ETV Bharat / bharat

Sonia-PK Meeting : তৃতীয় বার বৈঠকে বসছেন সোনিয়া-প্রশান্ত কিশোর

আজ সোনিয়া গান্ধি ও কংগ্রেসের বর্ষীয়ান নেতাদের সঙ্গে আলোচনায় বসছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor Sonia Gandhi meeting in 10 Janpath New Delhi) ৷

Prashant Kishor meets Sonia Gandhi
প্রশান্ত কিশোর সোনিয়া গান্ধি বৈঠক
author img

By

Published : Apr 19, 2022, 3:44 PM IST

নয়াদিল্লি, 19 এপ্রিল : ফের সোনিয়া গান্ধি-প্রশান্ত কিশোরের বৈঠক ৷ আজ মঙ্গলবার চারদিনে তিন বার আলোচনায় বসবেন ভোট-কুশলী পিকে আর কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী ৷ 2024-এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রস্তুতিতে এই বৈঠক (Prashant Kishor Sonia Gandhi meeting in 10 Janpath New Delhi) ৷

সূত্রে জানা গিয়েছে, পিকে, সোনিয়া গান্ধি ছাড়াও কমল নাথ, দিগ্বিজয় সিং, মুকুল ওয়াসনিক, কেসি বেণুগোপাল, জয়রাম রমেশ, একে অ্যান্টনি, অম্বিকা সোনি এবং রণদীপ সুরজেওয়ালাও হাজির হবেন 10 নম্বর জনপথে ৷ সোনিয়া গান্ধি এবং প্রশান্ত কিশোরের মধ্যে প্রথম বৈঠক হয়েছিল 16 এপ্রিল, দ্বিতীয়টি 18 এপ্রিল ৷ এরকম আরও দু'টি বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : Sonia-PK Meeting on Gujarat Poll : গুজরাতের ভোট নিয়ে সোনিয়ার ডাকা কংগ্রেসের বৈঠকে হাজির প্রশান্ত কিশোর

এর আগে, প্রবীণ কংগ্রেস নেতা বেণুগোপাল জানিয়েছিলেন, পিকে '24-এর লোকসভা নির্বাচনের একটি বিস্তারিত রূপরেখা দিয়েছেন ৷ দেশের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী কংগ্রেসের মধ্যে পিকে কী ভূমিকা পালন করবেন, তা এক সপ্তাহর মধ্যেই জানতে পারা যাবে ৷

জানা গিয়েছে, উত্তরপ্রদেশ, বিহার এবং ওড়িশায় পিকে কংগ্রেসকে একা লড়াই করার পরামর্শ দিয়েছেন ৷ তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্রে জোট গড়ে নির্বাচনে অংশ নিতে বলেছেন ভোটকুশলী ৷ আর কংগ্রেস নেতা রাহুল গান্ধিও এ বিষয়ে রাজি ৷ 370টি লোকসভা কেন্দ্রের দিকেই পুরোপুরি লক্ষ্য রাখা উচিত কংগ্রেসের, উপদেশ পিকে-র ৷

এ বছরের শেষে গুজরাত এবং হিমাচলপ্রদেশে নির্বাচন । সে নিয়েও আলোচনা চলছে প্রশান্ত কিশোরের সঙ্গে ৷

নয়াদিল্লি, 19 এপ্রিল : ফের সোনিয়া গান্ধি-প্রশান্ত কিশোরের বৈঠক ৷ আজ মঙ্গলবার চারদিনে তিন বার আলোচনায় বসবেন ভোট-কুশলী পিকে আর কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী ৷ 2024-এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রস্তুতিতে এই বৈঠক (Prashant Kishor Sonia Gandhi meeting in 10 Janpath New Delhi) ৷

সূত্রে জানা গিয়েছে, পিকে, সোনিয়া গান্ধি ছাড়াও কমল নাথ, দিগ্বিজয় সিং, মুকুল ওয়াসনিক, কেসি বেণুগোপাল, জয়রাম রমেশ, একে অ্যান্টনি, অম্বিকা সোনি এবং রণদীপ সুরজেওয়ালাও হাজির হবেন 10 নম্বর জনপথে ৷ সোনিয়া গান্ধি এবং প্রশান্ত কিশোরের মধ্যে প্রথম বৈঠক হয়েছিল 16 এপ্রিল, দ্বিতীয়টি 18 এপ্রিল ৷ এরকম আরও দু'টি বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : Sonia-PK Meeting on Gujarat Poll : গুজরাতের ভোট নিয়ে সোনিয়ার ডাকা কংগ্রেসের বৈঠকে হাজির প্রশান্ত কিশোর

এর আগে, প্রবীণ কংগ্রেস নেতা বেণুগোপাল জানিয়েছিলেন, পিকে '24-এর লোকসভা নির্বাচনের একটি বিস্তারিত রূপরেখা দিয়েছেন ৷ দেশের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী কংগ্রেসের মধ্যে পিকে কী ভূমিকা পালন করবেন, তা এক সপ্তাহর মধ্যেই জানতে পারা যাবে ৷

জানা গিয়েছে, উত্তরপ্রদেশ, বিহার এবং ওড়িশায় পিকে কংগ্রেসকে একা লড়াই করার পরামর্শ দিয়েছেন ৷ তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্রে জোট গড়ে নির্বাচনে অংশ নিতে বলেছেন ভোটকুশলী ৷ আর কংগ্রেস নেতা রাহুল গান্ধিও এ বিষয়ে রাজি ৷ 370টি লোকসভা কেন্দ্রের দিকেই পুরোপুরি লক্ষ্য রাখা উচিত কংগ্রেসের, উপদেশ পিকে-র ৷

এ বছরের শেষে গুজরাত এবং হিমাচলপ্রদেশে নির্বাচন । সে নিয়েও আলোচনা চলছে প্রশান্ত কিশোরের সঙ্গে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.