ETV Bharat / bharat

Pele Passed Away: প্রয়াত ফুটবলের সম্রাট, মন ভার রাজনীতির খেলোয়াড়দেরও - পেলে

কিংবদন্তি ফুটবলার পেলের প্রয়াণে (Pele Passed Away) শোকস্তব্ধ ভারতের রাজনৈতিক নেতা, নেত্রীরাও (Political Leaders of India) ৷ শোকবার্তায় (Condolences) সেকথা জানালেন তাঁরা ৷

Political Leaders of India show Condolences after Pele Passed Away
ফাইল ছবি ৷
author img

By

Published : Dec 30, 2022, 3:48 PM IST

কলকাতা, 30 ডিসেম্বর: হাসপাতালে দীর্ঘ লড়াইয়ের অবসান হল শুক্রবার ৷ ক্য়ানসারকে জয় করতে পারলেন না কিংবদন্তী ফুটবল খেলোয়াড় পেলে ৷ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বিশ্ব ক্রীড়ামহল ৷ ব্যতিক্রম নন ভারতের রাজনীতির খেলোয়াড়রাও (Political Leaders of India) ৷ পেলের প্রয়াণে (Pele Passed Away) তাঁদের অনেকেই শোকজ্ঞাপন (Condolences) করেছেন ৷

  • Pele, through his legendary performances & achievements, inspired countless people across the world.
    The news of his demise reminds me of our memorable meeting in 2015.
    My prayers & thoughts are with his family, friends & fans in these difficult times. May his soul rest in peace.

    — Mamata Banerjee (@MamataOfficial) December 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফুটবল সম্রাটের মৃত্যুতে শোকবার্তা প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তাতে তিনি লিখেছেন, "কিংবদন্তি ফুটবলার এডসন আরান্তেস দো নাসিমেন্তো (পেলে)-র প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি ৷ তিনি গতরাতে ব্রাজিলের সাও পাওলোয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ বয়স হয়েছিল 82 বছর ৷ ফুটবল সম্রাট পেলে ব্রাজিল জাতীয় দলের পক্ষে 1958, 1962 ও 1970 সালে তিনবার ফিফা বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করেন ৷ এছাড়া তিনি ব্রাজিলের ক্রীড়ামন্ত্রীর দায়িত্বও পালন করেছেন ৷ তিনি ছিলেন তৃতীয় বিশ্বের কোটি কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক ৷ 2015 সালে পেলে যখন কলকাতায় আসেন, তাঁর সঙ্গে আমার হৃদ্যতাপূর্ণ পরিচয় হয়েছিল ৷ পেলে নাইট অফ দি অর্ডার অফ রিও ব্রাঙ্কো, নাইট কম্যান্ডার অফ দি অর্ডার অফ দি ব্রিটিশ এম্পায়ার-সহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন ৷ তাঁর প্রয়াণ ক্রীড়া জগতে এক অসীম শূন্যতার সৃষ্টি করল ৷ আমি পেলের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি ৷" এদিন টুইটারেও একইভাবে নিজের শোকবার্তা পোস্ট করেছেন মমতা ৷

আরও পড়ুন: কাগজের বলে অনুশীলন থেকে ‘ফুটবল সম্রাটে’র শিরোপা, সংগ্রামী কেরিয়ার পেলের

পেলের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ টুইটারে তিনি লেখেন, "ফুটবল তার সর্বকালের সেরা এক দূতকে হারাল ৷ মাঠের ভিতর এবং মাঠের বাইরে, খেলোয়াড় ও কিংবদন্তি, এই দুই ভূমিকাতেই পেলে অত্যন্ত বিরল ৷ ওঁর পরিবার এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ওঁর অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল ৷"

  • The beautiful game has lost one of its greatest legends.

    Pelé was one of the most recognizable sportspersons who brought people together.

    I extend my deepest condolences to his family and millions of fans around the world. pic.twitter.com/1Jy5Rq7tsv

    — Mallikarjun Kharge (@kharge) December 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁর শোকবার্তায় লিখেছেন, "একটি সুন্দর খেলা তার অন্যতম সেরা কিংবদন্তিকে হারাল ৷ যে প্রসিদ্ধ খেলোয়াড়রা মানুষকে একজোট করেছিলেন, তাঁদের মধ্যে পেলে অন্যতম ৷ ওঁর পরিবার এবং বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ ভক্তের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি ৷"

