দিল্লি, 15 নভেম্বর : গতবারের তুলনায় এই বছর দীপাবলিতে রাজধানীর দূষণের মাত্রা বেশি ছিল । কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে । উৎসবের মরশুমে শুকনো খড় জ্বালানো ও প্রতিকূল আবহাওয়া এই দূষণের মাত্রা বাড়ার অন্যতম কারণ হিসাবে বলছে CPCB-র রিপোর্ট ।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের এই বিশেষ রিপোর্টে বলা হয়েছে গত বছরের তুলনায় এই বছরের দীপাবলিতে পরিবেশে প্রায় সবক'টি দূষকের মাত্রাই বেশি ছিল ।
রিপোর্টে বলা হয়েছে, " 2019 সালে দীপাবলি ছিল অক্টোবর মাসের শেষ সপ্তাহে । কিন্তু এই বছর দীপাবলি পালিত হচ্ছে নভেম্বরের মাঝামাঝি । ফলে বর্তমানের আবহাওয়া দূষকের মাত্রা কমানোর জন্য গতবারের তুলনায় অনেকটাই প্রতিকূল ।"
এই বছর দীপাবলির দিনে শুকনো খড়কুটো জ্বালানোর কারণে দিল্লিতে PM 2.5 এর ঘনত্ব ছিল 32 শতাংশ । গতবছরের দীপাবলিতে এটি 19 শতাংশ । ফলে এই বছর PM 2.5 -এর ঘনত্ব বাড়ার পিছনে অন্যতম কারণ শুকনো খড়কুটো জ্বালানো । কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ার পিছনেও রয়েছে একই কারণ ।
নিষেধাজ্ঞা থাকা সত্বেও বাজি ফাটানো এবং শুকনো খড়কুটো জ্বালানোর কারণে এই বছর দীপাবলিতে রাজধানীর বেশ কিছু জায়গায় বাতাসের গুণগত মান অত্যাধিক পরিমাণে খারাপ হয়ে গেছিল । দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটির তথ্য অনুযায়ী, শনিবার রাত 11 টায় আনন্দবিহারে বাতাসে PM 2.5 এর মাত্রা ছিল 481, ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় মাত্রা ছিল 444, লোধি রোড এলাকায় ছিল 414 এবং ITO এলাকায় ছিল 457 । বেশ কিছু জায়গায় ধোঁয়াশার ঘন আস্তারণ দেখা গেছিল । অন্যদিকে আনন্দবিহার এলাকায় PM 10 -এর মাত্রা ছিল 460, ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় মাত্রা ছিল 382, লোধি রোড এলাকায় ছিল 322 এবং ITO এলাকায় ছিল 415 ।