ETV Bharat / bharat

আজ রাজস্থানের 199 কেন্দ্রে ভোটগ্রহণ, মরুরাজ্যে যুযুধান বিজেপি-কংগ্রেস - বিধায়ক গুরমিত সিং কুনার

Polling to be held in Rajasthan on Saturday. 23 নভেম্বর রাজ্যে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল ৷ যদিও রাজ্যে ব্যাপক হারে বিয়ে এবং সামাজিক অনুষ্ঠান থাকার জেরে নির্বাচন কমিশন 23 তারিখের পরিবর্তে 25 নভেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারিত করে ৷ রাজ্যের মোট 200টি আসনের মধ্যে 199টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ৷ কংগ্রেস প্রার্থী এবং বর্তমান বিধায়ক গুরমিত সিং কুনারের মৃত্যুর পর করণপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচন স্থগিত করেছে কমিশন ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 10:49 PM IST

Updated : Nov 25, 2023, 6:33 AM IST

জয়পুর, 24 নভেম্বর: আজ রাজস্থান বিধানসভা নির্বাচনের জন্য ভোটগ্রহণ ৷ সকাল সাতটা থেকে শুরু রাজ্যের ভোটগ্রহণ পর্ব। প্রায় 52.5 মিলিয়ন ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন বলেই নির্বাচন কমিশন সূত্রের খবর ৷

এর আগে, 23 নভেম্বর রাজ্যে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল ৷ যদিও রাজ্যে ব্যাপক হারে বিয়ে এবং সামাজিক অনুষ্ঠান থাকার জেরে নির্বাচন কমিশন 23 তারিখের পরিবর্তে 25 নভেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারিত করে ৷ রাজ্যের মোট 200টি আসনের মধ্যে 199টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ৷ কংগ্রেস প্রার্থী এবং বর্তমান বিধায়ক গুরমিত সিং কুনারের মৃত্যুর পর করণপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচন স্থগিত করেছে কমিশন ৷ ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং কংগ্রেসের মতো প্রধান দুই রাজনৈতিক দল ছাড়াও, বহুজন সমাজ পার্টি (বিএসপি) এবং আম আদমি পার্টি (আপ)-ও বেশ কিছু আসনে তাদের প্রার্থী দিয়েছে। রাজস্থানে অবশ্য এক দফাতেই নির্বাচন হচ্ছে ৷ ফলাফল ঘোষণা হবে 3 ডিসেম্বর।

রাজস্থানে সাধারণত দেখা গিয়েছে, প্রতি পাঁচ বছর অন্তর ক্ষমতাসীন দলকে সরে যেতে হয়েছে জনতার রায়ে ৷ মানুষের ভোট দেওয়ার সেই ঐতিহ্য যদি একইভাবে বজায় থাকে তবে কংগ্রেস রাজ্যের নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে ৷ অন্যদিকে, বিরোধী বিজেপি পালটা লড়াইও করছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত তিনবার মুখ্যমন্ত্রী পদে বসেছেন ৷ তিনি এবারও সর্দারপুরা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 199টি আসনের মধ্যে 25টি আসন তফসিলি জাতি, 34টি তপশিলি উপজাতি এবং 144টি সাধারণ বিভাগের জন্য সংরক্ষিত। বর্তমান রাজস্থান বিধানসভার মেয়াদ আগামী 14 জানুয়ারী 2024-এ শেষ হতে চলেছে ৷ এবার মোট এক হাজার 863 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷

কংগ্রেস পাঁচটি 'গ্যারান্টি' এবং বর্তমান সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলির উপর নির্ভর করেই মূলত লড়াইয়ের ময়দানে নেমেছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তার উপর আশা জাগানোর পাশাপাশি, বিজেপি ক্রমবর্ধমান রাজ্য সরকার এবং শাসকদলের দুর্নীতি, রাজ্যের বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরই বেশি জোর দিচ্ছে প্রচারে। এছাড়াও, দল কংগ্রেসের মধ্যে অন্তর্দ্বন্দ্বের সুবিধা নেওয়ারও চেষ্টা করছে ৷ মূলত গেহলত এবং শচীন পাইলটকে টার্গেট করে প্রচার চালাচ্ছে।

