ETV Bharat / bharat

Rat Drinks Liquor: 60 বোতল মদ সাবাড়, উৎসবের মরশুমে সুরায় মত্ত ইঁদুরও - মদ

শুনলে অবাক হলেও এটাই সত্যি ! বাজেয়াপ্ত হওয়া 60 বোতল মদ খেয়ে নিল ইঁদুরে ৷ এমনটাই দাবি পুলিশের ৷ মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার ঘটনা ৷

Etv Bharat
ইঁদুরে খেল 60 বোতল মদ
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 10:20 PM IST

ছিন্দওয়াড়া (মধ্যপ্রদেশ), 6 নভেম্বর: এই খবরটি পড়লে মনুষ্য ডাকাতদের কথা ভুলে যাবেন ৷ মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার পুলিশ বিভিন্ন আন্ডারগ্রাউন্ড চোরদের সঙ্গে মোকাবিলা করছে ৷ 60 বোতল বাজেয়াপ্ত করা মদ খেয়ে ফেলেছে ইঁদুরে ৷ এমনই আশ্চর্য অভিযোগ পুলিশের ৷ এর চেয়েও আকর্ষণীয় বিষয় হল এই 60 বোতল বাজেয়াপ্ত হওয়া মদ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আদালতে পেশ করার কথা ছিল ৷

বিষয়টা এমন জায়গায় পৌঁছেছে যে ইঁদুররা খোলাখুলি চ্যালেঞ্জ দিয়েছে পুলিশকে ৷ এই ঘটনায় ফাঁদ পেতে পুলিশ একটি ইঁদুরকে 'গ্রেফতার' করতে পেরেছে ৷ বাকিরা পলাতক ৷ জানা গিয়েছে, পুলিশি অভিযানে বাজেয়াপ্ত হওয়া অন্যান্য জিনিসের সঙ্গে এই অবৈধ মদের 60টি বোতলও থানার গুদামে রাখা হয়েছিল যাতে তা সময় মতো আদালতে পেশ করা যায় ৷ তবে গুদামে রাখা প্রায় 60 বোতল দেশি মদে চুমুক দিয়েছে ইঁদুরের দল ৷ আতঙ্কে ফাঁদ পেতেছে পুলিশ ৷ তবে একটিকে ধরতে পারলেও বাকিরা ক্রমাগত জিনিস চুরি করে উৎপাত করছে ৷ পুলিশ বলছে, ইঁদুররা শুধু মদের বোতলই নষ্ট করেনি ৷ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিও নষ্ট করে দিয়েছে ৷ এই অবস্থায় আদালতে সাক্ষ্যপ্রমাণ পেশ করায় রীতিমতো চ্যালেঞ্জের মুখে পুলিশ ৷

পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত যে বোতলগুলি ইঁদুরের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলিই আদালতে পেশ করা হবে ৷ ইঁদুরেই যে এ ক্ষতি করেছে সেই বিষয়টিও উপস্থাপন করা হবে ৷ তবে এই ইঁদুরের আতঙ্কে একমাত্র পুলিশ বিভাগই নয়, অন্যান্য সব দফতরেও একই সমস্যা ৷ জেলা হাসপাতাল ছাড়াও শিক্ষা বিভাগ থেকে শুরু করে কালেক্টর অফিস-সহ বিভিন্ন দফতরে ইঁদুরের উপদ্রব রয়েছে । সূত্রের খবর, ছিন্দওয়াড়া জেলা হাসপাতাল প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে ইঁদুর ধরতে ৷ তারপরও গুরুত্বপূর্ণ ফাইলগুলি ইঁদুরের জন্যই নষ্ট হয়ে গিয়েছে।

আরও পড়ুন : ইঁদুরকে খুনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে 30 পাতার চার্জশিট যোগীরাজ্যে

ছিন্দওয়াড়া (মধ্যপ্রদেশ), 6 নভেম্বর: এই খবরটি পড়লে মনুষ্য ডাকাতদের কথা ভুলে যাবেন ৷ মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার পুলিশ বিভিন্ন আন্ডারগ্রাউন্ড চোরদের সঙ্গে মোকাবিলা করছে ৷ 60 বোতল বাজেয়াপ্ত করা মদ খেয়ে ফেলেছে ইঁদুরে ৷ এমনই আশ্চর্য অভিযোগ পুলিশের ৷ এর চেয়েও আকর্ষণীয় বিষয় হল এই 60 বোতল বাজেয়াপ্ত হওয়া মদ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আদালতে পেশ করার কথা ছিল ৷

বিষয়টা এমন জায়গায় পৌঁছেছে যে ইঁদুররা খোলাখুলি চ্যালেঞ্জ দিয়েছে পুলিশকে ৷ এই ঘটনায় ফাঁদ পেতে পুলিশ একটি ইঁদুরকে 'গ্রেফতার' করতে পেরেছে ৷ বাকিরা পলাতক ৷ জানা গিয়েছে, পুলিশি অভিযানে বাজেয়াপ্ত হওয়া অন্যান্য জিনিসের সঙ্গে এই অবৈধ মদের 60টি বোতলও থানার গুদামে রাখা হয়েছিল যাতে তা সময় মতো আদালতে পেশ করা যায় ৷ তবে গুদামে রাখা প্রায় 60 বোতল দেশি মদে চুমুক দিয়েছে ইঁদুরের দল ৷ আতঙ্কে ফাঁদ পেতেছে পুলিশ ৷ তবে একটিকে ধরতে পারলেও বাকিরা ক্রমাগত জিনিস চুরি করে উৎপাত করছে ৷ পুলিশ বলছে, ইঁদুররা শুধু মদের বোতলই নষ্ট করেনি ৷ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিও নষ্ট করে দিয়েছে ৷ এই অবস্থায় আদালতে সাক্ষ্যপ্রমাণ পেশ করায় রীতিমতো চ্যালেঞ্জের মুখে পুলিশ ৷

পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত যে বোতলগুলি ইঁদুরের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলিই আদালতে পেশ করা হবে ৷ ইঁদুরেই যে এ ক্ষতি করেছে সেই বিষয়টিও উপস্থাপন করা হবে ৷ তবে এই ইঁদুরের আতঙ্কে একমাত্র পুলিশ বিভাগই নয়, অন্যান্য সব দফতরেও একই সমস্যা ৷ জেলা হাসপাতাল ছাড়াও শিক্ষা বিভাগ থেকে শুরু করে কালেক্টর অফিস-সহ বিভিন্ন দফতরে ইঁদুরের উপদ্রব রয়েছে । সূত্রের খবর, ছিন্দওয়াড়া জেলা হাসপাতাল প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে ইঁদুর ধরতে ৷ তারপরও গুরুত্বপূর্ণ ফাইলগুলি ইঁদুরের জন্যই নষ্ট হয়ে গিয়েছে।

আরও পড়ুন : ইঁদুরকে খুনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে 30 পাতার চার্জশিট যোগীরাজ্যে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.