লখনউ, 17 ফেব্রুয়ারি: যোগী আদিত্যনাথের বাড়িতে বোমাতঙ্ক । মুখ্যমন্ত্রীর কালীদাস মার্গের বাড়িতে বোমা আছে জানিয়ে ফোন করা হয় দিল্লি পুলিশেক হেডকোয়ার্টারে । ওই ফোনের পরই বাড়ানো হয় মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা, পৌঁছয় বম্ব স্কোয়াড (Bomb near CM Yogi Adityanath residence)। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় যোগী আদিত্যনাথের বাসভবন । যদিও দীর্ঘ তল্লাশির পর পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, কেউ বা কারা উড়ো ফোনে ভুয়ো বোমাতঙ্ক ছড়িয়েছিল (Bomb Scare at Yogi Adityanath Residence) ।
বোম খুঁজে না-পাওয়া গেলেও নিরাপত্তা জোরদার করা হয়েছে (Police beef up security at UP CM Yogi Adityanath's residence in Lucknow) । লখনউ ডিসিপি সেন্ট্রাল জানিয়েছে, তারা মুখ্যমন্ত্রীর বাসভবনে একটি বোমা হামলার খবর পেয়েছিলেন । সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি অভিযান শুরু করে । যদিও শেষ পর্যন্ত বোমার কোনও হদিশ পাওয়া যায়নি । কে বা কারা ওই উড়ো খবর ছড়িয়েছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: 'প্রয়োজন হলে বোম মারতে হবে, পুলিশকে গুলিতে ঝাঁঝরা করে দেবে' ! হুঁশিয়ারি নেত্রীর
প্রসঙ্গত, এর আগেও একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল যোগী আদিত্যনাথকে ।একজন অজানা টুইটার ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে টুইট করে হুমকি দেওয়া হয়, মুখ্যমন্ত্রীর অশ্বারোহীকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে । একই সঙ্গে দাবি করা হয়েছিল যে বেশ কয়েকটি এলাকায় বিস্ফোরক পদার্থ রাখা হয়েছে । 'লেডি ডন' (@ladydone3) নামে ওই অ্যাকাউন্ট থেকে টুইট করে জানানো হয়েছিল, লখনউ বিধানসভা, রেল ও বাস স্টেশনে বোমা রয়েছে ।
দু'বছর আগেও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেয় দুই যুবক। উত্তরপ্রদেশের গোন্ডা জেলা থেকে রাজা বাবু এবং মুকেশ নামে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ ৷
আরও পড়ুন: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বাসভবন উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেপ্তার 2