অন্যদিকে নির্বাচনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য প্রায় 700 কোম্পানি পুলিশ, হোম গার্ড এবং আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন ও সিবিআইকে নোটিশ সুপ্রিম কোর্টের

রাহুলকে শো'কজ কমিশনের ! 'পনৌতি' ও 'পকেটমার' শব্দে দোষ দেখছে না কংগ্রেস

জয়পুর, 24 নভেম্বর: আজ রাজস্থান বিধানসভা নির্বাচনের জন্য ভোটগ্রহণ ৷ সকাল সাতটা থেকে শুরু রাজ্যের ভোটগ্রহণ পর্ব। প্রায় 52.5 মিলিয়ন ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন বলেই নির্বাচন কমিশন সূত্রের খবর ৷

এর আগে, 23 নভেম্বর রাজ্যে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল ৷ যদিও রাজ্যে ব্যাপক হারে বিয়ে এবং সামাজিক অনুষ্ঠান থাকার জেরে নির্বাচন কমিশন 23 তারিখের পরিবর্তে 25 নভেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারিত করে ৷ রাজ্যের মোট 200টি আসনের মধ্যে 199টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ৷ কংগ্রেস প্রার্থী এবং বর্তমান বিধায়ক গুরমিত সিং কুনারের মৃত্যুর পর করণপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচন স্থগিত করেছে কমিশন ৷ ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং কংগ্রেসের মতো প্রধান দুই রাজনৈতিক দল ছাড়াও, বহুজন সমাজ পার্টি (বিএসপি) এবং আম আদমি পার্টি (আপ)-ও বেশ কিছু আসনে তাদের প্রার্থী দিয়েছে। রাজস্থানে অবশ্য এক দফাতেই নির্বাচন হচ্ছে ৷ ফলাফল ঘোষণা হবে 3 ডিসেম্বর।

রাজস্থানে সাধারণত দেখা গিয়েছে, প্রতি পাঁচ বছর অন্তর ক্ষমতাসীন দলকে সরে যেতে হয়েছে জনতার রায়ে ৷ মানুষের ভোট দেওয়ার সেই ঐতিহ্য যদি একইভাবে বজায় থাকে তবে কংগ্রেস রাজ্যের নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে ৷ অন্যদিকে, বিরোধী বিজেপি পালটা লড়াইও করছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত তিনবার মুখ্যমন্ত্রী পদে বসেছেন ৷ তিনি এবারও সর্দারপুরা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 199টি আসনের মধ্যে 25টি আসন তফসিলি জাতি, 34টি তপশিলি উপজাতি এবং 144টি সাধারণ বিভাগের জন্য সংরক্ষিত। বর্তমান রাজস্থান বিধানসভার মেয়াদ আগামী 14 জানুয়ারী 2024-এ শেষ হতে চলেছে ৷ এবার মোট এক হাজার 863 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷

কংগ্রেস পাঁচটি 'গ্যারান্টি' এবং বর্তমান সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলির উপর নির্ভর করেই মূলত লড়াইয়ের ময়দানে নেমেছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তার উপর আশা জাগানোর পাশাপাশি, বিজেপি ক্রমবর্ধমান রাজ্য সরকার এবং শাসকদলের দুর্নীতি, রাজ্যের বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরই বেশি জোর দিচ্ছে প্রচারে। এছাড়াও, দল কংগ্রেসের মধ্যে অন্তর্দ্বন্দ্বের সুবিধা নেওয়ারও চেষ্টা করছে ৷ মূলত গেহলত এবং শচীন পাইলটকে টার্গেট করে প্রচার চালাচ্ছে।

অন্যদিকে নির্বাচনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য প্রায় 700 কোম্পানি পুলিশ, হোম গার্ড এবং আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন ও সিবিআইকে নোটিশ সুপ্রিম কোর্টের

রাহুলকে শো'কজ কমিশনের ! 'পনৌতি' ও 'পকেটমার' শব্দে দোষ দেখছে না কংগ্রেস

Last Updated : Nov 25, 2023, 6:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.