পেলের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তরুণ রাজনীতিবিদ জিগনেশ মেবানিও ৷ টুইটে তিনি লিখেছেন, "পেলের মতো এক অসাধারণ ফুটবলারের প্রয়াণের খবর শুনে আমি শোকাহত ৷ ওঁর পরিবার, বন্ধু এবং বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ অনুরাগীর প্রতি আমার হার্দ্যিক সমবেদনা রইল ৷ "

কলকাতা, 30 ডিসেম্বর: হাসপাতালে দীর্ঘ লড়াইয়ের অবসান হল শুক্রবার ৷ ক্য়ানসারকে জয় করতে পারলেন না কিংবদন্তী ফুটবল খেলোয়াড় পেলে ৷ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বিশ্ব ক্রীড়ামহল ৷ ব্যতিক্রম নন ভারতের রাজনীতির খেলোয়াড়রাও (Political Leaders of India) ৷ পেলের প্রয়াণে (Pele Passed Away) তাঁদের অনেকেই শোকজ্ঞাপন (Condolences) করেছেন ৷

  • Pele, through his legendary performances & achievements, inspired countless people across the world.
    The news of his demise reminds me of our memorable meeting in 2015.
    My prayers & thoughts are with his family, friends & fans in these difficult times. May his soul rest in peace.

    — Mamata Banerjee (@MamataOfficial) December 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফুটবল সম্রাটের মৃত্যুতে শোকবার্তা প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তাতে তিনি লিখেছেন, "কিংবদন্তি ফুটবলার এডসন আরান্তেস দো নাসিমেন্তো (পেলে)-র প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি ৷ তিনি গতরাতে ব্রাজিলের সাও পাওলোয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ বয়স হয়েছিল 82 বছর ৷ ফুটবল সম্রাট পেলে ব্রাজিল জাতীয় দলের পক্ষে 1958, 1962 ও 1970 সালে তিনবার ফিফা বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করেন ৷ এছাড়া তিনি ব্রাজিলের ক্রীড়ামন্ত্রীর দায়িত্বও পালন করেছেন ৷ তিনি ছিলেন তৃতীয় বিশ্বের কোটি কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক ৷ 2015 সালে পেলে যখন কলকাতায় আসেন, তাঁর সঙ্গে আমার হৃদ্যতাপূর্ণ পরিচয় হয়েছিল ৷ পেলে নাইট অফ দি অর্ডার অফ রিও ব্রাঙ্কো, নাইট কম্যান্ডার অফ দি অর্ডার অফ দি ব্রিটিশ এম্পায়ার-সহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন ৷ তাঁর প্রয়াণ ক্রীড়া জগতে এক অসীম শূন্যতার সৃষ্টি করল ৷ আমি পেলের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি ৷" এদিন টুইটারেও একইভাবে নিজের শোকবার্তা পোস্ট করেছেন মমতা ৷

আরও পড়ুন: কাগজের বলে অনুশীলন থেকে ‘ফুটবল সম্রাটে’র শিরোপা, সংগ্রামী কেরিয়ার পেলের

পেলের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ টুইটারে তিনি লেখেন, "ফুটবল তার সর্বকালের সেরা এক দূতকে হারাল ৷ মাঠের ভিতর এবং মাঠের বাইরে, খেলোয়াড় ও কিংবদন্তি, এই দুই ভূমিকাতেই পেলে অত্যন্ত বিরল ৷ ওঁর পরিবার এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ওঁর অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল ৷"

  • The beautiful game has lost one of its greatest legends.

    Pelé was one of the most recognizable sportspersons who brought people together.

    I extend my deepest condolences to his family and millions of fans around the world. pic.twitter.com/1Jy5Rq7tsv

    — Mallikarjun Kharge (@kharge) December 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁর শোকবার্তায় লিখেছেন, "একটি সুন্দর খেলা তার অন্যতম সেরা কিংবদন্তিকে হারাল ৷ যে প্রসিদ্ধ খেলোয়াড়রা মানুষকে একজোট করেছিলেন, তাঁদের মধ্যে পেলে অন্যতম ৷ ওঁর পরিবার এবং বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ ভক্তের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি ৷"

পেলের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তরুণ রাজনীতিবিদ জিগনেশ মেবানিও ৷ টুইটে তিনি লিখেছেন, "পেলের মতো এক অসাধারণ ফুটবলারের প্রয়াণের খবর শুনে আমি শোকাহত ৷ ওঁর পরিবার, বন্ধু এবং বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ অনুরাগীর প্রতি আমার হার্দ্যিক সমবেদনা রইল ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.