নোঙ্গর (মধ্যপ্রদেশ), 13 ডিসেম্বর: শারীরিক সম্পর্কে রাজি না-হওয়ায় তরুণীতে কাঁচি দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত 'প্রেমিক' ৷ বুধবারই অভিযুক্ত প্রবীণ ধাকদকে মধ্যপ্রদেশের গুনা থেকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, শনিবার ওই তরুণীর দেহ উদ্ধার হয় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের বেশ কিছুদি আগে ইনস্টাগ্রামে পরিচয় হয়েছিল ৷ সেখান থেকে বন্ধুত্ব ৷ ক্রমে তা ঘনিষ্ঠতায় পরিণত হয় ৷ সম্প্রতি ইন্দোরের রাওজি বাজার থানা এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে ওই যুবতী তাঁর প্রেমিকের সঙ্গে থাকতেন ৷ প্রায়শই তাদের মধ্যে অশান্তি লেগে থাকত ৷ ঘটনার দিনও দু‘জনের মধ্যে অশান্তি হয় ৷ তারপরই হঠাৎ ওই তরুণীর উপর কাঁচি দিয়ে হামলা চালায় অভিযুক্ত ৷ এরপর অভিযুক্ত এলোপাথারি কোপাতে তাকে ৷ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ এদিকে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ৷
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ৷ মৃ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয় ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ শনিবার গুনা থেকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযুক্তকে জিজ্ঞসাবাদ অভিযুক্ত খুনের কথা স্বীকার করে ৷ সেই জানায় তারা এক সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিল ৷ তাদের মধ্যে অশান্তি হয় ৷ ওই তরুণী শারীরিক সম্পর্কের অনীহা প্রকাশ করায় তাকে হত্যা করে ৷
আরও পড়ুন: