ETV Bharat / bharat

Gang Rape Allegation: অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ ! ধৃত 1 - অপহরণ

বিহারের (Bihar) রাজধানী পটনায় (Patna) অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে (Abduction) গণধর্ষণের অভিযোগ (Gang Rape Allegation) উঠেছে ৷ পাঁচ অভিযুক্তের মধ্যে একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ ৷

police arrest one man for Abduction and Gang Rape Allegation in Patna
প্রতীকী ছবি ৷
author img

By

Published : Jan 4, 2023, 1:01 PM IST

পটনা, 4 জানুয়ারি: টিউশন পড়ে বাড়ি ফেরার পথে 'ধর্ষণের শিকার' ছাত্রী ৷ তাকে অপহরণ করে (Abduction) গণধর্ষণের অভিযোগ (Gang Rape Allegation) উঠল ৷ ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) রাজধানী পটনায় (Patna) ৷ ঘটনায় মোট পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তাঁদের মধ্যে এক অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার অন্য দিনের মতোই প্রাইভেট টিউশন পড়তে গিয়েছিল অষ্টম শ্রেণির ওই ছাত্রী ৷ সন্ধে 6টা 30 মিনিট নাগাদ কোচিং থেকে বাড়ি ফিরছিল সে ৷ অভিযোগ, সেই সময়েই তাকে অপহরণ করা হয় ৷ ঘটনাটি ঘটে পটনার জল্লার হনুমান মন্দিরের কাছে ৷ এরপর এক অভিযুক্ত মেয়েটিকে জোর করে একটি ঘরে নিয়ে যায় ৷ সেই ঘরে আগে থেকেই উপস্থিত ছিলেন বাকি চার অভিযুক্ত ৷ সেখানেই ওই কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷

আরও পড়ুন: তামিলনাড়ু পথ দুর্ঘটনায় মৃত একই পরিবারের পাঁচ

পটনা শহরের এএসপি অমিত রঞ্জন এই প্রসঙ্গে জানিয়েছেন, "সোমবারের ওই ঘটনার প্রেক্ষিতে কিশোরীর পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ইতিমধ্যেই মেয়েটির স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে ৷ আইন অনুসারে, তার বয়ান রেকর্ড করা হবে ৷ এক অভিুক্তকে আমরা গ্রেফতার করেছি ৷ বাকি চারজনের সন্ধানে সম্ভাব্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে ৷"

পুলিশ যে অভিযুক্তকে গ্রেফতার করেছে, তিনি পেশায় টেম্পোচালক বলে জানা গিয়েছে ৷ তাকে দফায় দফায় জেরা করা হচ্ছে ৷ বাকি যে চারজন এই ঘটনায় জড়িত বলে দাবি করা হচ্ছে, ইতিমধ্যেই তাঁদের নাম জানা গিয়েছে ৷ এঁরা হলেন গোলু কুমার, মুকেশ কুমার, সুগ্রীব কুমার এবং প্রমোদ কুমার।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দুষ্কৃতীদের আনাগোনা ক্রমশ বাড়ছে ৷ বাড়ছে অপরাধের বিভিন্ন ঘটনা ৷ এই প্রেক্ষাপটে এক ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ ওঠায় ক্ষুব্ধ এলাকাবাসী ৷ তাঁরা অবিলম্বে দোষীদের গ্রেফতার করার এবং আইন অনুসারে তাঁদের কঠোর শাস্তি দাবি করেছেন ৷ একই দাবি জানিয়েছেন কিশোরীর পরিবারের সদস্যরাও ৷

পটনা, 4 জানুয়ারি: টিউশন পড়ে বাড়ি ফেরার পথে 'ধর্ষণের শিকার' ছাত্রী ৷ তাকে অপহরণ করে (Abduction) গণধর্ষণের অভিযোগ (Gang Rape Allegation) উঠল ৷ ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) রাজধানী পটনায় (Patna) ৷ ঘটনায় মোট পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তাঁদের মধ্যে এক অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার অন্য দিনের মতোই প্রাইভেট টিউশন পড়তে গিয়েছিল অষ্টম শ্রেণির ওই ছাত্রী ৷ সন্ধে 6টা 30 মিনিট নাগাদ কোচিং থেকে বাড়ি ফিরছিল সে ৷ অভিযোগ, সেই সময়েই তাকে অপহরণ করা হয় ৷ ঘটনাটি ঘটে পটনার জল্লার হনুমান মন্দিরের কাছে ৷ এরপর এক অভিযুক্ত মেয়েটিকে জোর করে একটি ঘরে নিয়ে যায় ৷ সেই ঘরে আগে থেকেই উপস্থিত ছিলেন বাকি চার অভিযুক্ত ৷ সেখানেই ওই কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷

আরও পড়ুন: তামিলনাড়ু পথ দুর্ঘটনায় মৃত একই পরিবারের পাঁচ

পটনা শহরের এএসপি অমিত রঞ্জন এই প্রসঙ্গে জানিয়েছেন, "সোমবারের ওই ঘটনার প্রেক্ষিতে কিশোরীর পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ইতিমধ্যেই মেয়েটির স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে ৷ আইন অনুসারে, তার বয়ান রেকর্ড করা হবে ৷ এক অভিুক্তকে আমরা গ্রেফতার করেছি ৷ বাকি চারজনের সন্ধানে সম্ভাব্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে ৷"

পুলিশ যে অভিযুক্তকে গ্রেফতার করেছে, তিনি পেশায় টেম্পোচালক বলে জানা গিয়েছে ৷ তাকে দফায় দফায় জেরা করা হচ্ছে ৷ বাকি যে চারজন এই ঘটনায় জড়িত বলে দাবি করা হচ্ছে, ইতিমধ্যেই তাঁদের নাম জানা গিয়েছে ৷ এঁরা হলেন গোলু কুমার, মুকেশ কুমার, সুগ্রীব কুমার এবং প্রমোদ কুমার।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দুষ্কৃতীদের আনাগোনা ক্রমশ বাড়ছে ৷ বাড়ছে অপরাধের বিভিন্ন ঘটনা ৷ এই প্রেক্ষাপটে এক ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ ওঠায় ক্ষুব্ধ এলাকাবাসী ৷ তাঁরা অবিলম্বে দোষীদের গ্রেফতার করার এবং আইন অনুসারে তাঁদের কঠোর শাস্তি দাবি করেছেন ৷ একই দাবি জানিয়েছেন কিশোরীর পরিবারের সদস্যরাও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.