ETV Bharat / bharat

গুরুদ্বারায় গুলির লড়াই! নিহাঙ্গ গোষ্ঠীর হামলায় মৃত পুলিশ কনস্টেবল, আহত 5 - পুলিশ বনাম নিহাঙ্গদের গুলিযুদ্ধ

Shootout at Punjab: গুরুদ্বারা দখল করে পুলিশের উপর হামলা চালায় নিহাঙ্গ গোষ্ঠীর বেশ কয়েকজন সদস্য বলে খবর । গুলির লড়াই বিপজ্জনক আকার নেয় ।

ETV Bharat
পুলিশের সঙ্গে নিহাঙ্গদের গুলিযুদ্ধ
author img

By PTI

Published : Nov 23, 2023, 8:57 AM IST

Updated : Nov 23, 2023, 11:48 AM IST

চণ্ডীগড়, 23 নভেম্বর: গুরুদ্বারায় গুলিযুদ্ধ ৷ পুলিশকে নিশানা করে প্রকাশ্যে গুলি চালাল সশস্ত্র শিখ বা নিহাঙ্গরা ৷ আর পুলিশ বনাম নিহাঙ্গদের গুলিযুদ্ধে মৃত্যু হল পুলিশের এক কনস্টেবলের ৷ ঘটনাটি ঘটেছে পঞ্জাবের কাপুরথালা জেলায় ৷ জখম হয়েছেন আরও 5 জন ৷ বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, নিহাঙ্গরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ৷ তাই এই দুর্ঘটনা ঘটেছে সুলতানপুরের লোধিতে ৷ নিহাঙ্গদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে ৷

জানা গিয়েছে, নিহাঙ্গদের বিরুদ্ধে অভিযোগ, তারা একটি গুরুদ্বারা দখল করে রেখেছিল ৷ সেখান থেকে তাদের গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ ৷ এই পুলিশি অভিযানের সময় ওই সশস্ত্র শিখদের সঙ্গে পুলিশের গুলিযুদ্ধ শুরু হয় ৷ 'নিহাঙ্গ' গোষ্ঠীর একটি দল পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে ৷ কাপুরথালার এসপি তেজবীর সিং জানিয়েছেন, পুলিশ কর্মীরা রাস্তায় দাঁড়িয়েছিল ৷ এমন সময় তাঁদের নিশানা করে গুলি চালায় নিহাঙ্গরা ৷

" class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চণ্ডীগড়, 23 নভেম্বর: গুরুদ্বারায় গুলিযুদ্ধ ৷ পুলিশকে নিশানা করে প্রকাশ্যে গুলি চালাল সশস্ত্র শিখ বা নিহাঙ্গরা ৷ আর পুলিশ বনাম নিহাঙ্গদের গুলিযুদ্ধে মৃত্যু হল পুলিশের এক কনস্টেবলের ৷ ঘটনাটি ঘটেছে পঞ্জাবের কাপুরথালা জেলায় ৷ জখম হয়েছেন আরও 5 জন ৷ বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, নিহাঙ্গরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ৷ তাই এই দুর্ঘটনা ঘটেছে সুলতানপুরের লোধিতে ৷ নিহাঙ্গদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে ৷

জানা গিয়েছে, নিহাঙ্গদের বিরুদ্ধে অভিযোগ, তারা একটি গুরুদ্বারা দখল করে রেখেছিল ৷ সেখান থেকে তাদের গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ ৷ এই পুলিশি অভিযানের সময় ওই সশস্ত্র শিখদের সঙ্গে পুলিশের গুলিযুদ্ধ শুরু হয় ৷ 'নিহাঙ্গ' গোষ্ঠীর একটি দল পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে ৷ কাপুরথালার এসপি তেজবীর সিং জানিয়েছেন, পুলিশ কর্মীরা রাস্তায় দাঁড়িয়েছিল ৷ এমন সময় তাঁদের নিশানা করে গুলি চালায় নিহাঙ্গরা ৷

" class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পুলিশের উচ্চাধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ পুলিশের বিশাল বাহিনী এলাকা ঘিরে ফেলেছে ৷ এখনও পুলিশের অভিযান চলছে ৷ ইতিমধ্যে 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ নিহাঙ্গদের 30 জন সদস্য এখনও গুরুদ্বারার মধ্যে আছে বলে মনে করছে পুলিশ ৷

নিহাঙ্গ কারা ? নিহাঙ্গ শব্দটি পার্সি ভাষা থেকে নেওয়া ৷ এর মানে পৌরাণিক সামুদ্রিক প্রাণী এবং এরা হিংস্র ৷ কথিত, 1699 সালে গুরু হরগোবিন্দ সিংয়ের অকাল সেনা থেকে এই নিহাঙ্গদের জন্ম ৷ শিখদের এই গোষ্ঠীর সদস্যরা নীল পোশাক পরে ৷ এরা সঙ্গে অস্ত্র রাখে ৷ কবজিতে লোহার ব্রেসলেট পরে নিহাঙ্গরা ৷ এই অস্ত্রকে 'জঙ্গি কারা' বলা হয় ৷ নিহাঙ্গদের পাগড়িতেও ইস্পাতের ডিস্ক থাকে ৷ হাতে একটি বা দু'টি তলোয়ার থাকা ঐতিহ্য ৷

2020-তে কোভিডের সময় লকডাউনের বিরুদ্ধে গর্জে উঠতে দেখা যায় নিহাঙ্গ গোষ্ঠীকে। পাতিয়ালায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকের হাত কেটে নেওয়ার অভিযোগ ওঠে এই গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে ।

আরও পড়ুন:

  1. কারা নীল পোশাকের ঘোড়সওয়ার ?
  2. 'ভারতে বিশ্বকাপ ফাইনালের দিন বিশ্ব সন্ত্রাসের খেলা দেখবে ', হুমকি বিচ্ছিন্নতাবাদী শিখ নেতার
  3. নিউইয়র্কে গাড়ির সংঘর্ষের জের, যুবকের আক্রমণে শিখ প্রৌঢ়ার মৃত্যু
Last Updated : Nov 23, 2023, 11:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.