নয়াদিল্লি, 23 মার্চ : মাইক্রোওয়েভ থেকে পাওয়া শিশুকন্যার ঘটনায় গ্রেফতার হল তার মা ৷ দক্ষিণ দিল্লির চিরাগ দিল্লি এলাকায় একটি মাইক্রোওয়েভের ভিতর থেকে 2 মাসের শিশুকন্যার দেহ উদ্ধার করে পুলিশ ৷ এই ঘটনায় প্রধান অভিযুক্ত শিশুটির মা ডিম্পল ৷ সে চিরাগ দিল্লির বাসিন্দা ৷
সোমবার দক্ষিণ দিল্লিতে চিরাগ দিল্লি এলাকায় বাড়িটির দ্বিতীয়তলায় তাকে অচেতন অবস্থায় পাওয়া যায় ৷ পাশাপাশি মাইক্রোওয়েভে মেলে শিশু কন্যার দেহ ৷ শিশু কন্যাটির গলায় ক্ষতের দাগ ছিল ৷ 26 বছর বয়সী ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ জেরা করেছে ৷ কিন্তু তার অসংলগ্ন কথাবার্তায় মনে করা হচ্ছে সে মানসিক ভাবে ঠিক নেই, জানিয়েছেন পুলিশের ডেপুটি কমিশনার বেনিটা মেরি জেকার ৷ সোমবার রাতে এবং মঙ্গলবার সকালে দু'বার তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ (Police arrests mother of 2 year old infant death in Chirag Dilli area South Delhi) ৷
পুলিশ আধিকারিক বলেন,"সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ আমরা শিশুকন্যা নিখোঁজের খবর পাই ৷ সেই অনুযায়ী আমাদের কর্মীরা সংশ্লিষ্ট পরিবারের বাড়িতে পৌঁছয় ৷ সেখান থেকে জানা যায় শিশুকন্যাটিকে খুঁজে পাওয়া গিয়েছে এবং তাকে মদন মোহন মালব্য হাসপাতালে পাঠানো হয়েছে ৷ হাসপাতাল জানায় বাচ্চাটি মারা গিয়েছে ৷"
স্বভাবতই এই ঘটনায় হতবাক পড়শিরা ৷ পুলিশ শিশুটির বাবা-মা, কাকা, ঠাকুমা এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলে ৷ মঙ্গলবার শিশুকন্যার দেহের ময়নাতদন্ত হয় ৷ প্রাথমিক ভাবে চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটিকে কোনও ভাবে গরম কিছুর মধ্যে রাখা হয়েছিল এবং সোমবারের আগের দিন অর্থাৎ রবিবার সে মারা গিয়েছে ৷ ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত সঠিক কিছু বলা সম্ভব নয়, জানিয়েছেন পুলিশ আধিকারিক জেকার ৷
আরও পড়ুন : Infant Body in Microwave : 2 মাসের শিশুকন্যা মাইক্রোওয়েভে ! হতবাক চিরাগ দিল্লি
মেয়ের মৃত্যুতে পুলিশ তার মাকেই সন্দেহ করছে ৷ এ প্রসঙ্গে ডিসিপি বলেন, "ঘটনাস্থল থেকে পাওয়া প্রমাণের ভিত্তিতে এটা পরিষ্কার যে, এতে শিশুকন্যার মা জড়িত ৷ এটা অবিশ্বাস করার কোনও কারণ নেই ৷" অন্যদের থেকে আড়াল করতে শিশুকন্যার দেহটি মাইক্রোওয়েভে ঢুকিয়ে রাখা হয়েছিল ৷
বাড়িটির নিচে ওই পরিবারের একটি মুদির দোকান রয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দোকানটি মৃত শিশুটির বাবা এবং তার দুই ভাইয়েরা চালায় ৷ 6-7 বছর আগে শিশু কন্যাটির বাবা ও মা বিয়ে করেন ৷ তাদের একটি তিন বছরের ছেলে আছে ৷ পুলিশ যখন শিশুকন্যার দেহ উদ্ধার করছিল, সে সময় ওই বাচ্চাটি কাঁদছিল ৷
স্থানীয় সূত্রে খবর, প্রথম ওই শিশু কন্যাটির খোঁজ শুরু করে তার কাকা ৷ বারে বারে ডাকা সত্ত্বেও শিশুটির মা দরজা খুলছিল না ৷ এক পড়শি সাংবাদিকদের জানিয়েছেন, এরপর জানলার কাচ ভেঙে ঘরে ঢুকে তাঁরা দেখতে পান শিশুটির মা অচেতন অবস্থায় পড়ে রয়েছে ৷ চেঁচামেচির আওয়াজ শুনে তার জ্ঞান ফেরে ৷ চারিদিক তন্নতন্ন করে খুঁজেও শিশুকন্যাটিকে পাওয়া যাচ্ছিল না ৷ এরপর আরও দু-তিনজন লোক ঘরে ঢুকে মাইক্রোওয়েভ থেকে বাচ্চাটিকে উদ্ধার করে ৷