ETV Bharat / bharat

Poor Air Quality in Delhi: দিল্লিতে বাড়ছে দূষণের মাত্রা, দূষণ নিয়ন্ত্রক কমিশমের নির্দেশ বন্ধ হল 228টি কারখানা

আরও খারাপ হচ্ছে রাজধানী দিল্লির দূষণ পরিস্থিতি (Poor Air Quality in Delhi) ৷ সেই সঙ্গে এনসিআর অঞ্চলেও পরিস্থিতি সঙ্কটজনক হয়ে উঠছে ৷ যেখানে নয়ডায় এয়ার কোয়ালিটি ইনডেক্স 300 পেরিয়ে গিয়েছে (AQI of Gurugram and Noida deteriorate) ৷ এই পরিস্থিতিতে এনসিআর অঞ্চলে দূষণবিধি না মানায় 228টি কারখানা বন্ধ করে দিয়েছে দূষণ নিয়ন্ত্রক কমিশন (CAQM Orders to Close 228 Industrial Units) ৷

Poor Air Quality in Delhi
দিল্লিতে বাড়ছে দূষণের মাত্রা
author img

By

Published : Dec 10, 2021, 11:24 AM IST

নয়াদিল্লি, 10 ডিসেম্বর : শুক্রবারেও রাজধানী দিল্লির বাতাসে দূষণের মাত্রা অত্যন্ত বেশি ৷ এদিন সকাল 7.40 মিনিট নাগাদ সর্বোপরি দিল্লির বায়ু দূষণের মাত্রা ছিল 293, যা বাতাসের দূষণ সূচক অনুযায়ী খারাপ (Poor Air Quality in Delhi) ৷ এমনটাই জানিয়েছে সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফরকাস্টিং অ্যান্ড রিসার্চ ৷ সেই সঙ্গে এনসিআর অঞ্চলের নয়ডা এবং গুরগাওঁ এলাকায় বায়ু দূষণের মাত্রা আরও বেড়েছে ৷

শুক্রবার সকালে নয়ডার এয়ার কোয়ালিটি ইনডেক্স 306 ছিল, যা অত্যন্ত খারাপের পর্যায়ে পড়ছে ৷ গুরগাওঁ-তে এয়ার কোয়ালিটি ইনডেক্স 249 পয়েন্ট ছিল (AQI of Gurugram and Noida deteriorate) ৷ প্রসঙ্গত, বাতাসের দূষণের মাত্রা শূন্য থেকে 50-এর মধ্যে থাকলে, সেই পরিস্থিতিতে ভাল হিসেবে ধরা হয় ৷ দূষমের মাত্রা 51 থেকে 100-র মধ্যে হলে সন্তোষজনক পরিস্থিতি, 101 থেকে 200-র মধ্যে হলে মডারেট বা আশঙ্কাজনক ৷ 201 থেকে 300-র মধ্যে বাতাসের দূষণের মাত্রা পৌঁছে গেলে পরিস্থিতি খারাপ বলে ধরা হয় ৷ 301 থেকে 400 খুব খারাপ এবং দূষণের মাত্রা 401 থেকে 500 বা তার বেশি হলে তা বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয় ৷

আরও পড়ুন : Delhi Schools Closed : সুপ্রিম কোর্টে ধমক খেয়ে স্কুল বন্ধ রাখার নির্দেশিকা দিল্লি সরকারের

আর এই বাড়তে থাকা দূষণের মাত্রার জেরে কমিশন অফ এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (CAQM) দিল্লি ও এনসিআর অঞ্চলের শিল্প তালুকগুলির 228টি বিভাগ বন্ধ করার নির্দেশ দিয়েছে (CAQM Orders to Close 228 Industrial Units) ৷ দিল্লি ও এনসিআর এলাকায় 7 ডিসেম্বর পর্যন্ত মোট 1215টি কারখানায় অভিযান চালিয়েছে কমিশনের আধিকারিকরা, যার মধ্যে 228টি কারখানায় দূষণের মাত্রা সবচেয়ে বেশি এবং দূষণ সংক্রান্ত নির্দেশিকা এই কারখানাগুলিতে মানা হচ্ছে না ৷

আরও পড়ুন : Delhi Pollution : দিল্লির দূষণে লকডাউন সাময়িক টোটকা, মত পরিবেশবিদদের

