নয়াদিল্লি, 26 এপ্রিল: প্রয়াত পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল ৷ মঙ্গলবার মোহালির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় শিরোমণি অকালি দলের এই প্রবীণ নেতার ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল 95 ৷ তাঁর জীবনাবসানকে 'ব্যক্তিগত ক্ষতি' হিসাবে বর্ণনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইট করে তিনি লেখেন, প্রয়াত প্রকাশ সিং বাদল ভারতীয় রাজনীতির একজন বিশাল ব্যক্তিত্ব ৷ জাতির জন্য তাঁর অবদান অবিস্মরণীয় ৷
-
Shri Parkash Singh Badal’s passing away is a personal loss for me. I have interacted closely with him for many decades and learnt so much from him. I recall our numerous conversations, in which his wisdom was always clearly seen. Condolences to his family and countless admirers. pic.twitter.com/YtD9xKsos2
— Narendra Modi (@narendramodi) April 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Shri Parkash Singh Badal’s passing away is a personal loss for me. I have interacted closely with him for many decades and learnt so much from him. I recall our numerous conversations, in which his wisdom was always clearly seen. Condolences to his family and countless admirers. pic.twitter.com/YtD9xKsos2
— Narendra Modi (@narendramodi) April 25, 2023Shri Parkash Singh Badal’s passing away is a personal loss for me. I have interacted closely with him for many decades and learnt so much from him. I recall our numerous conversations, in which his wisdom was always clearly seen. Condolences to his family and countless admirers. pic.twitter.com/YtD9xKsos2
— Narendra Modi (@narendramodi) April 25, 2023
প্রধানমন্ত্রী আরও লেখেন, "প্রকাশ সিং বাদলের মৃত্যু আমার জন্য ব্যক্তিগত ক্ষতি ৷ আমি বহু দশক ধরে তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রেখেছিলাম ৷ তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি" ৷ প্রধানমন্ত্রী আরও জানান, প্রকাশ সিং বাদলের সঙ্গে বহু কথোপকথন তাঁর মনে পড়ে যাচ্ছে ৷ সেই সমস্ত কথোপকথন থেকে প্রয়াত নেতার জ্ঞানের গভীরতা সর্বদা স্পষ্ট বোঝা যেত ৷ তাঁর পরিবার এবং অগণিত ভক্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ শ্বাসকষ্টজনিত কারণে বাদলকে এক সপ্তাহ আগে মোহালির একটি হাসপাতালে ভরতি করা হয় ৷ মঙ্গলবার রাত ৮টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷
-
Shri Prakash Singh Badal ji was a political stalwart who played a significant role in Punjab politics for many decades. In his long political and administrative career, he made several noteworthy contributions towards the welfare of farmers and other weaker sections of our…
— Rajnath Singh (@rajnathsingh) April 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Shri Prakash Singh Badal ji was a political stalwart who played a significant role in Punjab politics for many decades. In his long political and administrative career, he made several noteworthy contributions towards the welfare of farmers and other weaker sections of our…
— Rajnath Singh (@rajnathsingh) April 25, 2023Shri Prakash Singh Badal ji was a political stalwart who played a significant role in Punjab politics for many decades. In his long political and administrative career, he made several noteworthy contributions towards the welfare of farmers and other weaker sections of our…
— Rajnath Singh (@rajnathsingh) April 25, 2023
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও পঞ্জাবের এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ৷ তিনি লেখেন, "শ্রীপ্রকাশ সিং বাদলজি একজন রাজনৈতিক নেতা ছিলেন ৷ তিনি বহু দশক ধরে পঞ্জাবের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ৷" রাজনাথের মতে, প্রকাশ সিং বাদল তাঁর দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক কর্মজীবনে কৃষক এবং সমাজের অন্য দুর্বল শ্রেণির কল্যাণে বেশ কিছু উল্লেখযোগ্য অবদান রেখেছেন ৷ আর তাই প্রতিরক্ষা মন্ত্রী তাঁকে 'মাটির সন্তান' বলে উল্লেখ করেন ৷ তিনি সারাজীবন তাঁর শিকড়ের সঙ্গে যুক্ত ছিলেন ৷ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী আরও লেখেন, "বিভিন্ন বিষয়ে তাঁর সঙ্গে আমার কথাবার্তা হয়েছে ৷ তা স্মরণ করছি ৷ তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ৷ তাঁর মৃত্যুতে আমার ব্যক্তিগত ক্ষতি হল ৷ তাঁর শোকাহত পরিবার ও সমর্থকদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল ৷"
-
पूर्व मुख्यमंत्री प्रकाश सिंह बादल के निधन का दुखद समाचार मिला... वाहेगुरु दिवंगत आत्मा को अपने चरणों में स्थान दें और परिवार को दुख सहने की शक्ति दें..
— Bhagwant Mann (@BhagwantMann) April 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
वाहेगुरु
वाहेगुरु
">पूर्व मुख्यमंत्री प्रकाश सिंह बादल के निधन का दुखद समाचार मिला... वाहेगुरु दिवंगत आत्मा को अपने चरणों में स्थान दें और परिवार को दुख सहने की शक्ति दें..
— Bhagwant Mann (@BhagwantMann) April 25, 2023
वाहेगुरु
वाहेगुरुपूर्व मुख्यमंत्री प्रकाश सिंह बादल के निधन का दुखद समाचार मिला... वाहेगुरु दिवंगत आत्मा को अपने चरणों में स्थान दें और परिवार को दुख सहने की शक्ति दें..
— Bhagwant Mann (@BhagwantMann) April 25, 2023
वाहेगुरु
वाहेगुरु
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেন ৷ তিনি লেখেন, "প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের মৃত্যুর দুঃখজনক সংবাদ পেয়েছি... ওয়াহেগুরু তাঁর আত্মাকে যেন তাঁর পদতলে স্থান দিন ৷ তাঁর পরিবারকে এই ক্ষতি সহ্য করার শক্তি দিন ৷" এর পাশাপাশি অন্য রাজনৈতিক দলের নেতা-নেত্রীরাও প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন।
আরও পড়ুন: প্রয়াত পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর