই মহিলার পরিবারের দাবি, বহুদিন ধরে রাস্তা সারানোর দাবি করা হলেও প্রশাসন তাতে কর্ণপাত করেনি ৷ আরও জানা গিয়েছে, এই প্রথম নয় ৷ এর আগেও এই এলাকার 2-3 জন মহিলা খারাপ রাস্তার জন্য মাঝপথেই সন্তান প্রসব করেন ৷ (এএনআই)

Last Updated : Sep 26, 2023, 6:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.