ময়ুরভঞ্জ, 6 মে: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ চলাকালীন নজিরবিহীন বিদ্যুত বিভ্রাট ৷ ওড়িশা সফরের শেষদিন শনিবার একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রায় পাঁচ মিনিট অন্ধকার মঞ্চে ভাষণ দিলেন রাষ্ট্রপতি ৷ এদিন মহারাজা শ্রীরাম চন্দ্র ভঞ্জ দেও (এমএসসিবি) বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বক্তৃতা চলাকালীন আচমকা বিদ্যুৎ বিভ্রাট ঘটে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম অন্ধকারে ডুবে যায়। বিদ্যুৎ বিভ্রাটের কারণে অবশ্য বক্তব্য থামাননি রাষ্ট্রপতি ৷
রাষ্ট্রপতি মুর্মু তিন দিনের ওড়িশা সফরে নিজের জেলা ময়ূরভঞ্জে এসেছিলেন শনিবার ৷ সফরের এদিন ছিল শেষদিন। এদিনের কর্মসূচি অনুযায়ী রাষ্ট্রপতি মহারাজা শ্রীরাম চন্দ্র ভঞ্জ দেও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন। এদিন বিশ্ববিদ্য়ালয়ের প্রেক্ষাগৃহের মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও এই ঘটনায় রাষ্ট্রপতিকে বিচলিত দেখায়নি ৷ বরং অন্ধকারেই তাঁর বক্তৃতা চালিয়ে যান মুর্মু ৷ সেইসঙ্গে, গোটা ঘটনায় রাষ্ট্রপতি তাঁর অসন্তোষের কথাটি যথাসম্ভব মনোমুগ্ধকর উপায়ে বর্ণনাও করেন। তবে রাষ্ট্রপতির অনুষ্ঠানের মাঝে এমন বিদ্যুৎ বিভ্রাটের জেরে তাঁর নিরপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে ৷
তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি মুর্মু তাঁর বক্তৃতা শুরু করার ঠিক প্রায় 9 মিনিটের মাথায় অন্ধকার হয়ে যায় প্রেক্ষাগৃহ। এদিন সকাল 11টা 56 মিনিট থেকে দুপুর 12টা পর্যন্ত প্রায় চার মিনিটের মতো প্রেক্ষাগৃহে বিদ্যুৎ সংযোগ ছিল না অডিটোরিয়ামে। বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি অবশ্য পরে ওড়িশা সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগ নিশ্চিত করেছে। সেইসঙ্গে, রাষ্ট্রপতির পোডিয়ামের আলো ঠিক ছিল বলেও দাবি করা হয় সংশ্লিষ্ট বিভাগের তরফে ৷ পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় রাষ্ট্রপতির অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সরকারের সংশ্লিষ্ট বিভাগ ৷ এদিন সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বক্তব্যে জানান, উদারতা এবং সহযোগিতার মাধ্যমে একটি সুস্থ সমাজ গড়ে তোলা যেতে পারে ৷ তিনি বলেন, "শিক্ষার্থীদের শুধু নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্য নয়, সমাজ ও দেশের কল্যাণের কথাও ভাবতে হবে।"
রাষ্ট্রপতি মুর্মু মহারাজা শ্রীরাম চন্দ্র ভঞ্জ দেও বিশ্ববিদ্যালয়ের 12তম সমাবর্তনে যোগ দিয়ে বলেন, "মানুষের মধ্যে প্রতিযোগিতার অনুভূতি স্বাভাবিক ৷ কিন্তু আপনি (ছাত্ররা) জীবনে এগিয়ে যাওয়ার সময় যদি পিছনে ফিরে তাকান, তখন দেখবেন যে সমাজের কিছু মানুষ আপনার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেনি।" বঞ্চিত মানুষের হাত ধরে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের পরামর্শও দেন তিনি।