ETV Bharat / bharat

অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে পালটা গুলিতে পুলিশ কর্মীর মৃত্যু - অপরাধীর গুলিতে পুলিশের মৃত্যু

History Sheeter in Kannauj: অভিযুক্ত অপরাধীকে ধরতে পুলিশ বাহিনী গেলে তাঁদের লক্ষ্য করে গুলি ৷ গুরুতর জখম কন্সটেবলের মৃত্যু ৷ অভিযুক্ত গ্রেফতার ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2023, 10:14 PM IST

কনৌজ, 26 ডিসেম্বর: অপরাধীকে গ্রেফতার করতে গেলে গুলিতে মৃত্যু এক পুলিশ কনস্টেবলের ৷ অভিযুক্ত ধরা পড়েছে পুলিশের জালে ৷ ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের কৌনজ এলাকায় ৷ মৃত পুলিশ কর্মীর নাম সচিন রাথি ৷ ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা ৷

এসপি অমিত কুমার জানিয়েছেন, হিস্ট্রি-শিটার অর্থাৎ দীর্ঘ দিন ধরে অপরাধের সঙ্গে যুক্ত অশোক তথা মুন্না যাদবের বিরুদ্ধে আদালত থেকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা বেরোয় ৷ আইনি পদ্ধতিতে সেই নোটিশ নিয়ে পুলিশ টিম পৌঁছয় বিষ্ণুগান থানার অন্তর্গত ধরনী ধীরপুর নাগরিয়া গ্রামের বাসিন্দা হিস্ট্রি-শিটারের বাড়িতে ৷ সেখানে অভিযুক্তর সঙ্গে ছিল তাঁর ছেলেও ৷ পুলিশ পৌঁছতেই তাঁদের লক্ষ্য করে অভিযুক্ত অশোক ও তাঁর ছেলে নির্বিচারে গুলি চালাতে শুরু করে ৷

পালটা গুলি চালাতে থাকে পুলিশ কর্মীরাও ৷ অতিরিক্ত বাহিনী চেয়ে খবর দেওয়া হয় থানাতেও ৷ অভিযুক্তদের বাড়ি চারদিক থেকে ঘিরে নেয় পুলিশ ৷ অন্ধকারের সুযোগ নিয়ে অভিযুক্ত অশোক পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে ৷ অভিযুক্তের ছোড়া গুলি এসে লাগে পুলিশ কর্মীর গায়ে ৷ গুরুতর জখম অবস্থায় কনস্টেবলকে কনৌজ ডিস্ট্রিক হাসপাতালে ভর্তি করা হয় ৷

শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশ কর্মীকে স্থানান্তরিত করা হয় কানপুরের রেজেন্সি হাসপাতালে ৷ সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে তাঁর ৷ অন্যদিকে, পুলিশের গুলিতে জখম হয় অভিযুক্ত অশোক ও তার ছেলে ৷ অভিযুক্তদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তদন্তের কাজ শুরু করেছে পুলিশ ৷ এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷ উল্লেখ্য, দীর্ঘ সময় ধরেই অশোকের বিরুদ্ধে পুলিশের কাছে নানা অভিযোগ জমা পড়েছিল ৷ তদন্তে নেমে পুলিশ তথ্যপ্রমাণ জোগাড় করেন অভিযুক্তের বিরুদ্ধে ৷ এরপর আদালত থেকে জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট বেরোলে, তা নিয়ে অভিযুক্তের বাড়ি যেতেই চলে গোলাগুলি ৷

আরও পড়ুন

1. প্রসাদে বিষক্রিয়ায় বৃদ্ধার মৃত্যু ! অসুস্থ হয়ে হাসপাতালের ভরতি প্রায় 200 জন

2. মর্মান্তিক ! পথকুকুরের আক্রমণে মৃত্যু একরত্তির, নির্বিকার প্রশাসন

3. 'বাড়ির পাঁচিলে বাঘমামাকে দেখে চক্ষু ছানাবড়া কর্তার, তারপর কী হল! দেখুন ভিডিয়ো

কনৌজ, 26 ডিসেম্বর: অপরাধীকে গ্রেফতার করতে গেলে গুলিতে মৃত্যু এক পুলিশ কনস্টেবলের ৷ অভিযুক্ত ধরা পড়েছে পুলিশের জালে ৷ ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের কৌনজ এলাকায় ৷ মৃত পুলিশ কর্মীর নাম সচিন রাথি ৷ ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা ৷

এসপি অমিত কুমার জানিয়েছেন, হিস্ট্রি-শিটার অর্থাৎ দীর্ঘ দিন ধরে অপরাধের সঙ্গে যুক্ত অশোক তথা মুন্না যাদবের বিরুদ্ধে আদালত থেকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা বেরোয় ৷ আইনি পদ্ধতিতে সেই নোটিশ নিয়ে পুলিশ টিম পৌঁছয় বিষ্ণুগান থানার অন্তর্গত ধরনী ধীরপুর নাগরিয়া গ্রামের বাসিন্দা হিস্ট্রি-শিটারের বাড়িতে ৷ সেখানে অভিযুক্তর সঙ্গে ছিল তাঁর ছেলেও ৷ পুলিশ পৌঁছতেই তাঁদের লক্ষ্য করে অভিযুক্ত অশোক ও তাঁর ছেলে নির্বিচারে গুলি চালাতে শুরু করে ৷

পালটা গুলি চালাতে থাকে পুলিশ কর্মীরাও ৷ অতিরিক্ত বাহিনী চেয়ে খবর দেওয়া হয় থানাতেও ৷ অভিযুক্তদের বাড়ি চারদিক থেকে ঘিরে নেয় পুলিশ ৷ অন্ধকারের সুযোগ নিয়ে অভিযুক্ত অশোক পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে ৷ অভিযুক্তের ছোড়া গুলি এসে লাগে পুলিশ কর্মীর গায়ে ৷ গুরুতর জখম অবস্থায় কনস্টেবলকে কনৌজ ডিস্ট্রিক হাসপাতালে ভর্তি করা হয় ৷

শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশ কর্মীকে স্থানান্তরিত করা হয় কানপুরের রেজেন্সি হাসপাতালে ৷ সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে তাঁর ৷ অন্যদিকে, পুলিশের গুলিতে জখম হয় অভিযুক্ত অশোক ও তার ছেলে ৷ অভিযুক্তদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তদন্তের কাজ শুরু করেছে পুলিশ ৷ এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷ উল্লেখ্য, দীর্ঘ সময় ধরেই অশোকের বিরুদ্ধে পুলিশের কাছে নানা অভিযোগ জমা পড়েছিল ৷ তদন্তে নেমে পুলিশ তথ্যপ্রমাণ জোগাড় করেন অভিযুক্তের বিরুদ্ধে ৷ এরপর আদালত থেকে জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট বেরোলে, তা নিয়ে অভিযুক্তের বাড়ি যেতেই চলে গোলাগুলি ৷

আরও পড়ুন

1. প্রসাদে বিষক্রিয়ায় বৃদ্ধার মৃত্যু ! অসুস্থ হয়ে হাসপাতালের ভরতি প্রায় 200 জন

2. মর্মান্তিক ! পথকুকুরের আক্রমণে মৃত্যু একরত্তির, নির্বিকার প্রশাসন

3. 'বাড়ির পাঁচিলে বাঘমামাকে দেখে চক্ষু ছানাবড়া কর্তার, তারপর কী হল! দেখুন ভিডিয়ো

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.