নয়াদিল্লি, 30 মে : করোনার জেরে যে সমস্ত শিশু অনাথ হচ্ছে, তাদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে মোদি সরকার ৷ পিএম কেয়ারস ফান্ড থেকে অর্থ খরচ করা হবে ওই শিশুদের ভবিষ্যৎ গড়ার জন্য ৷ শনিবারই এই ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে ৷
এবার এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর ৷ কটাক্ষ মিশিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে তিনি ছুঁড়ে দিয়েছেন ‘কৃতজ্ঞতার বার্তা’ ৷
এদিন এই বিষয়ে দু’টি টুইট করেছেন পিকে ৷ প্রথমটিতে তিনি কটাক্ষ করে মোদি সরকারের এই সিদ্ধান্তকে মাস্টারস্ট্রোক হিসেবে উল্লেখ করেছেন ৷ তাঁর বক্তব্য, করোনা মোকবিলায় ব্যর্থ সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়ে সহানুভূতি আদায় করার চেষ্টা করছে ৷
-
- Be grateful to #PMCares for PROMISE of free education; a RIGHT guaranteed by the Constitution/RTE
— Prashant Kishor (@PrashantKishor) May 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
- Thank @PMOIndia for ASSURANCE to be enrolled in Ayushman Bharat that supposedly covers healthcare needs of 50Cr Indians but only FAILED to provide bed/oxygen when needed (2/2)
">- Be grateful to #PMCares for PROMISE of free education; a RIGHT guaranteed by the Constitution/RTE
— Prashant Kishor (@PrashantKishor) May 30, 2021
- Thank @PMOIndia for ASSURANCE to be enrolled in Ayushman Bharat that supposedly covers healthcare needs of 50Cr Indians but only FAILED to provide bed/oxygen when needed (2/2)- Be grateful to #PMCares for PROMISE of free education; a RIGHT guaranteed by the Constitution/RTE
— Prashant Kishor (@PrashantKishor) May 30, 2021
- Thank @PMOIndia for ASSURANCE to be enrolled in Ayushman Bharat that supposedly covers healthcare needs of 50Cr Indians but only FAILED to provide bed/oxygen when needed (2/2)
একই সঙ্গে তাঁর কটাক্ষ, এখন সাহায্য পাওয়ার বদলে 18 বছর বয়স হওয়ার পর যে বৃত্তি পাওয়া যাবে এটা ভেবেই শিশুদের এখন ইতিবাচক মনোভাব নিতে হবে ৷
এই নিয়ে দ্বিতীয় টুইটে করোনায় অনাথ হয়ে যাওয়া শিশুদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার বিষয়টি নিয়ে মোদি সরকারের সমালোচনা করেছেন প্রশান্ত ৷ তাঁর বক্তব্য, বিনামূল্যে শিক্ষার অধিকার সংবিধান স্বীকৃত ৷
আরও পড়ুন : দেশে দশগুণ বেশি মেডিক্যাল অক্সিজেন উৎপাদন হচ্ছে, মন কি বাতে বললেন মোদি
শনিবারের ঘোষণায় ওই শিশুদের আয়ুষ্মান ভারত প্রকল্পে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার কথা বলা হয়েছে ৷ এই নিয়ে প্রশান্ত কিশোর লিখেছেন, প্রধানমন্ত্রীর দফতরকে ধন্যবাদ যে আয়ুষ্মান ভারতে অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়েছে বলে ৷ যে প্রকল্প 50 কোটি ভারতীয়কে স্বাস্থ্যসুরক্ষা দেওয়ার জন্য তৈরি হয়েছে ৷ অথচ প্রয়োজনের সময় বেড, অক্সিজেন পাওয়া যাচ্ছে না ৷