আগ্রা, 8 নভেম্বর : আলুচাষিকে গুলি করে খুন আগ্রায় ৷ মৃতের নাম মহেন্দ্র সিং ৷ গতরাতে আগ্রার গারহি সাহজাতে কয়েকজন দুষ্কৃতী মিলে ওই ব্যক্তিকে গুলি করে খুন করে ৷
মহেন্দ্র সিং জমিতে একটি নির্মীয়মাণ টিউবওয়েলের পাশে ঘুমাচ্ছিলেন ৷ আজ সকালে চা নিয়ে গেলে তাঁর রক্তাক্ত মৃতদেহ দেখতে পান ছেলে অনিল ৷ এরপর সে পুলিশকে খবর দেন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে আগ্রার এতমাদপুর এলাকার পুলিশ ৷ ঘটনার তদন্তে নেমেছে এতমাদপুরের পুলিশ অফিসার অর্চনা সিং ৷
পুলিশ জানিয়েছে, মহেন্দ্র সিংকে তাঁর কানের নিচে গুলি করা হয় ৷ ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয় ৷ দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ ৷