ETV Bharat / bharat

Jagdalpur Gangrape Allegation: মেলার মাঠ থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ ! বিশেষ দল গঠন করে তদন্তে পুলিশ - ছত্তীসগড়

ছত্তিশগড়ের বাস্তার জেলার জগদলপুরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ (Jagdalpur Gangrape Allegation) ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

police set up Special Team to investigate Jagdalpur Gangrape Allegation
প্রতীকী ছবি
author img

By

Published : Mar 5, 2023, 8:55 PM IST

Updated : Mar 5, 2023, 9:34 PM IST

জগদলপুর (ছত্তিশগড়), 5 মার্চ: আবারও গণধর্ষণের অভিযোগ ! এবারের ঘটনাস্থল ছত্তিশগড়ের বাস্তার জেলার জগদলপুর (Jagdalpur Gangrape Allegation) ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, মেলার মাঠ থেকে এক তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে কয়েকজন দুষ্কৃতী ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন জগদলপুরের অতিরিক্ত পুলিশ সুপার নিবেদিতা পাল ৷ তিনি জানিয়েছেন, প্রতিবছরই ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শুরু পর্যন্ত স্থানীয় দরভা থানা এলাকার মাবলিপাদারে একটি বিরাট মেলা বসে ৷ সেই মেলায় ভিড় জমান হাজার হাজার মানুষ ৷ অভিযোগকারিণীও মেলা দেখতেই গিয়েছিলেন ৷ সেখানেই তিনি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন ৷

শনিবার রাতে এই মেলা দেখতে গিয়েছিলেন তরুণী ৷ মেলায় মোরগের লড়াই, জাদুর আসর যেমন বসে, তেমনই বসে নাটক ৷ সেই নাটক চলে গভীর রাত পর্যন্ত ৷ অভিযোগকারিণী নাটক দেখছিলেন বলে জানা গিয়েছে ৷ তাঁর দাবি, কয়েকজন দুষ্কৃতী তাঁকে মেলার মাঠের ওই নাটকের আসর থেকে তুলে নিয়ে যায় ৷ তারা মেয়েটিকে নিয়ে একটি নির্জন জায়গায় পৌঁছয় ৷ তারপর সেখানেই মেয়েটিকে গণধর্ষণ করা হয় ৷ এই ঘটনায় ওই তরুণী জ্ঞান হারান ৷ সম্ভবত, তা দেখেই ভয় পেয়ে যায় দুষ্কৃতীরা ৷ মেয়েটিকে ওই নির্জন এলাকায় ফেলে রেখে চম্পট দেয় তারা ৷

আরও পড়ুন: হাথরস গণধর্ষণ ও খুনে দোষীর যাবজ্জীবন সাজা, খালাস বাকি 3 অভিযুক্ত

জ্ঞান ফেরার পর ওই তরুণী নিজেই কোনওমতে বাড়ি ফিরে যান ৷ পরিবারের সদস্যরা তাঁর অবস্থা দেখে বুঝতে পারেন, তাঁর সঙ্গে কোনও অঘটন ঘটেছে ৷ এরপর তরুণী গণধর্ষণের ঘটনা পরিবারের সদস্যদের জানান ৷ তাঁরা দরভা থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেন ৷ ঘটনার তদন্তে একটি বিশেষ দল গঠন করা হয়েছে ৷ এই দলের সদস্যরা মেলায় অংশগ্রহকারী বিভিন্ন দোকানি, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন ৷ আশপাশে কোথাও সিসিটিভি ক্যামেরা রয়েছে কিনা, সেই খোঁজ চলছে ৷ তরুণীর সঙ্গেও কথা বলছেন পুলিশের তদন্তকারী আধিকারিকরা ৷ তাঁর দেওয়া সমস্ত তথ্য সঠিক কিনা, তা যাচাই করে দেখা হচ্ছে ৷ অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি ৷

জগদলপুর (ছত্তিশগড়), 5 মার্চ: আবারও গণধর্ষণের অভিযোগ ! এবারের ঘটনাস্থল ছত্তিশগড়ের বাস্তার জেলার জগদলপুর (Jagdalpur Gangrape Allegation) ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, মেলার মাঠ থেকে এক তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে কয়েকজন দুষ্কৃতী ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন জগদলপুরের অতিরিক্ত পুলিশ সুপার নিবেদিতা পাল ৷ তিনি জানিয়েছেন, প্রতিবছরই ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শুরু পর্যন্ত স্থানীয় দরভা থানা এলাকার মাবলিপাদারে একটি বিরাট মেলা বসে ৷ সেই মেলায় ভিড় জমান হাজার হাজার মানুষ ৷ অভিযোগকারিণীও মেলা দেখতেই গিয়েছিলেন ৷ সেখানেই তিনি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন ৷

শনিবার রাতে এই মেলা দেখতে গিয়েছিলেন তরুণী ৷ মেলায় মোরগের লড়াই, জাদুর আসর যেমন বসে, তেমনই বসে নাটক ৷ সেই নাটক চলে গভীর রাত পর্যন্ত ৷ অভিযোগকারিণী নাটক দেখছিলেন বলে জানা গিয়েছে ৷ তাঁর দাবি, কয়েকজন দুষ্কৃতী তাঁকে মেলার মাঠের ওই নাটকের আসর থেকে তুলে নিয়ে যায় ৷ তারা মেয়েটিকে নিয়ে একটি নির্জন জায়গায় পৌঁছয় ৷ তারপর সেখানেই মেয়েটিকে গণধর্ষণ করা হয় ৷ এই ঘটনায় ওই তরুণী জ্ঞান হারান ৷ সম্ভবত, তা দেখেই ভয় পেয়ে যায় দুষ্কৃতীরা ৷ মেয়েটিকে ওই নির্জন এলাকায় ফেলে রেখে চম্পট দেয় তারা ৷

আরও পড়ুন: হাথরস গণধর্ষণ ও খুনে দোষীর যাবজ্জীবন সাজা, খালাস বাকি 3 অভিযুক্ত

জ্ঞান ফেরার পর ওই তরুণী নিজেই কোনওমতে বাড়ি ফিরে যান ৷ পরিবারের সদস্যরা তাঁর অবস্থা দেখে বুঝতে পারেন, তাঁর সঙ্গে কোনও অঘটন ঘটেছে ৷ এরপর তরুণী গণধর্ষণের ঘটনা পরিবারের সদস্যদের জানান ৷ তাঁরা দরভা থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেন ৷ ঘটনার তদন্তে একটি বিশেষ দল গঠন করা হয়েছে ৷ এই দলের সদস্যরা মেলায় অংশগ্রহকারী বিভিন্ন দোকানি, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন ৷ আশপাশে কোথাও সিসিটিভি ক্যামেরা রয়েছে কিনা, সেই খোঁজ চলছে ৷ তরুণীর সঙ্গেও কথা বলছেন পুলিশের তদন্তকারী আধিকারিকরা ৷ তাঁর দেওয়া সমস্ত তথ্য সঠিক কিনা, তা যাচাই করে দেখা হচ্ছে ৷ অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি ৷

Last Updated : Mar 5, 2023, 9:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.