কমিশনের তরফে কাজ বন্ধ করে দেওয়া কারখানাগুলি দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থানের বলে জানানো হয়েছে ৷ প্রসঙ্গত, কমিশনের তরফে মোট 40টি ফ্লাই স্কোয়াড তৈরি করা হয়েছে ৷ যাদের কাজ হবে, দিল্লি এবং এনসিআর এলাকার কল-কারখানাগুলিতে ঘুর ঘুরে পরিস্থিতি যাচাই করা এবং সেই সঙ্গে বায়ু দূষণ নিয়ন্ত্রক কমিশনের নির্দেশিকা পালন করা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখা ৷

নয়াদিল্লি, 10 ডিসেম্বর : শুক্রবারেও রাজধানী দিল্লির বাতাসে দূষণের মাত্রা অত্যন্ত বেশি ৷ এদিন সকাল 7.40 মিনিট নাগাদ সর্বোপরি দিল্লির বায়ু দূষণের মাত্রা ছিল 293, যা বাতাসের দূষণ সূচক অনুযায়ী খারাপ (Poor Air Quality in Delhi) ৷ এমনটাই জানিয়েছে সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফরকাস্টিং অ্যান্ড রিসার্চ ৷ সেই সঙ্গে এনসিআর অঞ্চলের নয়ডা এবং গুরগাওঁ এলাকায় বায়ু দূষণের মাত্রা আরও বেড়েছে ৷

শুক্রবার সকালে নয়ডার এয়ার কোয়ালিটি ইনডেক্স 306 ছিল, যা অত্যন্ত খারাপের পর্যায়ে পড়ছে ৷ গুরগাওঁ-তে এয়ার কোয়ালিটি ইনডেক্স 249 পয়েন্ট ছিল (AQI of Gurugram and Noida deteriorate) ৷ প্রসঙ্গত, বাতাসের দূষণের মাত্রা শূন্য থেকে 50-এর মধ্যে থাকলে, সেই পরিস্থিতিতে ভাল হিসেবে ধরা হয় ৷ দূষমের মাত্রা 51 থেকে 100-র মধ্যে হলে সন্তোষজনক পরিস্থিতি, 101 থেকে 200-র মধ্যে হলে মডারেট বা আশঙ্কাজনক ৷ 201 থেকে 300-র মধ্যে বাতাসের দূষণের মাত্রা পৌঁছে গেলে পরিস্থিতি খারাপ বলে ধরা হয় ৷ 301 থেকে 400 খুব খারাপ এবং দূষণের মাত্রা 401 থেকে 500 বা তার বেশি হলে তা বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয় ৷

আরও পড়ুন : Delhi Schools Closed : সুপ্রিম কোর্টে ধমক খেয়ে স্কুল বন্ধ রাখার নির্দেশিকা দিল্লি সরকারের

আর এই বাড়তে থাকা দূষণের মাত্রার জেরে কমিশন অফ এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (CAQM) দিল্লি ও এনসিআর অঞ্চলের শিল্প তালুকগুলির 228টি বিভাগ বন্ধ করার নির্দেশ দিয়েছে (CAQM Orders to Close 228 Industrial Units) ৷ দিল্লি ও এনসিআর এলাকায় 7 ডিসেম্বর পর্যন্ত মোট 1215টি কারখানায় অভিযান চালিয়েছে কমিশনের আধিকারিকরা, যার মধ্যে 228টি কারখানায় দূষণের মাত্রা সবচেয়ে বেশি এবং দূষণ সংক্রান্ত নির্দেশিকা এই কারখানাগুলিতে মানা হচ্ছে না ৷

আরও পড়ুন : Delhi Pollution : দিল্লির দূষণে লকডাউন সাময়িক টোটকা, মত পরিবেশবিদদের

কমিশনের তরফে কাজ বন্ধ করে দেওয়া কারখানাগুলি দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থানের বলে জানানো হয়েছে ৷ প্রসঙ্গত, কমিশনের তরফে মোট 40টি ফ্লাই স্কোয়াড তৈরি করা হয়েছে ৷ যাদের কাজ হবে, দিল্লি এবং এনসিআর এলাকার কল-কারখানাগুলিতে ঘুর ঘুরে পরিস্থিতি যাচাই করা এবং সেই সঙ্গে বায়ু দূষণ নিয়ন্ত্রক কমিশনের নির্দেশিকা পালন করা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.