ETV Bharat / bharat

পঞ্জাবে বিদ্যুৎ সংকট: অমরিন্দরের বাড়ির সামনে আপের বিক্ষোভে পুলিশের জলকামান

author img

By

Published : Jul 3, 2021, 6:13 PM IST

আম আদমি পার্টির অভিযোগ, পঞ্জাবের সাম্প্রতিক বিদ্যুৎ সংকটের জন্য কংগ্রস ও আকালি দল দায়ী ৷ যার ফলে ছোট ও মাঝারি কৃষিক্ষেত্রে বড়সড় প্রভাব পড়ছে ৷

s
s

চণ্ডীগড়, 3 জুলাই: পঞ্জাবের বিদ্যুৎ সংকটের প্রতিবাদে চণ্ডীগড়ে মুখ্যমন্ত্রী অমরিন্দর সি-এর বাসভবনের সামনে আম আদমি পার্টির বিক্ষোভ ৷ জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ ৷

আম আদমি পার্টির অভিযোগ, পঞ্জাবের সাম্প্রতিক বিদ্যুৎ সংকটের জন্য কংগ্রস ও আকালি দল দায়ী ৷ যার ফলে ছোট ও মাঝারি কৃষিক্ষেত্রে বড়সড় প্রভাব পড়ছে ৷ আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের আগেই অভিযোগ করেছিলেন, রাজ্যের এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারকে দায় নিতে হবে ৷ তাঁর মতে, রাজস্বের অতিরিক্ত ব্যয়ের ফলেই বিদ্যুৎ-এর দাম বাড়াতে বাধ্য হচ্ছে সরকার ৷

অমরিন্দর সিং-এর বাড়ির সামনে আপের বিক্ষোভ

আরও পড়ুন: সত্যকে ধামাচাপা দিলেও হারানো যাবে না, হুঁশিয়ারি সিধুর

পঞ্জাবে প্রতিদিন 14 হাজার মেগাওয়াট বিদ্যুৎ-এর প্রয়োজন হয় ৷ কিন্তু, সাম্প্রতিক বিদ্যুৎ সংকটে বিদ্যুৎ সরবরাহে কাটছাঁটের নির্দেশ দিয়েছে অমরিন্দর সি-এর সরকার ৷ বৃস্পতিবারের নির্দেশিকায় সরকারি দফতর খোলা রাখার সময় কমানো হয়েছে ৷ এইসঙ্গে যে সব শিল্পক্ষেত্রে বিপুল পরিমাণ বিদ্যুৎ-এর প্রয়োজন হয়, সেখানে সরবরাহের পরিমাণ অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে ৷ এর প্রতিবাদেই আজ অমরিন্দর সিং-এর বাসভবনের সামনে প্রতিবাদে সামিল হন আপ নেতা-কর্মীরা ৷

চণ্ডীগড়, 3 জুলাই: পঞ্জাবের বিদ্যুৎ সংকটের প্রতিবাদে চণ্ডীগড়ে মুখ্যমন্ত্রী অমরিন্দর সি-এর বাসভবনের সামনে আম আদমি পার্টির বিক্ষোভ ৷ জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ ৷

আম আদমি পার্টির অভিযোগ, পঞ্জাবের সাম্প্রতিক বিদ্যুৎ সংকটের জন্য কংগ্রস ও আকালি দল দায়ী ৷ যার ফলে ছোট ও মাঝারি কৃষিক্ষেত্রে বড়সড় প্রভাব পড়ছে ৷ আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের আগেই অভিযোগ করেছিলেন, রাজ্যের এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারকে দায় নিতে হবে ৷ তাঁর মতে, রাজস্বের অতিরিক্ত ব্যয়ের ফলেই বিদ্যুৎ-এর দাম বাড়াতে বাধ্য হচ্ছে সরকার ৷

অমরিন্দর সিং-এর বাড়ির সামনে আপের বিক্ষোভ

আরও পড়ুন: সত্যকে ধামাচাপা দিলেও হারানো যাবে না, হুঁশিয়ারি সিধুর

পঞ্জাবে প্রতিদিন 14 হাজার মেগাওয়াট বিদ্যুৎ-এর প্রয়োজন হয় ৷ কিন্তু, সাম্প্রতিক বিদ্যুৎ সংকটে বিদ্যুৎ সরবরাহে কাটছাঁটের নির্দেশ দিয়েছে অমরিন্দর সি-এর সরকার ৷ বৃস্পতিবারের নির্দেশিকায় সরকারি দফতর খোলা রাখার সময় কমানো হয়েছে ৷ এইসঙ্গে যে সব শিল্পক্ষেত্রে বিপুল পরিমাণ বিদ্যুৎ-এর প্রয়োজন হয়, সেখানে সরবরাহের পরিমাণ অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে ৷ এর প্রতিবাদেই আজ অমরিন্দর সিং-এর বাসভবনের সামনে প্রতিবাদে সামিল হন আপ নেতা-কর্মীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.