ETV Bharat / bharat

Rajasthan Congress Crisis: মুখ্যমন্ত্রী পদে শচীন পাইলটকে মানতে নারাজ, ইস্তফার হুমকি গেহলত শিবিরের 92 বিধায়কের - রাজস্থান সরকারে সংকট

ফের টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে রাজস্থানের কংগ্রেস সরকারের অন্দরে (Crisis in Rajasthan Congress Govt) ৷ এবারও বিবাদ সেই শচীন পাইলট ও মুখ্যমন্ত্রী অশোক গেহলত গোষ্ঠীর মধ্যে ৷ এই টানাপোড়েনের মধ্যেই ইস্তফা দেওয়ার হুমকি দিয়েছেন গেহলত শিবিরের 92 জন বিধায়ক ৷

Rajasthan Congress Crisis
Etv Bharat
author img

By

Published : Sep 25, 2022, 10:10 PM IST

Updated : Sep 25, 2022, 10:47 PM IST

জয়পুর, 25 সেপ্টেম্বর: ফের টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে রাজস্থানের কংগ্রেস সরকারের অন্দরে (Crisis in Rajasthan Congress Govt) ৷ এবারও বিবাদ সেই শচীন পাইলট ও মুখ্যমন্ত্রী অশোক গেহলত গোষ্ঠীর মধ্যে ৷ এই টানাপোড়েনের মধ্যেই ইস্তফা দেওয়ার হুমকি দিয়েছেন গেহলত শিবিরের 92 জন বিধায়ক ৷ শচীন পাইলটকে তাঁরা মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নেবেন না বলে জানিয়েছেন এই বিক্ষুব্ধ বিধায়করা (Rajasthan Congress Crisis) ৷ ইস্তফা দিতে রবিবার রাতেই এই বিধায়করা পৌঁছে যান বিধানসভার স্পিকার সিপি জোশীর কাছে (Ashok Gehlot supporters MLAs threaten to resign) ৷

উল্লেখ্য, কংগ্রেস সভাপতি নির্বাচনে লড়তে চলেছেন অশোক গেহলত (Rajasthan CM Ashok Gehlot) ৷ সেক্ষেত্রে মনোনয়ন জমা দেওয়ার আগে ইস্তফা দিতে হবে রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে ৷ সেক্ষেত্রে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী পদে এগিয়ে থাকছেন শচীন পাইলট ৷ সূত্রের খবর, গেহলট শিবিরের বিধায়করা শচীনকে মুখ্যমন্ত্রী পদে মানতে নারাজ ৷ তাই কিছুটা অভিমানি হয়েই অশোক গেহলটের উপর চাপ বাড়াতে তাঁর ঘনিষ্ট 92 জন বিধায়ক ইস্তফার হুমকি দিয়েছেন ৷

আরও পড়ুন: হরিয়ানায় বিরোধী সমাবেশ, বিজেপি'কে আক্রমণ তেজস্বী-নীতীশের

দলের বিধায়ক প্রতাপ সিং খাচারিয়াওয়াস জানিয়েছেন, সিদ্ধান্ত নেওয়ার আগে বিধায়কদের সঙ্গে আলোচনা করেননি অশোক গেহলত ৷ দলীয় বিধায়কদের কথা শোনা উচিত ছিল তাঁর ৷ এদিন সন্ধ্যায় গেহলতের বাসভবনে কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠক হওয়ার কথা ছিল ৷ কিন্তু তাঁর আগেই প্রায় 56 জন বিধায়ক রাজ্যের মন্ত্রী শান্তি ধারিওয়ালের বাড়িতে বৈঠক করেন ৷ সেই বৈঠকের পরেই 92 জন কংগ্রেস বিধায়কের ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশের বিষয়টি সামনে আসে ৷

জয়পুর, 25 সেপ্টেম্বর: ফের টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে রাজস্থানের কংগ্রেস সরকারের অন্দরে (Crisis in Rajasthan Congress Govt) ৷ এবারও বিবাদ সেই শচীন পাইলট ও মুখ্যমন্ত্রী অশোক গেহলত গোষ্ঠীর মধ্যে ৷ এই টানাপোড়েনের মধ্যেই ইস্তফা দেওয়ার হুমকি দিয়েছেন গেহলত শিবিরের 92 জন বিধায়ক ৷ শচীন পাইলটকে তাঁরা মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নেবেন না বলে জানিয়েছেন এই বিক্ষুব্ধ বিধায়করা (Rajasthan Congress Crisis) ৷ ইস্তফা দিতে রবিবার রাতেই এই বিধায়করা পৌঁছে যান বিধানসভার স্পিকার সিপি জোশীর কাছে (Ashok Gehlot supporters MLAs threaten to resign) ৷

উল্লেখ্য, কংগ্রেস সভাপতি নির্বাচনে লড়তে চলেছেন অশোক গেহলত (Rajasthan CM Ashok Gehlot) ৷ সেক্ষেত্রে মনোনয়ন জমা দেওয়ার আগে ইস্তফা দিতে হবে রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে ৷ সেক্ষেত্রে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী পদে এগিয়ে থাকছেন শচীন পাইলট ৷ সূত্রের খবর, গেহলট শিবিরের বিধায়করা শচীনকে মুখ্যমন্ত্রী পদে মানতে নারাজ ৷ তাই কিছুটা অভিমানি হয়েই অশোক গেহলটের উপর চাপ বাড়াতে তাঁর ঘনিষ্ট 92 জন বিধায়ক ইস্তফার হুমকি দিয়েছেন ৷

আরও পড়ুন: হরিয়ানায় বিরোধী সমাবেশ, বিজেপি'কে আক্রমণ তেজস্বী-নীতীশের

দলের বিধায়ক প্রতাপ সিং খাচারিয়াওয়াস জানিয়েছেন, সিদ্ধান্ত নেওয়ার আগে বিধায়কদের সঙ্গে আলোচনা করেননি অশোক গেহলত ৷ দলীয় বিধায়কদের কথা শোনা উচিত ছিল তাঁর ৷ এদিন সন্ধ্যায় গেহলতের বাসভবনে কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠক হওয়ার কথা ছিল ৷ কিন্তু তাঁর আগেই প্রায় 56 জন বিধায়ক রাজ্যের মন্ত্রী শান্তি ধারিওয়ালের বাড়িতে বৈঠক করেন ৷ সেই বৈঠকের পরেই 92 জন কংগ্রেস বিধায়কের ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশের বিষয়টি সামনে আসে ৷

Last Updated : Sep 25, 2022, 10:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.