চণ্ডীগড়, 23 নভেম্বর: গুরুদ্বারায় গুলিযুদ্ধ ৷ পুলিশকে নিশানা করে প্রকাশ্যে গুলি চালাল সশস্ত্র শিখ বা নিহাঙ্গরা ৷ আর পুলিশ বনাম নিহাঙ্গদের গুলিযুদ্ধে মৃত্যু হল পুলিশের এক কনস্টেবলের ৷ ঘটনাটি ঘটেছে পঞ্জাবের কাপুরথালা জেলায় ৷ জখম হয়েছেন আরও 5 জন ৷ বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, নিহাঙ্গরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ৷ তাই এই দুর্ঘটনা ঘটেছে সুলতানপুরের লোধিতে ৷ নিহাঙ্গদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে ৷
" class="align-text-top noRightClick twitterSection" data="জানা গিয়েছে, নিহাঙ্গদের বিরুদ্ধে অভিযোগ, তারা একটি গুরুদ্বারা দখল করে রেখেছিল ৷ সেখান থেকে তাদের গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ ৷ এই পুলিশি অভিযানের সময় ওই সশস্ত্র শিখদের সঙ্গে পুলিশের গুলিযুদ্ধ শুরু হয় ৷ 'নিহাঙ্গ' গোষ্ঠীর একটি দল পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে ৷ কাপুরথালার এসপি তেজবীর সিং জানিয়েছেন, পুলিশ কর্মীরা রাস্তায় দাঁড়িয়েছিল ৷ এমন সময় তাঁদের নিশানা করে গুলি চালায় নিহাঙ্গরা ৷
#WATCH | Sultanpur Lodhi, Punjab: A clash erupted between Nihang Singhs and Police officials at a Gurudwara Akal Bunga in Kapurthala. Further details awaited. pic.twitter.com/mLLbYRK7vJ
— ANI (@ANI) November 23, 2023
">#WATCH | Sultanpur Lodhi, Punjab: A clash erupted between Nihang Singhs and Police officials at a Gurudwara Akal Bunga in Kapurthala. Further details awaited. pic.twitter.com/mLLbYRK7vJ
— ANI (@ANI) November 23, 2023
#WATCH | Sultanpur Lodhi, Punjab: A clash erupted between Nihang Singhs and Police officials at a Gurudwara Akal Bunga in Kapurthala. Further details awaited. pic.twitter.com/mLLbYRK7vJ
— ANI (@ANI) November 23, 2023